|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নারীরা বেশী কথা বলে এটা বিবাহিত, অবিবাহিত সব পুরুষেরই জানা। বিবাহ পূর্ব প্রণয় এবং বিবাহ উত্তর দাম্পত্য জীবনে পুরুষ হাড়ে হাড়ে উপলব্ধি করেণ নারীদের কথা বলার এই বিশেষ ক্ষমতা বা সৃষ্টিকর্তা প্রদত্ত বিশেষ গুন। তবে বিবাহ পূর্ব প্রণয় কালীন সময়ে নারীর এই বিশেষ গুণ সকল পুরুষের কাছে আরাধ্য হলেও বিবাহ পরবর্তী সময়ে তা বিশেষ যন্ত্রণার কারণ হয়ে উঠতে পারে যদিনা তা যথা সময়ে নিয়ন্ত্রণ করা না হয়।
গবেষণায় প্রমানিত যে একজন নারী পুরুষের তুলনায় প্রায় তিন গুন বেশী কথা বলে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞান ও মনস্তত্ত্ব গবেষকেরা এ তথ্য জানিয়েছেন নারীর মস্তিষ্কে বিশেষ ‘ল্যাঙ্গুয়েজ প্রোটিন’ বেশি পরিমাণে থাকে বিধায়  তারা পুরুষের তুলনায় বেশি কথা বলে। 
জার্নাল অব নিউরোসায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে নারীরা প্রতিদিন প্রায় ২০ হাজার শব্দ উচ্চারণ করে। এ সংখ্যা পুরুষের তুলনায় অন্তত ১৩ হাজার বেশি। নারীর মস্তিষ্কে ফক্সপিটু নামের ‘ল্যাঙ্গুয়েজ প্রোটিন’ বেশি থাকে বিধায় তারা এমন বেশী কথা বলে। 
(Dr. Margaret McCarthy Ph.D, Professor of Physiology, University of Maryland School of Medicine)
সংশ্লিষ্ট গবেষক মার্গারেট ম্যাককার্থি বলেন, বিশেষ প্রোটিনের উপস্থিতির কারণে প্রাণীর লৈঙ্গিক পার্থক্যবিষয়ক গবেষণা এটিই প্রথম। এতে নারী-পুরুষের মস্তিষ্ক ও আচরণগত ব্যবধানের বিষয়টি আগের তুলনায় স্পষ্ট হয়েছে। 
পর্যবেক্ষণে নারীর মস্তিষ্কে ফক্সপিটুর অধিক মাত্রা এবং প্রভাব প্রমাণিত হয়েছে। স্নায়ুজীববিদ্যার ভিত্তিতে স্তন্যপায়ী প্রাণীর কথা বলার ধরন বিবেচনায় এই গবেষণার ফলাফল নির্ধারিত হয়েছে। 
সূত্রঃ Red Orbit
Women More Talkative Than Men  
 ১৩ টি
    	১৩ টি    	 +০/-০
    	+০/-০  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৪১
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৪১
কোবিদ বলেছেন: ব্যাতিক্রম সব খানেই আছে,
এখানেও থাকবে এটাই স্বাভাবিক
২|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩৩
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩৩
স্পাইসিস্পাই001 বলেছেন: জানি তো   
   
   
   
 
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৪০
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৪০
কোবিদ বলেছেন: জানা থাকা ভালো।
বাঁচতে হেলে জানতে হবে।
৩|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩৭
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩৭
এক্স ফ্যাক্টর বলেছেন: kivabe ekta meye ke amr jonno tar vitor love create kora jay eta bolen,
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩৯
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩৯
কোবিদ বলেছেন: 
গাজা বাবার কাছে ধরণা দেন,
পানি পড়া, কবজ, জরি বুটি
দিলে নিশ্চয়ই আপনার জন্য 
সেই মেয়ের দিলে রহমত পয়দা হবে।
৪|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫০
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫০
শামীম আরা সনি বলেছেন: মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশী কথা বলে শুধু তাইনা মেয়ে বাচ্চারা ছেলে বাচ্চাদের চেয়ে আগে কথা বলতে শিখে, এবং কথা বেশী বলার অভ্যাসটা ছোটবেলা থেকেই থাকে !   
   
   
 
তবে আমার সবার সাথে কথা বলতে  ভালো লাগেনা, যাকে ভালো লাগে তার কান ঝালাপালা করে দিনরাত কথা বলতে পারি আমি   
   
 
আর ঝগড়া শুরু করলেও থামতে ইচ্ছা করেনা 
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫৯
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫৯
কোবিদ বলেছেন: দারুণ বলেছেন,
তবে গাড়ি চালাতে জানলেই 
তাকে দক্ষ ড্রাইভার বলা যাবেনা,
যে সঠিক সময় গাড়ির নিয়ন্ত্রন করতে
পারে অর্থাৎ জরুরী মূহুর্তে গাড়ির গতি
নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত পক্ষে
দক্ষ ড্রাইভার। অনুরাগ পর্বে মেয়েদের কথা
শুনতে ভালো লাগলেও দাম্পত্য জীবনেও যদি
সেই প্রথা চালু রাখে তা হিতে বিপরীত হতে বাধ্য।
সুতারাং সাধু সাবধান, সঠিক সময়ে সঠিক কাজটি করুন।
৫|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:০৫
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:০৫
মুহাই বলেছেন: পূর্বে পঠিত ।
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৪১
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৪১
কোবিদ বলেছেন: 
আপনি মহা ভাগ্যবান !!  
   
 
৬|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:০৯
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:০৯
শামীম আরা সনি বলেছেন: কি !!!! শুনবেনা কথা কি জন্যে   
 
বকবক না শুনলে খুন্তি দিয়ে পিটিয়ে পিটিয়ে শুনাবো   
   
   
 
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৪১
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৪১
কোবিদ বলেছেন: সব ভদ্রলোক স্ত্রীর বাধ্য !!
ভদ্রলোক কখনোই স্ত্রীর অবাধ্য
হয়না। খুন্তির এস্তেমাল করতে হবেনা,
ঘাড়ে তো মাথা একটাই। এটার মায়া আছেনা!!
৭|  ২৮ শে এপ্রিল, ২০২০  রাত ১২:৩০
২৮ শে এপ্রিল, ২০২০  রাত ১২:৩০
সোনালি কাবিন বলেছেন: 
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:২৪
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:২৪
সাদা রং- বলেছেন: সব মেয়েরা এরকম না।