নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তানে মাত্র ৭.৫৭% নাগরিক উর্দুতে কথা বললেও ১৯৪৮ সালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় ঘোষণা করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ঢাকায় জিন্নাহ সাহেবের বক্তব্যের তীব্র প্রতিবাদ হলো।
বাঙালীদের মূলত দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। কিন্তু ওই অন্যতমটুকুও করা চলবে না, বাংলাকে কোন স্থানই দেয়া যাবে না, এটাই ছিল পাকিস্তানের শাসকগোষ্ঠী হর্তাকর্তা সবার কথা। দুনিয়ার সবকিছু করা যাবে কিন্তু বাঙালীদের দাবি মানা যাবে না। এই গোঁয়ার্তুমি এবং একই সঙ্গে এই মূর্খতা ছিল তাদের। বাঙালীরা দাঁতভাঙ্গার চাইতেও বেশি কঠোর জবাব শেষ পর্যন্ত ওদের দিয়ে ছেড়েছে।
তৎকালীন পূর্ব পাকিস্তান তথা পূর্ববঙ্গে বাঙালীদের উপর উর্দু চাপিয়ে দেবার ষড়যন্ত্রের প্রতিবাদে হেয়েছিল আন্দোলন। ধীরে ধীরে সে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। এক পর্যায়ে ১৯৫২ সালের ২১ ফেব্রম্নয়ারি বাংলা ভাষার দাবীর দুর্বার আন্দোলনে পাকিস্তানী শাসনাধীন ঢাকায় গুলি চালিয়ে নির্বিচার হত্যাযজ্ঞ চালায়। সেদিন ভাষার দাবিতে প্রাণ দেন বরকত, সালাম, রফিক, জব্বারসহ অনেকে। তার পরের ইতিহাস সবার জানা।
ওই ভাষা আন্দোলনের পথ ধরে সংগ্রাম এগিয়ে চলে এবং নানা সংগ্রাম আন্দোলনের পথ ধরে ধীরে ধীরে একাত্তর। মুক্তিযুক্ত, স্বাধীনতা সংগ্রাম। স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। রাষ্ট্রভাষা বাংলা। তারও পর ২০০০ সাল। জাতিসংঘ ঘোষণা করল অমর ওই একুশ ফেব্রুয়ারি হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের চেতনা, প্রেরণা বাংলাদেশ ছাপিয়ে ছড়িয়ে পড়ল জগতময়।
আমাদের ভাষার মাস ফেব্রুয়ারি চলছে। একুশ আমরা উদযাপন করেছি এবারও। দুনিয়াব্যাপী উদযাপিত হয়েছে। শহীদ মিনার একেবারে প্রথমটাও ভেঙ্গে দিয়েছিল পাকিস্তানীরা। নতুনভাবে তৈরি হয়েছিল পরে। একাত্তরেও মর্টার ও কামান দিয়ে ভেঙ্গে দিয়েছিল। আবার তৈরি হয়েছে নতুনভাবে। তৈরি হয়েছে সারাদেশে। এখন তৈরি হচ্ছে দুনিয়ার নানা দেশে। এ দেশের মানুষ তাদের মাতৃভাষাকে সত্যিকার এবং আৰরিক অর্থেই প্রাণ দিয়ে ভালবাসে এবং একই সঙ্গে দুনিয়ার সব জাতির সব মানুষের ভাষার প্রতি শ্রদ্ধাশীল।
বাংলাকে বাংলায় স্বমহিমায় প্রতিষ্ঠিত করল বাঙালীরা , কিন্তু পাকিস্তানে?
পাকিস্তানে কি তার প্রতিষ্ঠাতা জিন্নাহ সাহেবের ইচ্ছা অনুযায়ী উর্দু রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে? হয়নি। যদি হতো তাহলে এত বছর পরে কোন নাগরিকের উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার জন্য রিট আবেদন করার দরকার হতো না। নিয়তির কী নির্মম পরিহাস। আজও পাকিস্তানের দাফতরিক ভাষা ইংরেজী, সরকারী কাজকর্মও ইংরেজীতে হয়। দেশটির শাসকগোষ্ঠীর 'পেয়ারা' ভাষার স্থান ওদের নিজের দেশেই আজও হলো না। নিয়তির কি নির্মম পরিহাস(!)
কিছুদিন আগে সানাউল্লাহ নামে লাহেরের বাসিন্দা পাকিস্তানী নাগরিক লাহোর হাইকোর্টে এক রিট আবেদন করেছেন তাতে তিনি উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার অনুরোধ করেন। ওই রিট আবেদনে তিনি জানান, ১৯৪৮ সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় ঘোষণা করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আজও সে ঘোষণা পাকিসত্মানে বাস্তবায়ন হয়নি। ওই আবেদনকারী তাঁর রিট আবেদনে আরও বলেছেন, পাকিস্তানের সংবিধানের একটি অনুচ্ছেদে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করার বিধান রাখা আছে। কিন্তু তা সত্ত্বেও আজও ওই কাজটি হয়নি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২১
কোবিদ বলেছেন: বাংগালীদের উপর উর্দূকে জোর করি চাপিয়ে দেয়ার
ঘৃন্য প্রচেষ্টাকে ঘৃনা ও তীব্র নিন্দা জানাই ।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
মোঃ মহিউদ্দিন বলেছেন: ভাই প্রকৃতির নির্মম পরিহাস কি জানেন ? জিন্নাহর কবরে পরিস্কার বাংলায় লেখা তার পরিচয়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২২
কোবিদ বলেছেন: একেই বলে নিয়তির পরিহাস!
আমাদের উপর চাপাতে পারেনাই
এমনকি তাদের দেশেও উর্দূ উপেক্ষিত।
যে বাংলাকে এত অবহেলা মরণের পরে
সেই বাংলা তাকে পরিহাস করছে।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
ডাব্বা বলেছেন: @ মোঃ মহিউদ্দিন: আপনার তথ্যটি কি অথেনটিক? আমি খুবই আগ্রহী জানতে। ধন্যবাদ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮
কোবিদ বলেছেন: ডাববা ভাই আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, মোঃ মহিউদ্দিন ভাই যে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ সত্য। তবে কথা হলো যে দেখিনি নিজ নয়নে তা বিশ্বাস করিনা গুরুর বচনে। তাই আপনার এবং আরও যারা সন্ধিহান তাদের জন্য জিন্নার কবরের স্মৃতিফলক সংযোজন করলাম। স্মৃতিফলকে উর্দুর সাথে বাংলাতে তার জন্ম-মৃত্যু তারিখ লিপিবদ্ধ করা আছে
(জিন্নাহর সমাধি)
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: মোঃ মহিউদ্দিন বলেছেন: ভাই প্রকৃতির নির্মম পরিহাস কি জানেন ? জিন্নাহর কবরে পরিস্কার বাংলায় লেখা তার পরিচয়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪
কোবিদ বলেছেন: তার পরিচয় নয়, তবে তার কবরে উর্দূর পাশা পাশি
বাংলাতে জন্ম মৃত্যু তারিখ লিপিবদ্ধ করা আছে
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
বাক স্বাধীনতা বলেছেন: পাকিস্তানীরা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত শান্তি পায়নি শুধুমাত্র নিজেদের মূর্খতা ও গোঁইয়ার্তুমীর কারণে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫
কোবিদ বলেছেন: মাথা মোটা জাতি,
গোয়ার্তুমী ওদের সহজাত প্রবৃত্তি।
তাই জোর করে আদায় করতে গিয়ে
ইতিহাসের জঞ্জালে পরিণত হয়।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
চলতি নিয়ম বলেছেন: আরো একটা নির্মম পরিহাস হলো আমার দেশের শহীদ মিনার ভাঙ্গা হয়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭
কোবিদ বলেছেন: পাকিদের জারজ সন্তানেরা এখনো সমুলে বিতাড়িত করা সম্ভব হয়নি
বলেই তারা এমন ঘৃন্য কাজের ধৃষ্ঠতা দেখায়। তবে আশার কথা ৪২ বছর
পরে হলেও মুক্তিযো্দ্ধাদের দ্বিতীয় প্রজন্ম আবার গর্জে উঠেছে এবার তারা
সমূলে উৎপাটিত হবেই।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
বন্ধুহারা বলেছেন: dik soto dik oder