|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নোবেল বিজয়ী কবি উইলিয়াম বাটলার ইয়েটসের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৩৯ সালের ২৮ জানুয়ারি তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুদিনে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। 
উইলিয়াম বাটলার ইয়েটস্ , ১৮৬৫ সালের ১৩ জুন আয়ারল্যান্ডের ডাবল্নি শহরে জন্মগ্রহণ করেন। ‘দি ওয়ানডারিংস অব অয়সিন’, ‘দি কেলটিক্ টোয়াইলাট, ক্যাথলিন নি হুলহান ,অন বেইলেস্ স্ট্রান্ড এবং এ্যাট দি হকস ওয়েল তাঁর উল্লেখযোগ্য রচনাবলী। তবে ওয়াইল্ড সোয়ানস্ অ্যাট্ কুল কবিতা গ্রন্থটি তাঁকে কবি হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলী’র একটি সুদীর্ঘ মুখবন্ধও লিখেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথকে ১৯১৩ সালে নোবেল পুরস্কার দেবার কারনে তিনি প্রকাশ্যে বহু পত্রিকায় রবীন্দ্রনাথের কবি প্রতিভার তীব্র সমালোচনাও  করেছিলেন। উইলিয়াম বাটলার ইয়েটস্ কবি হিসেবে ১৯২৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৩৯ সালের ২৮ জানুয়ারি তিনি মৃত্যুবরন করেন।   মৃত্যুদিনে তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। 
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.