|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ব্লগার ও শাহাবাগের গনজাগরন মঞ্চের সহযোদ্ধা, স্থপতি রাজীব হায়দারকে শুক্রবার রাতে দুস্কৃতিকারীরা নৃশংসভাবে হত্যা করেছে । তাকে নৃশংসভাবে জবাই করে হত্যা করার পরে তার বাড়ির সামনে (মিরপুর) ফেলে রেখে গেছে। 
সন্ধেহ করা হচ্ছে ঘাতক জামাত-শিবির কতৃক রাজীব শহীদ হয়েছেন। আসুন আমরা তার বিদেহী আত্মার শান্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই আর ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে খুনী জামাত-শিবিরকে প্রতিহত করি।
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০২|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৪৫
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৪৫
tarek.enamul বলেছেন: উচিত শাস্তি হয়েছে। তোমরাই তো জবাই করার স্লোগান দিচ্ছিলা কালকে।
৩|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৪৮
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৪৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু বিচার দাবী করছি।
৪|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:০২
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:০২
কেনজিয়া বলেছেন: এত ঘৃণা- মরে শান্তি নাই থাবা বাবার!
৫|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:০৭
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:০৭
ফাঁকা মাঠ বলেছেন: সবার উপরে নাস্তিক সত্য তাহার উপরে নাই। নাস্তিক মরলে তখন সবাই বলা শুরু করে সে ইসলাম কে গালি দিলেও সে সবার আগে মানুষ। নাস্তিক মরলে হয়ে যায় মানুষ কিন্তু শিবির মরলেও শিবির বাচলেও শিবির। যেন শিবির যারা করে তারা মানুষ না।তাদের জবাই করার শ্লোগান দিলেও কোন সমস্যা নাই। কারন তারা তো আর মানুষ না। তারা শিবির করে। তাই এখন কবিতা চেঞ্জ করে এইটা করার দাবী জানাই "সবার উপরে নাস্তিক সত্য, তাহার উপরে নাই"
৬|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:১৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:১৪
সাদা রং- বলেছেন: খুব কষ্ট লাগছে রাজিব ভাইয়ের জন্য।
৭|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:১৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:১৪
সাইকেলার বয় বলেছেন: দাবার গুটি রাজিব হত্যা কান্ড : কি ঘটছে পর্দার আড়ালে। বিশ্লেষনটি পড়ে দেখুন । Click This Link
৮|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:১৫
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:১৫
লেখোয়াড় বলেছেন: 
ভেরি ভেরি স্যাড।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৪
বিত্তবান ফকির বলেছেন: আমার ব্লগটি স্থগিত অথবা ব্যান করে দিয়েছে।
আমার আর ব্লগ লিখতে পারছি না।
তাই মতামতেই আমি আমার কথা লিখি।
গতকাল থাবা বার মৃত্যুর খবর পেয়ে আমি সাথে সাথে প্রতিক্রিয়া জানাই।
আর আমার লেখাটি ছিল নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। থাবা বাবা কে যে জামাত-শিবির খুন করেছে এটা শিওর কিভাবে আমরা হই? আমি এই ব্যাপার ব্যাখার করেছি। আর সাথে সাথে নিন্দা জানিয়েছি খুনের।
আমি জামাত শিবির কখনোই সাপোর্ট করি না। ওদের ঘৃণা করি। কিন্ত আমাকে কেন ব্যান করা হল?
আমি বলেছি-
এই মুহুতে জামাত শিবির এই হত্যাটা করার কথা না কারণ তারা জানে যে সন্দেহটা তাদের উপরই যাবে। আর একজন ব্লগার মেরে তারা শাহবাগ আন্দোলন থামাতে পারবে না। আর থাবা বাবা ইসলামের নামে অনেক কটুক্তি করেছে। বাংলাদেশে এমন মুসলমান অনেক আছেন যারা নামাজ না পড়লেও ইসলামের বিরুদ্ধে কিছু শুনলে মাথার ঠিক রাখেনা।
আর ইসলামের নামে থাবা বাবা অনেক কটুক্তি করেছেন, এটা মোটেও ঠিক না। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা কোন ধরণের সভ্যতা।
এইসব কথার কারণে আমাকে ব্যান করা হল?