|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর জন্মদিন আজ। ১৯২১ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখ তিনি জন্মগ্রহণ করেন। প্রয়াত রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছা  
আবু সাঈদ চৌধুরী ১৯২১ সালের ৩১ জানুয়ারি টাঙ্গাইলের নাগবাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সাবেক স্পীকার জনাব আবদুল হামিদ চৌধুরী। আবু সাঈদ চৌধুরী ১৯৪০ সালে  প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।  ১৯৪২ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম,এ ও বি,এল ডিগ্রি লাভ করেন এবং লণ্ডন থেকে বার এট ল ডিগ্রি অর্জন করেন। ১৯৪৭ সালে তিনি কলিকাতা হাই কোর্টে যোগদান করেন। ১৯৪৭ সালে ভারত ভাগ হবার পরে তিনি ঢাকায় চলে আসেন এবং ১৯৪৮ সালে ঢাকা হাই কোর্টে যোগদান করেন। তিনি ছিলেন একজন জন প্রিয় আইনজীবী।
১৯৬০ তিনি পূর্ব পাকিস্তানের এ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন। আবু সাঈদ চৌধুরী একজন বিচারপতি এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। তিনি সংবিধান কমিশনের সদস্যও ছিলেন। ১৯৬০-৬১ সালে তিনি ঢাকা হাই কোর্টের জজ নিযুক্ত হন। 
১৯৭১ সালে জাতিসংঘের অধিবেশনে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে সমর্থন গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একাত্তরের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতিসংঘের মানবাধিকার কমিশনের অধিবেশনে যোগদানের জন্য জেনেভা যান। সেখানে জেনেভার একটি পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় দু'জন ছাত্রের মৃত্যু সংবাদ দেখে বিচলিত হয়ে ২৫ মার্চ পূর্ব পাকিস্তান প্রাদেশিক শিক্ষা সচিবকে পাকিস্তান দূতাবাসের মাধ্যমে প্রেরিত এক পত্রে লেখেন, “আমার নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালানোর পর আমার ভাইস চ্যান্সেলর থাকার কোন যুক্তিসংগত কারণ নেই। তাই আমি পদত্যাগ করলাম”। 
বাংলাদেশের স্বাধীনতার পরে বিচার পতি আবু সাঈদ চৌধুরী ঢাকায় প্রত্যাবর্তন করেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি নিযুক্ত হন।  ১৯৭২ সালের ১২ জানুয়ারি থেকে  ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় বন্দর ও সিপিং মিনিস্ট্রির দ্বায়িত্ব পালন করেন।
১৯৮৭ সালে ৬৬ বছর বয়সে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লন্ডনে মারা যান রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী। আজ তাঁর জন্মদিন। প্রাক্তন রাষ্ট্রপতির জন্মদিনে শুভেচ্ছা
সূত্রঃ Wikipedia
 President Abu Sayeed Chowdhury  
 ৬ টি
    	৬ টি    	 +২/-০
    	+২/-০  ৩১ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:১৩
৩১ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:১৩
কোবিদ বলেছেন: ধন্যবাদ আরজুপনি
আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বিচারপতি আবু সাঈদ চৌধুরীর মতো
সাদা মনের মানুষ খুবই দূর্লভ এখন।
তাঁর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
২|  ৩১ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:০২
৩১ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:০২
হাঁসি মুখ বলেছেন: শুভ জন্মদিন।
  ৩১ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৪৯
৩১ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৪৯
কোবিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩|  ৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪৬
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: গভীর শ্রদ্ধা +
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:০০
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:০০
কোবিদ বলেছেন: ধন্যবাদ অনেক
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৫১
৩১ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৫১
আরজু পনি বলেছেন:

“আমার নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালানোর পর আমার ভাইস চ্যান্সেলর থাকার কোন যুক্তিসংগত কারণ নেই। তাই আমি পদত্যাগ করলাম”। ...এমন মানুষ আমাদের দেশে নেই বললেই চলে।
জন্মদিনে শ্রদ্ধা রইল।
আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে তার তথ্যবহুল জীবন শেয়ার করার জন্যে।
======
কষ্ট করে হলেও..হু, হা হলেও মন্তব্যের জবাব দিয়েন, না হলে মন খারাপ লাগে