নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের ৫ বছর বয়সী শিশু সন্তানকে ধর্ষণের পর পুড়িয়ে মেরেছেন সৌদি আরবের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের একজন উপস্থাপক! গত ৩ ফেব্রুয়ারী সৌদি আরবের প্রধান সংবাদ মাধ্যম The Gulfnews.com জানায়, গত বছরের অক্টোবরে লামাকে নির্যাতন ও ধর্ষণ করেন তার পিতা ফায়হান। নির্যাতনে শিশু লামার মেরুদণ্ড এবং বাম বাহু ভেঙে গিয়েছিল। সংবাদ মাধ্যম আরো জানায়, সৌদি আরবের একটি জনপ্রিয় টিভি অনুষ্ঠানের উপস্থাপক ফায়হান তার পাঁচ বছর বয়সী মেয়ে লামা আল-ঘামদিকে নির্যাতন ও ধর্ষণের পর তার শরীরে আগুন ধরিয়ে দেন পাষণ্ড এই পিতা। অগ্নিদগ্ধ হয়ে তার শরীর সম্পূর্ণ পুড়ে যায়। গুরতর আহত লামাকে হাসপাতালে ভর্তি করা হলেও ১০দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যায় অবুঝ শিশু।
গত নভেম্বরে লামা হত্যা মামলায় তার ধর্ষক ও হন্তারক পিতা ফায়হানকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়। তবে সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ সভ্যতায় এমন বর্বর ঘটনা ঘটালেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি পাষণ্ড ফায়হান আল ঘামদিকে! কারণ সৌদি আইনে সন্তান বা স্ত্রীকে হত্যা করলেও বাবা বা স্বামীর ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান নেই। ওই মামলায় ধর্ষণের অভিযুক্ত ফায়হানকে ২ মাস কারাদণ্ড ভোগের পর ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার মার্কিন ডলার মুচলেকায় মুক্তি দেওয়া হয়। আইন অনুযায়ী ওই জরিমানার অর্থ নিহত লামার মা গ্রহণ করবেন।
আদালতের রায়টি মানতে পারছেন না কেউই। আদালতের ওই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সৌদি আরবের নারী অধিকার সংগঠনের নেতারা। স্থানীয় একটি প্রতিবেদন জানায়, এ ঘটনায় সৌদী জনগণের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। মানাল আল-শরীফ টুইটারে ‘আনা লামা’ শিরোনামে একটি টুইট পোস্ট করেছেন। ‘আনা লামা’র বাংলা অর্থ ‘আমি লামা’। তিনি নারী এবং শিশুদের অধিকতর নিরাপত্তা দাবি করেছেন ওই টুইটার বার্তায়
সূত্রঃ The Gulfnews.com
শিশু লামার ধর্ষনকারী পিতা ফায়হান
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
কোবিদ বলেছেন: শুধুই পাগল,
এরা পাষণ্ড, ঘৃন্য জানোয়ার
হায়নার চেয়েও অধম
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
বিষন্ন পথিক বলেছেন: এবার রাজপথে প্রকাশ্যে কল্লা কাটুক, দেখি
মরুর দেশে মাথায় বালি নিয়ে যারা সৌদির সাফাই গায়, তারা একটু বিচারটা এক্সপ্লেইন করলে ভালো হতো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
কোবিদ বলেছেন: সৌদি আইনে ধর্ষণকারীকে পাথর নিক্ষেপে হত্যা করার
বিধান থাকলেও সন্তান বা স্ত্রীকে হত্যা করলে
বাবা বা স্বামীর ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান নেই।
কী আজব বিধান !!
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
অনীনদিতা বলেছেন: ছি!!!!!!!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
কোবিদ বলেছেন: শুধু ছি! বলে ঘৃনা প্রকাশ এদের জন্য যথেষ্ঠ নয়।
এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
কাফের বলেছেন: এদের প্রতি ঘৃনা ভাষায় প্রকাশ করা সম্ভব না।
জানোয়ারের বাচ্চা
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
হিম১২৩ বলেছেন: আজব!!! সৌদিরা নিজেদেরকে অসভ্য প্রমান করল।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
মাহফুজশান্ত বলেছেন: উহঃ কি সাংঘাতিক!!!!
এটি কোন মানুষের কাজ হতে পারেনা।
এই পাষন্ড সৌদি শয়তানকে শূলিতে চড়িয়ে হত্যা করা হউক। তা না হলে সৌদি আরবে অল্পদিনের মধ্যেই গজব নাজিল হবে।
'ধর্ষণ' একটি মারাত্মক অপরাধ, আল-কোরআনের বিধান মতে ধর্ষণের শাস্তি-
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
সাদা রং- বলেছেন: এ কি সংবাদ শুনালেন, মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম। ঐ পিতাকে এ অপরাধের জন্য ফাঁসি বা পাথর মেরে হত্যা করলেও কম হয়ে যাবে। যদিও পিতা কর্তৃক সন্তান হত্যার বিচার সৌদি আরবে নাই বড় দুঃখজনক।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
প্রকৌশলী আতিক বলেছেন: অন্যের চর্কায় তেল না দিয়া, নিজের চর্কায় তেল দেন। নিজের দেশের বিধান ঠিক ঠাক জানেন তো? কতগুলা খুন, ধর্ষন করলে ফাসি?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
কোবিদ বলেছেন: ধর্ষণকারী মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে
আজ বিকাল ৪টায় মাত্র ৩ মিনিট দাড়িয়ে
সংহতি প্রকাশ করুন সবাই
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
পাভেল খান বলেছেন: ছি! ছি! ছি!
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
লাবনী আক্তার বলেছেন: নাউজুবিল্লাহ!!
ছিঃ!
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
নীলতিমি বলেছেন: পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৌদি আরব এক বর্বর জাতির নাম !!
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
স্বপ্নডানা বলেছেন: পাগল কি শুধু উনি? পাগল পুরা সৌদি। এরকম একটা অপরাধের জন্য মৃত্যুদন্ড না দিয়ে...
ছি ছি ছি...ঘিন্না লাগতেসে!
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
ষাটোর্ধ্ব যুবক বলেছেন: ধিক, শত ধিক এই পাষন্ড বর্বরকে।
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬
স্পাইসিস্পাই001 বলেছেন: শফিক আলম বলেছেন: মস্তিষ্ক বিকৃত, পাগলই শুধু এ কাজ করতে পারে। মানুষ পারে না।
১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
শান্তা273 বলেছেন: লাবনী আক্তার বলেছেন: নাউজুবিল্লাহ!!
ছিঃ!
১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
চিন্তায় আছি বলেছেন: সৌদি আইনে সন্তান বা স্ত্রীকে হত্যা করলেও বাবা বা স্বামীর ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান নেই
এটা কি আসলেই সত্য ?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
কোবিদ বলেছেন: সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ সভ্যতায় এমন বর্বর ঘটনা ঘটালেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি পাষণ্ড ফায়হান আল ঘামদিকে! কারণ সৌদি আইনে সন্তান বা স্ত্রীকে হত্যা করলেও বাবা বা স্বামীর ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান নেই। ওই মামলায় ধর্ষণের অভিযুক্ত ফায়হানকে ২ মাস কারাদণ্ড ভোগের পর ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার মার্কিন ডলার মুচলেকায় মুক্তি দেওয়া হয়।
১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
rakibmbstu বলেছেন:
১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯
সাদা রং- বলেছেন: প্রকৌশলী আতিক বলেছেন: অন্যের চর্কায় তেল না দিয়া, নিজের চর্কায় তেল দেন। নিজের দেশের বিধান ঠিক ঠাক জানেন তো? কতগুলা খুন, ধর্ষন করলে ফাসি?
বলি আপনার চরকা ঠিক আছে তো, আমাদের দেশে পিতা কর্তক সন্তান কয়টা ধর্ষন হয়েছে। আপনি কি জানেন। সৌদির মত রক্ষনশীল একটা জায়গায় এটা মেনে নেওয়া যায় না।
১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
টুনা বলেছেন: ভাই, আপনি যেই নিউজটা এখানে দিয়েছেন সেটা সম্পূর্ণ সঠিক নয়। কন্যাকে বেদম প্রহার করার ফলে নিহত হয়েছে এটা সঠিক। এবং এর জন্য মৃত্যুদন্ড হওয়া উচিৎ। কিন্তু সৌদি আইনে ব্লাড মানির বিনিময়ে শিশুটির মা স্বামীকে মাফ করে দিয়েছে। ধর্ষন করেছে খবরটা সঠিক নয়। নিউজটা বিকৃতভাবে আমাদের সময়ে এসেছে।
ধন্যবাদ।
আল্লাহ্ আমাদের হেফাজত করুন ।
আমীন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
কোবিদ বলেছেন: খবরে প্রকাশঃ Riyadh: A Saudi preacher who raped his five-year-old daughter and tortured her to death has been sentenced to pay “blood money” to the mother after having served a short jail term, activists said on Saturday.
রেপ মানে ধর্ষণ। সৌদি সাংবাদিক বলেন ধর্ষনের পরে নির্যাতন এবং আগুনে পুড়িয়ে হত্যা করা হেয়েছে। আপনি এটাকে মিথ্যা বলেছেন! স্বাভাবিক ভাবে প্রশ্ন জাগে আপনি কিসের ভিত্তিতে গালফ নিউজের সংবাদটিকে মিথ্যা বলছেন? উপরে লিংক দেওয়া আছে আমার পোস্টের সমর্থনে।
মিথ্যা হলে আপনি সূত্র উল্লেখপূর্বক লিংক দিয়ে বাধিত করবেন।
২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
টুনা বলেছেন: আপনার প্রশ্ন জাগাটা স্বাভাবিক। যেমনটা আমার জেগেছিল। আমাদের সময়ে নিউজটা পড়ার পর আমিও এব্যাপারে জানতে আগ্রহী হই। আপনার অবগতির জন্য বলছি, আমি রিয়াদেই থাকি। সম্ভাব্য সব সোর্স থেকেই সত্য জানার চেস্টা করেছি। অমানবিক নির্যাতনের কারনে মারা গেছে এটা সঠিক যা আমরা কেউ সমর্থন করতে পারিনা। অন্তত কোন মানুষ সমর্থন করতে পারেনা। তার বিচার মৃত্যুদন্ড হওয়াই ন্যায়ানুগ। কিন্তু এখানকার আইনে সে ছাড়া পেয়ে গেছে যা দুঃখজনক। আমি শুধু রেপের ব্যাপারটা কনফার্ম না। আমাদের মুসলিম বিশ্বে এমনকি পাশ্চাত্যেও খবরে রং চড়ানোটা মামুলি ব্যাপার। গালফ নিউজের খবরটাও অতিরন্জিত হতে পারে।
ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন নিরন্তর।
http://www.youtube.com/watch?v=l0uLDDZRU6A
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
কোবিদ বলেছেন: ঘটনার সত্য মিথ্যার বিস্তারিত জানতে
নিচের লিংক দ্রষ্টব্য।
Prominent Saudi preacher tortures five-year-old daughter to death
আল আরাবিয়ান নিউজের বরাতে লামার মা জানিয়েছেন"
“He used all sorts of torture and abuse against Lamaa,” the girl’s mother said, now divorced from her brutal husband.
abuse বলতে আমরা বুঝি অপব্যবহার,অমর্যাদা, কুপ্রথা, ধর্ষণ,যৌনহয়রানী, যৌন নির্যাতন। তবে দুঃখের বিষয়, সৌদি আইনে পিতা-মাতা তার সন্তান বা স্ত্রী
হত্যা করলে তার জন্য ব্লাড মানির ব্যবস্থা আছে। আর এই ব্লাড মানির জোরে তারা পার পেয়ে যায়।
২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
টুনা বলেছেন: ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। এই হারামীর বাচ্চার ফাঁসি হওয়া উচিৎ ছিল। শিশুটির মায়ের উপর রাগ হচ্চে। সে টাকার বিনিময়ে আপোস না করলে নিশ্চিত শিরোচ্ছেদ হতো। এখানকার নিউজে এটা লিখেছে যে মেয়েটি তার মায়ের কাছে যাওয়ার জন্য জেদ করছিল। হারামী বাবা রেগে গিয়ে অমানুষিক নির্যাতন করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ধর্ষনের কথা কেউ বলেনি। এটাই আমার বক্তব্য। হারামীটাকে ডিফেন্ড করার আমার কোন ইনটেনশান নেই।
আবারও ধন্যবাদ।
৭১ আমার জন্ম। মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান হিসাবে সংসারের ভার বইতে গিয়ে প্রবাসে। স্বশরীরে না যেতে পারলেও আত্বাটা সেখানেই পড়ে থাকে। রাত নটার মধ্যে শুয়ে পড়ার অভ্যাস থাকলেও এখন শাহবাগের তরুনদের সাথে অনুভুতিটা ভাগ করে নিতে ১/২টা পর্যন্ত টিভির সামনে বসে থাকি। ইচ্ছে করে সারারাত বসে থাকি। কিন্তু সকালে কাজে যাবার তাড়া সেটা হতে দেয়না। বিম্পির জন্য আমার একটা সফট কর্নার ছিল। কিন্তু যেইদিন রাজাকরের সাথে হাত মিলিয়েছে সেদিন অনেক কস্ট পেয়েছি। এখনকার আন্দোলন নিয়ে বিম্পি যেই আত্ম হননের পথ বেছে নিয়েছে তার জন্যও কস্ট হচ্ছে।বিম্পির মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা আছে। কিন্তু রাজাকার গ্রুপের চাপের সামনে তারা আজ ম্রীয়মান।
৪২ বছরের পুরোনো হিসাবটা আগে মেটাতে হবে। আম্বারা যেই অপরাধ করছে তার জন্য তাদের বিচার হতে হবে । তবে সবার আগে রাজাকারদের ফাঁসি।আগেরটা আগে, পরেরটা পরে। এটাই ন্যায়ানুগ।পরেরটা আগে করার দাবী করে যারা পাপমুক্তির পথটা বন্ধ করতে চাইছে। তারা রাজাকার।
জয় বাংলা আম্বার একার সম্পত্তি নয়। এটাই এবার প্রমান হয়েছে শাহবাগের প্রজন্ম চত্বরে। জয় বাংলা এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সবার। পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা।যারা এই রাজাকারদের ফাঁসির দাবীর সংগে অন্য অপরাধগুলি গুলিয়ে ফেলে তাদের বলি-
আগে শরীরের ক্যান্সারটা সারাই তারপর অন্য চিকিৎসা।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
শফিক আলম বলেছেন: মস্তিষ্ক বিকৃত, পাগলই শুধু এ কাজ করতে পারে। মানুষ পারে না।