নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিথ রুপার্ট মারডক। যিনি একজন আর্ন্তজাতিক মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে সবার কাছে সুপরিচিত। তাকে বলা হয় মিডিয়া সাম্রাজ্যের মোঘল। ১৯৩১ সালের ১১মার্চ তিনি অষ্ট্রেলিয়ার মেলবোর্ণেরর ভিক্টোরিয়াতে জন্মগ্রহণ করেন। এই মিডিয়া ব্যক্তিত্বের জন্মদিনে রইল অনেক অনেক শুভেচ্ছা।
কিথ রুপার্ট মার্ডক একজন অস্ট্রেলীয় আমেরিকান নাগরিক যিনি বহুজাতিক সংবাদ মাধ্যমের নির্বাহী কর্মকর্তা এবং নিউ ইয়র্ক ভিত্তিক নিউজ কর্পোরেশনের অধিকাংশ শেয়ারের মালিক, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিশ্বসেরা পত্রিকা নিউইয়র্ক পোস্টের প্রকাশক। এছাড়াও তিনি ফক্স টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী। বিপুল অর্থ বিত্তের মালিকানা ছাড়াও দেশ বিদেশে তার রয়েছে বেশকিছু জনপ্রিয় দৈনিক ও টেলিভিশন। কিথ রুপার্ট মার্ডক অস্ট্রেলিয়াতে সংবাদপত্র, পত্রিকা ও টেলিভিশন কেন্দ্র স্থাপনের মাধ্যমে ব্যবসা শুরু করার পর তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মনোনিবেশ করেন এবং বর্তমানে বিশ্বের স্যাটেলাইট টেলিভিশন, চলচ্চিত্র, ইন্টারনেট ও অন্যান্য গণমাধ্যমের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিনত হন।
নিউজ কর্পোরেশনের প্রধান রুপার্ট মার্ডকের সাপ্তাহিক পত্রিকা ‘দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ গত কয়েক বছর ধরে চলে আসা ফৌন-হ্যাকিং বা ফৌনে আঁড়িপাতার দায়ে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, নিউজ অফ দ্য ওয়ার্ল্ড গত কয়েক বছর যাবৎ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল ফৌনের সংরক্ষিত ‘ম্যাসেজ’ অবৈধভাবে সংগ্রহ করে পত্রিকায় প্রকাশের জন্য বেশ সমালোচিত হয়ে আসছিলো। রাজ-পরিবারের সদস্য থেকে শুরু করে খুন-হওয়া স্কুল-বালিকার মোবাইল ফৌনও হ্যাক করার অভিযোগ রয়েছে নিউজ অফ দ্য ওয়ার্ল্ডের বিরুদ্ধে।
দীর্ঘ ৪০ বছরের মিডিয়া ক্যারিয়ারে এই প্রথম এমন পরিস্থিতির মুখোমুখি হলেন রূপার্ট মারডক। নিহত ছাত্রী মিলি ডাওলার ও আরও অনেকের ফোনে সাংবাদিকদের আড়ি পাতার জেরে মার্ডকের ‘দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ কাগজটি বন্ধ হয়ে যায়। এ ঘটনার জন্য নিউজ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান রূপার্ট মার্ডক ও তার ছেলে জেমস মার্ডক বৃটিশ পার্লামেন্টে ক্ষমা চেয়েছেন। পাঠাকদের কাছে ক্ষমা চেয়ে জেমস মার্ডক ফোন হ্যাকিংয়ের বিষয়টিকে খুবই দুঃখজনক ঘটনা অভিহিত করে বলেছেন, তার কোম্পানি প্রত্যাশিত মান বজায় রাখতে পারেনি। কখনই তিনি ফোন হ্যাকিংয়ের ঘটনা সম্পর্কে জানতেন না। জেইমস মার্ডক গত বছরের ১০ জুলাই ১৬৮ বছরের পুরনো পত্রিকা দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড প্রথম পৃষ্ঠায় ‘থ্যাঙ্ক ইউ এ্যান্ড গুডবাই’ শিরোনাম লিখে তার শেষ ও ৮,৬৭৪ তম সংখ্যা প্রকাশ করে। জেমস মার্ডক নিউজ কর্পের উপ-প্রধান পরিচালন কর্মকর্তা। তিনি একইসঙ্গে নিউজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী। বৃটেনে নিউজ কর্পের অন্য পত্রিকাগুরো হলো- দ্য সান, দ্য টাইমস ও দ্য সানডে টাইমস।
‘দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ কাগজটি বন্ধ হয়ে যাবার পরে নিউজ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান রূপার্ট নতুন পত্রিকা ‘দ্য সান অন সানডে’র উদ্বোধন করেছেন। ৪৩ বছর আগে দৈনিক ‘দ্য সান’ প্রকাশ করেছিলেন তিনি। প্রায় আট মাস আগে আড়ি পাতা কেলেঙ্কারির জেরে কিথ রূপার্ট মার্ডকের দেড়শো বছরের প্রাচীন ব্রিটিশ পত্রিকা `নিউজ অফ দ্য ওয়ার্ল্ড` বন্ধ ঘোষণার পর এবারও মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডকের হাত ধরেই আত্মপ্রকাশ করল নয়া ট্যাবলয়েড `সান অন সানডে`। উত্তর লন্ডনের হার্টফোর্ডশায়ারে তাঁর নয়া দৈনিক ট্যাবলয়েড `সান অন সানডে`র প্রথম সংস্করণ আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন। প্রকাশের কাজ সামনে থেকে দেখভালও করেন তিনি। নতুন পত্রিকা প্রকাশের জন্য গত মাসে আমেরিকা থেকে লন্ডনে চলে আসেন আসেন মার্ডক।
ব্রিটেনের মিডিয়া বিশেষজ্ঞদের অনুমান, `নিউজ অফ দ্য ওয়ার্ল্ড` বন্ধ করে দেওয়ার পর ব্রিটিশ জনতার আস্থা ফেরাতেই ঢাকঢোল পিটিয়ে তুলে নয়া পত্রিকাটি প্রকাশ করলেন মার্ডক। শুধু প্রচারের ঝড় নয়, 'মিডিয়া মুঘল' মার্ডক. দামের দিক থেকেও প্রতিদ্বন্দ্বী কাগজকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছেন । ‘দ্য সান অন সানডে’র দাম মাত্র ৫০ পেন্স। ফলে প্রতিযোগিতার আসরে টিকে থাকতে ইতিমধ্যেই `ডেইলি স্টার সানডে` দাম কমাতে বাধ্য হয়েছে। এখনও দাম না কমালেও `দ্য সানডে মিরর`ও সেই পথে হাঁটতে চলেছে বলেই খবর মিডিয়া মহলে। প্রসঙ্গত, ৪৩ বছর আগে `দ্য সান` পত্রিকা প্রকাশ করেছিলেন রুপার্ট মার্ডক। বর্তমানে রানির মুলুকের জনপ্রিয় পত্রিকাগুলির তালিকায় রয়েছে এই দৈনিকটি।
আজ এই মিডিয়া ব্যারণের জন্ম দিন। মিডিয়া মুঘল কিথ রূপার্ট মার্ডকের জন্মদিনে রইল অনেক অনেক শুভেচ্ছা।
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২
কোবিদ বলেছেন: বন্য মানুষ হলেও আপনাকে ধন্যবাদ
কারণ একমাত্র আপনিই মিডিয়া
ব্যাক্তিত্ব রূপার্ট মার্ডকের জন্ম দিনে
শুভেচ্ছা জানিয়েছেন।
২| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮
ম.র.নি বলেছেন: দেশের পাঠকদের আমি একটা ইনফো দেই 'দি সান' নিউজ পেপারটিতে পেইজ নাম্বার ৩ এ প্রতিদিন একজন অর্ধনগ্ন মেয়ের ছবি থাকে।আর এর পাঠক শ্রেণী হলো সহজভাষায় 'দিন মজুরেরা'।
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৩
কোবিদ বলেছেন: দিন মজুরদের চাহিদার প্রতি শ্রদ্ধা জানিয়ে তা ছাপা হলে
দোষের কী? দিন মজুরদের সখ আহ্লাদ বলে কথা।
দিন মজুর বলে কী তাদের সখ থাকবে না !!
৩| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৬
ম.র.নি বলেছেন: দিন মজুরদের ছোট করার জন্য বলিনি,আসল পাঠক কারা তাই বলতে চেয়েছি।আপনি জানেন আপানার উল্লেখখিত পেপারে কি টাইপের নিউজ বেশি স্থান পায়?আপনি বলুন বাংলাদেশের কোনো নিউজ কর্পোরেশানে তার কোন ইনভেস্টম্যান্ট আছে কি?
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩
কোবিদ বলেছেন:
আমিও আপনাকে কষ্ট
দেবার জন্য বলিনি!
শুধু কথার কথা বলেছি।
তা ছাড়া আমার পত্রিকা হবে কেন?
ওটিতো রূপার্ট মার্ডকের পত্রিকা !!
৪| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
একজন ফালতু্ এবং বাজে লোক আপনি।
কিচ্ছু জানেন না আপনি।
মিডিয়া ও তার লুক্কায়িত কুৎসিত চেহারা সম্পর্কে আপনি একদম শিশু - এ বিষয়ে কোন সন্দেহই নেই।
এ পোষ্টে মাইনাস। হাজার হাজার মাইনাস।
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩২
কোবিদ বলেছেন: আমি কাউকে সম্মান করতে পারিনা সে আমার দীনতা,
তাই বলে কাউকে অসম্মান করি কোন স্পর্ধায় !
আপনি ঠিকই বলেছেন, আমি হয়তো তার সম্পর্কে বিশেষ কিছু জানিনা
তবে পত্র পত্রিকা পড়ে যেটুকু জেনেছি তাতে মনে হয়েছে আজ তাঁর জন্মদিন।
কারো জন্মদিনে শুভেচ্ছা জানাতে হলে তার জন্মদিন ছাড়া আর কিছু জানতে হয়
তা আমার জানা ছিলোনা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, আশির্বাদ করবেন যেন
চিরদিন শিশু থাকতে পারি। কারণ বড় হলেই জটিলতা কুটিলতায় জড়াতে হয়। আমি
এই সব পরিহার করতে চাই।
৫| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: উপরের বুদ্ধিজীবি ব্লগার হঠাৎ এত রেগে গেলেন কেন? ব্যাখ্যাটা দিলেন না যে?
হিংসে কি জন্যে উপচে পড়লো ওনার?
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৬
কোবিদ বলেছেন: বুদ্ধিজীবীরা বুদ্ধি বেচে তাদের যাবতীয় ব্যায় নির্বাহ করেন। কোন সরল বিষয়টিকে গরল করে তুলতে পারলেনি তাদর আয় রোজগার নিশ্চিত হয়। সুতরাং উনি ওনার স্বভাবসুলভ কাজটি করেছেন। কোন উপায়ে একটা বিতর্কে জড়াতে পারলেই বুদ্ধিজীবীরা হিট !! হিংসা, ঘৃনা, রাগ, অনুযোগ তথা কথিত এক শ্রেনীর বুদ্ধিজীবীদের মজ্জাগত। চেষ্টা করলেও তারা এর গণ্ডি থেকে বের হতে পারেন না।
৬| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
সাইবার অভিযত্রী বলেছেন: - চুরি করে আড়ি পাতা আর নেংটা ছবি ছাপা - এই নিয়ে যার কারবার তাকে নিয়ে এত কি ?
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৫
কোবিদ বলেছেন: উইকিলিকস এমন হাজার হাজার তথ্য উপাত্ত প্রকাশ করে দুর্নীতির মুখোশ উন্মোচন করেছে। যা জন কল্যানে বিরাট ভূমিকা রেখেছে। আড়ি পাতা কোথায়ও আইন সিদ্ধ। ফোনে আড়িপাতা আইনও আছে কোন কোন দেশে।
অন্যায় দূর্নীতি করা বা তা প্রকাশ করা কোনটা বেশী দোষণীয় ?
কথাটা এমন দাড়ায় আমি চুরি করবো তুমি বলার কে?
তাছাড়া আমি রূপার্ট মার্ডাকের বিষয়ে লিখেছি তার প্রকাশনা, তার বিস্তৃতি, গোপন কিছু প্রকাশ করার জন্য অন্যায় এবং তার জন্য তার ক্ষমা প্রার্থনা এবং পুনরায় ঘুরে দাড়ানো বিষয়ে বলেছি, একটা মানুষের দোষ গুন প্রকাশ করলে আমিও কি তারই মতো সমান দোষী?
সেক্সপিয়ারের সেই চিরন্তন উক্তির উদ্ধৃতির লোভ সামলাতে পারলাম না।
I to die, you to live,
Which is better only
God knows.
একমাত্র ঈশ্বরই ভালো জানেন কোনটি ভালো
৭| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
সাইবার অভিযত্রী বলেছেন: ঘুমাইলে চোখে দেখি না! নাকি জাইগা থকলেও দেখেন না!
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬
কোবিদ বলেছেন: যাদের দিব্য জ্ঞান আছে তারা ঘুমাইলেও চোঁখে দেখে।
আর যাদের সে ক্ষমতা নাই তারা জেগে থাকলেও কিছু
দেখতে পায়না। আফসুস তাদের জন্য যারা
চোঁখ থাকতেও অন্ধ
৮| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
হ্যাঁ, আমার আমার প্রতিক্রিয়াটা একটু বেশী অশোভন হয়ে গেল। তীরটা ছুটে গেছে, একটু পরে বুঝলেও করার কিছুই ছিল না।
দুঃখিত।
আর আমার ব্যাখ্যা আমার পরের পোষ্টে ইঙ্গিত থাকবে। কোন কোন বিষয় মন্তব্যে জুতসইভাবে পরিষ্কার করা যায় না।
এ ব্যাপারে যতটুকু আমার জানা আছে, তা' (বুদ্ধিজীবি স্তরের না-হলেও) তীব্র উষ্মা/প্রতিক্রিয়া জানানোর জন্য যথেষ্ট।
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩
কোবিদ বলেছেন: গাড়ি চালাতে পারলেই তাকে ড্রাইভারের সনদ দেওয়া হয় না।
যিনি গাড়িটিকে নিয়ন্ত্রণ করতে পারেন সঠিক ভাবে অর্থাৎ
কখন কোথায় থামতে হবে এবং কোথায় গড়ি বাড়াতে হবে
সেই নিয়ন্ত্রণ ক্ষমতা যার আছে তিনিই ড্রাইভারের সনদ পান।
আপনি গাড়ি চালাতে পারেন তবে তা নিয়ন্ত্রণের ক্ষমতা রাখেন না
তাই যা হবার তাই হয়েছে, " দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছেন, কথা আর
তীর একবার ছুটে গেলে বা বের হয়ে গেলে তখন আঙ্গুল কামড়ানো
ছাড়া আর কিছুই করার থাকেনা।
এই দোষটা শুধু আপনার একার নয় বেশীর ভাগ বাঙালীদের মাঝে এই
দোষ বা গুন (!!)টি বিদ্যমান। আর সে জন্য তাদের চরম মূল্যও দিতে
হয়। যা হোক আপনাকে ধন্যবাদ আপনার ভুল বোঝার জন্য। ভুল স্বীকার
করাও একটা মহৎ গুন।
৯| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: সাইবার অভিযত্রী বলেছেন: ঘুমাইলে চোখে দেখি না! নাকি জাইগা থকলেও দেখেন না
আমি সত্যি চোখে দেখি না। আপনার কথাগুলো পোস্টে সুন্দরভাবেই কিন্তু বলা আছে। এই পোস্টে রুপার্ট মারডকের কোনো গুন গান গাওয়া হয়নি। তার কুকর্মের কারনে তার শাস্তির কথা বলা হয়েছে। এখানে উনাকে মহান বলার একটাই কারন প্রিন্ত মিডিয়া যখন এই রিসেশনের কারনে প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয় তখন এই লোকটি তার উদ্ভাবনী শক্তি দিয়ে প্রচন্ড দাপটের দিকে একে এগিয়ে নিয়ে গেছেন। ধারনা করা হয়েছিলো একটা সময় কাগজ কিনে পত্রিকা পড়বার মত লোক পাওয়া যাবে না। এই লোকটা সেই ধারনাকে ভুল প্রমান করেন।
উপরের বুদ্ধিজিবী যার কথা বলেছি সে পোস্টদাতাকে মাইনাস দিয়েছেন কারন সে বলেছেন মিডিয়া সম্পর্কে সে কিছুই জানে না। কোনো কিছু নিয়ে লিখতে হলে যে তাকে কিছু জানতে হবে এমনকি কোনো কথা আছে? আমরা ছোটবেলায় গরু রচনা থেকে শুরু করে টেলিভিশন পর্যন্ত লিখেছি আমাদেরকে কি গরুর ডাক্তার বা টেলিভিশনের ম্যাকানিক হবার পর লিখতে হয়েছিলোম?
ব্লগীং করতে হলে কি সবকিছু জেনে আসাটা কি বাধ্যতামূলক?
কাউকে ছোট করবার আগে তার কারন গুলো কি ব্যাখ্যা করা উচিত নয় আরও সঠিক ভাবে?
নাকি সে ভদ্রতা সেকেলে হয়ে গেছে @ সাইবার অভুযত্রী?
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৯
কোবিদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। মানুষ যে হেতু দেবতা বা ফেরেশতা নন তাই দোষ গুনের মিশ্রনেই মানুষ। গুনের জন্য পুরস্কার ও দোষের জন্য তিরস্কার আর এর ধারাবাহিকতায় সৃষ্টিকর্তা বেহেশত ও দোযখে ঠিকানা নির্ধারণ করবেন।
রূপার্ট মার্ডকের কতটা দোষ আর কতটা গুন তার বিচারের ভার সৃষ্টিকর্তার উপরেই থাক। আমি শুধু তার উত্থান-পতন ও তার জন্মদিনের কথা স্মরণ করিয়ে দিয়েছি। এতে সৃষ্টিকর্তা আমাকে কতটা শাস্তি বা পুরস্কৃত করবে সে ভাবনা মাথায় আসেনি। এমনকি রূপার্ট মার্ডকের কাছ থেকেও আমি যাগতিকভাবে লাভবানও হবোনা। তবে গুণী মানুষকে সম্মান করা অন্যায় নয় বেলেই আমি তাকে স্মরণ করিয়ে দিয়েছি।
ধন্যবাদ সবাইকে যারা এতক্ষন আমার সাথে ছিলেন।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০
আমি বন্য বলেছেন: ভালো লাগল