নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ভরা ভরা সাধু

২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০১

শীতের সময়, গ্রামটি বেশ সুন্দর দেখালেও, বৃষ্টির দিনে এখানকার অধিকাংশ রাস্তা চলার অনুপযোগী হয়ে পড়ে। যদিও গ্রামের প্রধান সড়কটি ইট দিয়ে তৈরি, তবুও দিনের পর দিন ব্যবহার আর সংস্কারের অভাবে তা একটু ঢিলে হয়ে গিয়েছিল।
একদিন, গ্রামের একজন দিনমজুর হাঁটতে গিয়ে রাস্তায় ঢিলেঢালা একটি ইট দেখতে পেল । সে ভাবল, "এই ইটটা এখানে পড়ে আছে কেন?" বাড়ির কোনো কাজে লাগবে মনে করে, সে ইটটি কুড়িয়ে বাড়িতে নিয়ে গেল।
পরের দিন, পাশের বাড়ির অন্য এক ব্যক্তি লক্ষ্য করল যে, রাস্তার ভাঙা জায়গা থেকে কয়েক ইট গায়েব হয়ে গেছে। তখন তারও মনে হলো, "রাস্তায় তো অনেক ইট রয়েছে, দুই-একটা ইট আমারও বাড়ির কাজে লাগবে!" এরপর সেই ব্যক্তি পাঁচ-ছয়টি ইট তুলে আনল । এভাবে, একের পর এক গ্রামের মানুষ রাস্তায় থাকা ইটগুলো ঘরে নিয়ে যেতে লাগল। কেউ ভাবল, "যেহেতু সবাই নিচ্ছে, আমিও না হয় কয়েকটা নিয়ে আসি!" দিনে দিনে রাস্তার ইটগুলো যেন, গ্রামের প্রতিটি বাড়িতেই পৌঁছে গেল।
কিছুদিন পর বৃষ্টি এল। রাস্তার অবস্থা ভয়ানক খারাপ হয়ে পড়ল ৷ যেহেতু ইটের কোনো অংশই আর অবশিষ্ট নেই তাই এটি মাটির রাস্তার মতো কাদামাটি ও পানি দিয়ে ভরে গেল। হাঁটা তো দূরের কথা, ছোট শিশুদের স্কুলে পাঠানোও মুশকিল হয়ে পড়ল। এই অবস্থা দেখে, গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়ল। কিন্তু রাগ করছে তারা কার সাথে?
রাস্তা থেকে ইট সরানোর বিষয়ে তারা একে অপরকে দোষারোপ শুরু করল। "ঐ লোকটা শুরু করেছিল!", "না, ও শুরু করেনি, আরেকজন আগে নিয়ে গেছে!" – এমনই কাঁদা ছোড়াছুড়ি আর শোরগোল গ্রামে চলতে থাকল।
সবার মনের মাঝে একটি ধারণা ঢুকে গেল যে, অপর কেউ এই দোষের জন্য দায়ী। নিজে নয়, অন্যরাই "চোর", "ফাঁকিবাজ"।
মাঠে-ঘাটে কিংবা চায়ের দোকানে, সব জায়গায়, নিজেকে সৎ প্রমাণের চেষ্টা চলছিল৷ এভাবে ধীরে ধীরে, আরও নানান বিষয়ে, তারা অন্যদের দিকে আঙুল তোলার প্রবণতায় অভ্যস্থ হয়ে উঠলো ।
অবশেষে গ্রামের একজন সৎ আলেমের নেতৃত্বে, যিনি গ্রামের ছেলে হওয়া সত্ত্বেও কারও কাছে দোষী নয়, সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিল, এখন থেকে কেউ আর রাস্তায় থাকা জিনিসে হাত দেবে না। কিন্তু কে শোনে কার কথা! যে যেমন ছিল, তেমনই রয়ে গেল।
তবুও দুইএকটা শিশু বড়ো হচ্ছে যারা ঐ আলেমের মতো দুই একজনকে আদর্শ মানতে ভালোবাসে৷ হয়তো অল্প অল্প করে হলেও এই গ্রামে আলো আসবে৷
এই গল্পটি আসলে আমাদের সমাজের এক নির্মম প্রতিচ্ছবি। আমাদের জীবনে প্রায়ই এমন হয় – সামান্য সুযোগ পেলেই আমরা নিজের সুবিধার কথা ভাবি। কিন্তু সেই সুবিধা নিতে গিয়ে যে সমাজের ক্ষতি হচ্ছে, তা বুঝতে চাই না। সমাজের কেউ যদি একটি ছোট অপরাধ করে ধরা পড়ে, তখন সবাই মিলে তাকে দোষারোপ করি, তার বিচার চাই, তাকে অপমান করতে কুণ্ঠাবোধ করি না। অথচ, নিজেরাই হয়তো কোনো না কোনো অন্যায় কাজ করে চলেছি, যা সমাজের সামগ্রিক ক্ষতি করছে। তবুও আমাদের মানসিকতা এমন যে, নিজের ভুলকে লুকিয়ে রেখে অন্যের ভুল বড় করে দেখতে চাই।
আজও গ্রামের মানুষ সেই কাদা-মাটির রাস্তা ধরে হাঁটে, আর ভাবতে থাকে, “যদি কেউ প্রথমে ইট না নিত, তাহলে এই দুর্ভোগ পোহাতে হতো না।” কিন্তু তারপরও কেউ সেই সময়ের ভুলটা স্বীকার করতে চায় না। নিজের স্বার্থের জন্য সমাজের মঙ্গলকে অবহেলা করার ফলে কী ক্ষতি হয়, তা আমরা বুঝতে চাই না। এভাবেই নেতিবাচক ঘটনা একে অপরকে ছুঁয়ে সমাজজুড়ে ছড়িয়ে পড়ে, এবং শেষে এমন একটা অবস্থা হয় যেখানে আমরা সবাই অন্যদের দিকে আঙুল তুলে বলি – “ও-ই চোর,” “ও-ই ফাঁকিবাজ,” “ও-ই দালাল,” যেন নিজে ছাড়া আর সবাই খারাপ।
এই ছোট্ট গ্রামটির ইটের রাস্তার কাহিনী তাই আমাদের মনে করিয়ে দেয় যে, সমাজের মঙ্গলের জন্য আমাদের প্রত্যেকেরই কিছুটা দায়িত্বশীল হতে হবে। অন্যের ভুল খোঁজার আগে নিজেদের দিকে তাকাতে হবে, যাতে আমরা একসঙ্গে সমাজের উন্নতির পথে এগিয়ে যেতে পারি।
--- ভরা ভরা সাধু
--- আব্দুল্লাহ আল- মাহমুদ৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

এম ডি মুসা বলেছেন: শুভ শীচ কাল। স্বাগত লেপ কম্বল কাঁথা

২| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩১

এসো চিন্তা করি বলেছেন: ভালো লিখেছেন ভাই আমার লেখা পড়ার আমন্ত্রণ রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.