নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

তেল বা গ্যাস নয়, আগামীতে যুদ্ধ হবে পানি নিয়েঃ সমাধানে বাস্তবমুখী পরিকল্পনার বিকল্প নাই

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫



পৃথিবীর শতকরা ৭১% পানি হিসেবে থাকলেও এর মাত্র ৩% খাবার যোগ্য যার বিরাট অংশই এন্টার্কটিকা ও গ্রীনল্যান্ডে বরফ হিসেবে জমা আছে অথবা মাটির নীচে। হিসেব করলে দেখা যায় যে, পৃথিবীর মোট পানির মাত্র ০.০১ শতাংশ মানুষের ব্যবহারোপযোগী। তাও আবার পৃথিবীর অধিকাংশ মানুষের নাগালের বাইরে। আধুনিক বিশ্বে যখন বিজ্ঞানের জয় জয়কার সেখানে প্রায় ১৫০ কোটিরও বেশী মানুষের জন্য নাই নিরপদ পানির ব্যবস্থা, আর প্রতি বছর শুধু পানি বাহিত রোগে ভুগে মারা যাচ্ছে প্রায় সাড়ে তিন কোটি মানুষ।



জারে ভর্তি মিনারেল ওয়াটারের নামে খাওয়ানো হচ্ছে দূষিত পানি। রাজধানী ঢাকা ও তার আশে পাশে বৈধ ও অবৈধভাবে গড়ে ওঠা প্রায় তিনশত কারখানায়ই উৎপাদন হচ্ছে দূষিত খাবার পানি। দু-একটি বাদে অধিকাংশ মিনারেল ওয়াটারের কারখানা স্থাপন করা হয়েছে অপরিচ্ছন্ন স্থানে। রাজধানীর অনেক এলাকাতেই বর্তমানে পানির সংকট চলছে। অনেক এলাকায় পানি পাওয়া গেলেও তাদে দূগন্ধ ও ময়লা। সরাসরি ওয়াসার সাপ্লাই পানি পান করলে পেটের পীড়াসহ নানা অসুখ-বিসুখে ভুগতে হয়। আর এসবক কারণেই সামর্থ্যবান মানুষ এখন বিশুদ্ধ খাবার পানির জন্য বেসরকারী খাতের মিনারেল ওয়াটারের ওপর নির্ভরশীল।



পৃথিবীর সকল প্রাণেরই উৎস পানি এবং সকলেই পানির ওপর নির্ভরশীল। পৃথিবীর ৭০০কোটি মানুষ কোটি মানুষ আজ খাদ্য ও জ্বালানির মতো মৌলিক বিষয়ের পাশাপাশি যে বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি তা হচ্ছে সবার জন্য বিশুদ্ধ ও পর্যাপ্ত নিরাপদ খাবার পানি। আর যেসব অ্যঞ্চলে পানি স্বল্পতা সেসব অঞ্চলে সৃষ্টি হচ্ছে পানি যুদ্ধের সম্ভাবনা। যেমন লেবানন-ইসরায়েল এর মধ্যে হাসবানি নদীর পানি নিয়ে বিরোধ, তেমনি তুরস্ক-সিরিয়া ও ইরাকের মধ্যে ইউফেটিস নিয়ে, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে গ্যালিলি সাগর নিয়ে।



ইসরায়েল-ফিলিস্তান ও জর্দানের মধ্যে জর্দান নদী নিয়ে সুদান, মিশর, ইথিওপিয়া ও আরো কিছু দেশের মধ্যে নীলনদ নিয়ে, সেনেগাল ও মৌরিতানিয়ার মধ্যে সেনেগাল নদী নিয়ে, ইরান ও আফগানিস্থানের মধ্যে হেলম্যান্ড নদী নিয়ে আর বাংলাদেশ-ভারতের মধ্যে বিবাদতো আছেই। তাই পানি ব্যবস্থাপনা নিয়ে আমাদের নুতন করে ভাবতে হবে। আমাদেরকে অবশ্যই পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পানি নিয়ে উদ্ভুত সকল সমস্যার সমাধানে বাস্তবশমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে তা না হলে সোনা-রূপা হিরা জহরত নয়, অচিরেই বিশ্ব যুদ্ধে লিপ্ত হবে পানি নিয়ে।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

অথৈ সাগর বলেছেন: খু ভাল লাগল আপনার পোস্ট পড়ে । দরকারি পোস্ট । প্রথম প্লাস :D

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

কোবিদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

ঢাকাবাসী বলেছেন: আমরা এই পানিকে অপচয় করে চলেছি হরদম। সরকারের কোন ভ্রুক্ষেপই নেই এ ব্যাপারে, সেই জ্ঞানই নেই! ভাল পোষ্টের জন্য ভাল লাগা আর ধন্যবাদ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

কোবিদ বলেছেন: পানি সহজ লভ্য বিধায় আমরা এর গুরুত্ব অনুধাবন করিনা।
দাঁত থাকতে যেমন আমরা দাঁতের মর্যাদা দেই না।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

বিবেকিন্দ্রীয়লোচন বলেছেন: আমাদের মূর্খ নেতা নেত্রীরা এ কথা না বুঝলেও ভারত ঠিকই বুঝে!!! এই বাংলাদেশের সবচেয়ে প্রাজ্ঞ এবং দূরদর্শী নেতা জিয়াউর রহমান ঠিকই বুঝেছিলেন। অনেক আগেই। আর তাই খাল কাটা কর্মসূচী চালু করে দেশে সার্বিক অর্থনৈতিক বিল্পব চালু করেছিলেন। আমি একটি ছোট খাট ধারনা দিতে পারি। আপনারা খেয়াল করে দেখবেন, 'বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড'-এর কর্মপরিধি ক্রমেই সংকুচিত করা হচ্ছে। 'বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড'-এর যত সম্পদ আছে তা আস্তে আস্তে তুলে দেয়া হচ্ছে জেলা প্রশাসকদের কাছে। এই সংস্থাকে পঙ্গু করে দেয়া হচ্ছে। জনবল থেকে শুরু করে উন্নয়ন বরাদ্দ সবদিক থেকেই এই সংস্থাটিকে দিন দিন বঞ্চিত করা হচ্ছে। 'সুদূর প্রসারি পরিকল্পনার' একটি ধাপ মাত্র এটি। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে আজ আর পানি সম্পদ নিয়ে পড়াশোনা তো হয়ই না, গবেষণা তো সুদূর পরাহত!!! দেশে সামনে আর 'আইনুন নিশাতের' মত পানি বিশেষজ্ঞ পাওয়া যাবেনা আমি হলফ করে বলতে পারি। আমার আব্বা সব সময় বলে, "নিজের বুঝ, বুঝ; পরের বুঝ, তরমুজ"। বাংলাদেশীরা! সাবধান হও!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

কোবিদ বলেছেন: মন্তব্য নিঃস্প্রয়োজন।
ব্যাপক বলেছেন।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

মো কবির বলেছেন: একদম সত্যি কথা ভাই, আমি অনেকদিন ধরেই এইটা ভাবতেছি, কাউকে যদি এই নিয়ে কিছু বলি সবাই আমার দিকে চেয়ে শুধু হাঁসে।

আমাগো নোংরা রাজনিতিবেদেরা আছে ক্ষমতা নিয়ে মারামারিতে তাদের এই সব নিয়ে কোন চিন্তা ভাবনা নেই।
আর আমরা পাবলিক হচ্ছি সবচেয়ে খারাপ, কোন কিছু একবার মাথায় ডুকে গেলে নতুন কিছু এলেও সেটা নিয়ে একদম ভাবি না, যে সেটা সত্যি কিনা মিথ্যা।
বাবা করছে আওয়ামীলীগ তাই আমিও আওয়ায়মিলিগ, বাবায় করছে বিএনপি তাই আমিও করি বিএনপি ,
বাবা ছিল রাজাকার করতো জামায়েত তাই আমি ও রাজাকার জামায়েত।
এই দেশের নদী গুলো কাটা উচিৎ সেটা নিয়ে কেউ একদিনও ভাবে নি।

সবখানে যাই হোক অন্তত পানি নিয়ে আর কোন দ্বিধা দ্বন্দ নেই, যা আপানার বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন নাই,
তাই আসুন অন্তত এই একটা ব্যাপারে সবাই একমত হই। এবং দেশের স্বার্থে কিছু করার চেস্টা করি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

কোবিদ বলেছেন: যা হোক, ব্যাপারটাযে আপনার চিন্তায় এসেছে এ জন্য ধন্যবাদ।
এই চিন্তাটা সবার মনে আসলে সমাধান হবে ইনসাআল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.