নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোম্যান্টিক আন্দোলনের অন্যতম মুখ্য ব্যাক্তি ও ব্রিটিশ কবি লর্ড বায়রনের জন্ম দিন আজ। ১৭৮৮ খৃষ্টাব্দের ২২ জানুয়ারি (ডোভার, কেণ্ট) গ্রেট ব্রিটেনে জন্ম গ্রহণ করেন লর্ড বায়রন। তিনি ক্যাপ্টেন জন ম্যাড জ্যাক বায়রন এবং তার দ্বিতীয় স্ত্রী (কার্ডিনাল বিটনের বংশধর এবং স্কটল্যান্ডের অ্যাবার্ডিনসায়ারের গাইট এস্টেটের উত্তরাধিকারিণী) ক্যাথরিন গর্ডন এর ছেলে। বায়রনের দাদা ছিলেন ভাইস অ্যাডমিরাল জন ফাউলউইদার জ্যাক বায়রন এবং দাদি ছিলেন সোফিয়া ট্রিভেনিয়ন। তার নানা স্কটল্যান্ডের জেমস এর বংশধর যে ১৭৭৯ সালে আত্মহত্যা করেছিল।
বায়রনের বাবা পূর্বে কারমার্থেন নামক এক বিবাহিত মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। পরে কারমার্থেন তার স্বামীকে তালাক দিয়ে বায়রনের বাবা জন ম্যাড জ্যাক বায়রনকে বিয়ে করেন। জন বায়রন যে কারণে তার প্রথম স্ত্রীকে বিয়ে করেন ওই একই কারণে তার দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেন অর্থাৎ তার অঢেল ধন-সম্পত্তির জন্য। বায়রনের বাবা স্কটল্যান্ডে তার দ্বিতীয় স্ত্রীর এস্টেট পাওয়ার উদ্দেশ্যে তার নামের শেষে গর্ডন যুক্ত করেন এবং তার নাম হয় জন বায়রন গর্ডন। কার্মারথেন দুই কন্যা সন্তান জন্ম দেয়ার পর মারা যান, যার মধ্যে একজন বেঁচে ছিলো। আর তিনি হচ্ছেন বায়রনের সৎ বোন অগাস্টা লেই। তার এক ভাই ছিল পঞ্চম ব্যারন বায়রন, যে দুষ্ট লর্ড নামে পরিচিত।
বায়রনের নাম সারা জীবন পরিবর্তন হয়েছে। জর্জ গর্ডন বায়রন, ৬ষ্ঠ ব্যারন বায়রন ইত্যাদি। তবে তিনি সাধারণত লর্ড বায়রন নামেই পরিচিত। সে মাঝে মধ্যে জৌলুস করে গাইটের জন বায়রন গর্ডন ব্যবহার করতেন। কিছু সময়ের জন্য বংশনাম জর্জ বায়রনও ব্যবহার করেন এবং এবার্ডিনে স্কুলে জর্জ বায়রন গর্ডন নামে নিবন্ধিত হয়েছিলেন। দশ বছর বয়সে সে ইংরেজ Barony of Byron of Rochdale এর উত্তরাধিকার পান এবং তিনি হন লর্ড বায়রন। এর ফলে তিনি তার দুইটি বংশনাম বাদ দেন। ১৮২২ সালে যখন বায়রনের শ্বাশুরি জুডিথ নোয়েল মারা যান তখন তার শ্বাশুরির অর্ধেক এস্টেটের উত্তরাধিকারী হওয়ার জন্য তার উইলে বায়রনের বংশনাম নোয়েল এ পরিবর্তনের প্রয়োজন হয়। তাকে মাঝেমধ্যে লর্ড নোয়েল বায়রন হিসাবে উল্লেখ করা হতো যেন নোয়েল তার টাইটেলের অংশ এবং একই ভাবে লর্ড বায়রনের স্ত্রীকেও মাঝে মধ্যে লেডি নোয়েল বায়রন নামে ডাকা হতো। লেডি বায়রন অবশেষে Barony of Wentworth এর উত্তরাধিকারিণী হন এবং তিনি হন লেডি ওয়েন্টওয়ার্থ। পরে তাকে সেন্ট ম্যারিলেবন প্যারিশ চার্চে খ্রিস্টধর্ম মতে তার নানা গাইটের জর্জ গর্ডনের নামানুসারে জর্জ গর্ডন বায়রন নাম দেয়া হয়।
লর্ড বায়রণ একজন বিখ্যাত ও প্রভাবশালী ব্রিটিশ কবি হিসাবে বিবেচিত এবং তার লেখা ব্যাপকভাবে পড়া হয়। সে গ্রীকদের স্বাধীনতা যুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যান, যার জন্য গ্রীকরা তাকে জাতীয় বীর হিসাবে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। বায়রনের বিখ্যাত কর্মের মধ্যে রয়েছে দীর্ঘ বর্ণনামূলক কবিতা Don Juan এবং Childe Harold's Pilgrimage, এবং ছোট গীতি কবিতার মধ্যে রয়েছে She Walks in Beauty ।
তার বিখ্যাত রচনাবলীঃ
১। আওয়ার্স অফ আইড্লনেস (Hours of Idleness), ১৮০৭
২। ইংলিশ বার্ডস অ্যান্ড স্কচ রিভিউয়ার্স (English Birds and Scotch Reviewers), ১৮০৯
৩। চাইল্ড হ্যারল্ড্স পিলগ্রিমেজ (Childe Harold's Pilgrimage), ১৮১২ - ১৮
বায়রন অপরিমিত অভিজাত জীবন-যাপন করতেন যার ফলে তার ছিলো প্রচুর ঋণ, বহুসংখ্যক প্রণয় ঘটিত সম্পর্ক, তার সৎ বোনের সাথে অজাচারী যৌন সম্পর্কের গুজব এবং নিজ থেকে নির্বাসিত হওয়া। অনুমান করা হয় যে বায়রন বাইপোলার আই ডিসঅর্ডার এবং ম্যানিক ডিপ্রেশনে ভুগতেন। লর্ড বায়ন ৩৬ বছর বয়সে ১৮২৪ সালের ১৯ এপ্রিল গ্রীসের মেসলঙ্গি থাকা অবস্থায় জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়।
একনজরে লর্ড বায়রনঃ
1788 : Born in Dover, Kent, Great Britain.
1798 : Inherited the English Barony of Byron, thus becoming “Lord Byron”
1799 : Was enrolled in the school of William Glennie, an Aberdonian in Dulwich.
1801 : Was sent to Harrow.
1802 : Produced his first poetry, “Fugitive Pieces”.
1809 : Took his seat in the House of Lords.
1812 : Two sections of “Childe Harold's Pilgrimage” were published.
1815 : Married to Anne Isabella Milbanke at Seaham Hall, County Durham.
1816 : Byron left England, Visited Saint Lazarus Island in Venice.
1817 : His important book, “English Grammar and Armenian” was published.
1819 : Another book, “Armenian Grammar and English” was published.
1821-22 : Stayed at Pisa, finished Cantos 6–12 of his famous work, “Don Juan”.
1823 :Went to support the movement for Greek independence from the Ottoman Empire
1824 : Died due to violent fever.
সূত্রঃ The Famous People
Biography of Lord Byron
২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
কোবিদ বলেছেন: চলুক না দোষের কী !!
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
শের শায়রী বলেছেন: আপ্নার এই ধরনের শ্রদ্বাঞ্জলী আমার বেশ লাগে। চলুক না এভাবে