নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতাম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর,
মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন
(ইন্না লিল্লাহি ------রাজেউন)
বাংলাদেশ সময় আজ বুধবার বিকেল চারটা ৪৭ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংশ্লিষ্ট হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। দায়িত্ব নেয়ার তিন বছরের মাথায় জীবনাবসান ঘটল দেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গত ১১ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিয়ে যাওয়া হয়।
তাঁর মৃত্যুতে স্পিকার,প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর শোক প্রকাশ করেছেন এবং দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য মোহাম্মদ জিল্লুর রহমান ১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জের ভৈরবে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। বর্ষীয়ান এই নেতা একাত্তরের মহান মুক্তিযুদ্ধেও অংশ গ্রহণ করেন। কিশোরগঞ্জের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতির মন্ডলীর সদস্য ছিলেন। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারী তিনি দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন।
মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে সাম হ্যোয়ার ইন ব্লগ পরিবার গভীরভাবে শোকাহত
রাষ্ট্রপতির মরদেহ ঢাকায় আসবে বৃহস্পতিবার দুপুর ১২ টায়। বিমান বন্দরে আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধা নিবেদন করা হবে।
* ১২ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক শোক শোভাযাত্রা সহকারে বঙ্গভবনে যাত্রা।
* ১ টা ৩০ মিনিটে বঙ্গভবনে গার্ড অব অনার প্রদান।
* ১ টা ৪৫ মিনিট থেকে ৩টা পর্যন্ত বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীসভার সদস্যবৃন্দ, সাবেক রাষ্ট্রপতিগণ, প্রধান বিচারপতি ও বিচারপতিগগণ, সংসদ সদস্যগণ, ডীন ও ডিপ্লোমেটিক কোর ও কুটনেতিক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের শ্রদ্ধাঞ্জলী।
* ৩ থেকে ৫ টা পর্যন্ত বঙ্গভবনে আত্মীয়-স্বজন এবং সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদন।
* ৫ টা ৩০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা ও মরদেহ সংরক্ষণ।
* শুক্রবার পবিত্র জুম্মা নামাজের পর জাতীয় ঈদগাহ মাঠে প্রথম জানাযা এবং বিকাল ৪ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
প্রায়ত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সম্পর্কে জানতে ভিজিট করুন
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের ৮৫তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা
২| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪
সািকল খান বলেছেন: উনার আত্বার মাগফেরাত কামনা করছি।
৩| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬
ইন্টারনেট জায়ান্ট বলেছেন: Attar magfirat kamona korchi.
৪| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭
বোকামন বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
৫| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮
মোমের মানুষ বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
৬| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১
আয়রন ম্যান বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ ওনার দোষ-ত্রুটি ক্ষমা করে ওনাকে জান্নাত দান করুন।
৭| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১
জানা বলেছেন:
তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
৮| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২
দেখি শুনি বলি বলেছেন: উনি দীর্ঘ ৬-৭ বছর যাবৎ আলঝেইমারে ভুগছিলেন।
৯| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২
এন এফ এস বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
উনার আত্মার মাগফিরাত কামনা করছি
১০| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
সৈয়দ ফয়সল রেজা বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।
১১| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
আমি নি (?) বলেছেন: তিনি একজন মুক্তিযোদ্ধা।
এবং আজীবন রাজনৈতিক।
দেশের সব দুঃসময়ে তিনি মানুষের পাশেই ছিলেন।
একুশে আগস্টের গ্রেনেড হামলায় স্বজন হারিয়েছেন।
তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।
১২| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
কক্ষচ্যুত বলেছেন: Allah may give eternal peace to His departed soul.
১৩| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
রফিকুজজামান লিটন বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
১৪| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১
কাঠুরে বলেছেন: আজ একজন রাষ্ট্রপতি চলে যাওয়ায় যতটুকু না মর্মাহত হয়েছি, তারচেয়েও বেশী মর্মাহত হয়েছি একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়ে...
মনে পরে, ব্যক্তিগতভাবে আজকের আগে আরেকদিন এমনই মর্মাহত হয়েছিলাম, গ্রেনেড হামলায় যেদিন আইভি রহমানকে হারিয়েছিলাম...।।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও উনার সহধর্মিণী আইভি রহমানের আত্মার মাগফেরাত কামনা করছি...।।
আর সন্মানের দিক বিবেচনা করে, পোস্টটাকে ২য় সটীকিতে না রেখে একদম ১ম স্টিকিতে রাখার অনুরোধ জানালাম।
১৫| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
মুশে হক বলেছেন: বড় দু:সময়ে চলে গেলেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।
১৬| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
এম.এল.এইচ বলেছেন: শোকাহত।
উনার মাগফেরাত কামনা করছি।
১৭| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
১৮| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
১৯| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
সজল৯৫ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন........ আল্লাহ উনার আত্মার শান্তি দান করুক।
বি: দ্র:- লেখকে বলছি, আমার জানামতে তিনি ছিলেন ১৮ তম রাষ্ট্রপতি।
২০| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
নিয়েল ( হিমু ) বলেছেন: ইন্নালিল্লাহ হি ওয়া ইন্না.......
আল্লাহ তাকে বেহেস্ত দান করুন ।
২১| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
২২| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
বিষক্ষয় বলেছেন: এই পোস্টি ১ম স্টিকি করা হোক
২৩| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
িট.িমম বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
২৪| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
বিষক্ষয় বলেছেন: এই পোস্টটি ১ম স্টিকি করা হোক
২৫| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
তথই বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
২৬| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
আবিদ ফয়সাল বলেছেন: গভীরভাবে শোকাহত । তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
২৭| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
আশাবাদী মানুষ বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।গভীরভাবে শোকাহত । তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
২৮| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২৯| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
তুহিন সরকার বলেছেন:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন......
তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কমনা করছি।
এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
৩০| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
কালোপরী বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
৩১| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
নেক্সাস বলেছেন: তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
৩২| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
কর্ণেল সামুরাই বলেছেন: আল্লাহ তাকে বেহেশত নসীব করুন। তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
৩৩| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
ভিয়েনাস বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
৩৪| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
একজন ঘূণপোকা বলেছেন:
তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
৩৫| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
মৃধা জুয়েল বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ তাকে বেহেশত নসীব করুন। তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
৩৬| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
ধৈঞ্চা বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্থ প্রদান করুন। আজ উনি চলে গেলেন, এইভাবে সময়ের পরিক্রমায় একদিন আমাদের সবাইকেই এক এক করে চলে যেতে হবে। কাউকে মানুষ মনে রাখে মৃত্যুর পর অনেক দিন, আবার কাউকে অল্প কয়েকদিন। আমার ধারনা জনগণ এই রাষ্ট্রপতিকে অনেক দিন মনে রাখবে তার ক্ষমাশীলতার জন্য। উনি ক্ষমা করতে জানেন, বিভিন্ন অপরাধীকে ক্ষমা করে উনি এক অনন্য নজির স্থাপন করেছেন। এই মহৎ গুণটির অপ ব্যবহারের কারনে উনি অমর হয়ে থাকবেন।
সেইতো মারাই গেলেন, তাহলে কি দরকার ছিল এই অপব্যবহারের? উনি যদি সরাসরি সরকারের এই ক্ষমার প্রস্তাব রিজেক্ট করতেন তাহলেও অমর হয়ে থাকতেন। সেই অমরত্ব হতো গর্বের, অহংকারের।
৩৭| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
মঈনউদ্দিন বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
৩৮| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
নরক হতে বহিষ্কৃত বলেছেন: দিব্যান্ লোকান স গচ্ছতু ।।
৩৯| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
৪০| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন......
৪১| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
তোমোদাচি বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
৪২| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
বিডি আমিনুর বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
৪৩| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
নূর আফতাব রুপম বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।মন ামার ারো বেসি খারাপ কেনোনা ামার বলোগে োনেক ডিন ধোরে লেখা 'বর্তমানে আপনার পোস্ট করার সুবিধা বন্ধ আছে।'
৪৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪
সোনালী ডানার চিল বলেছেন:
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
৪৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬
মনোজ মুকুট বলেছেন: মনে হয় তিনি উনিশতম রাষ্ট্রপতি ছিলেন। ভুল হলে সংশোধন করে নেয়া যায়?
৪৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২২
মোহাম্মদ আনোয়ার বলেছেন: আমার মতে, লোকটি নিরীহ এবং ভাল ছিলেন। খুবই সাদা-সিধে ধরনের ছিলেন। তবে দুঃখ হয়, যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের কার্যকারীতা এবং আগামী নির্বাচনটি দেখে যেতে পারেলেন না। আল্লাহ্ তাকে জান্নাতে প্রবেশ করান। আমীন।
৪৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩২
ভুল উচ্ছাস বলেছেন: জাতি আজ একজন বর্ষীয়ান নেতা হারালো। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি। যেখানেই থাকুন ভালো থাকুন। শুভ কামনা।
৪৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: মহামান্য রাস্টপতির জিল্লুর রহমান এর
মৃত্যুতে আমরা গভীর ভাবে
শোকাহত /
আল্লাহ তাকে বেহেস্ত নছিব করুন ।
জাতী হারাল একজন সুযোগ্য নেতৃত্ব ,
শোক স্মরণে
অনলাইন অফ্লাইন ব্লগ টিম
৪৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৪
শান্তা273 বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
৫০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
শিপন মোল্লা বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর বিদিহি আত্নার মাগফেরাত কামনা করছি।
৫১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৬
এনামুল মিলন বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..
৫২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন
আল্লাহ তাআলা উনাকে বেহেশত নছিব করুন
৫৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০২
পেন্সিল চোর বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
৫৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫
ফাহাদ রহমান খান কবির বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন
৫৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন: জিল্লুর রহমান ১৯ তম রাষ্ট্রপতি। আপনার, পষ্টের হেড ঠিক করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.. ওনার আত্নার মাগফেরাত কামনা করছি।
৫৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১১
আদরেজহক বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
৫৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২
আদরেজহক বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন ।
৫৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৪
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
৫৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৬
বিডি আইডল বলেছেন: এই পোষ্টটা ঠিক কি কারণে স্টিকি হলো? কিছুদিন আগে প্রয়াত প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন যখন মারা যান সামু কি সে খবরের পোষ্ট স্টিকি করেছিলো?
জিল্লুর রহমানের প্রেসিডেন্ট হিসাবে সফলতা ছিলো আদালত কর্তৃক খুনের সাজা পাওয়া ২৩ জনকে ক্ষমা করা। মুসলিম হিসাবে মৃতের পর আমরা কামনা করি সবাই মাগফেরাত পাক...কিন্তু যেইসব অপরাধের সাজা তিনি মাফ করেছেন, সেইসব অপরাধে যারা ভুক্তভোগী, তারা আজকের দিনি কি দোয়া করছেন সেটা জানতে মন চায়।
৬০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৭
মুহাম্মাদ হুমায়ুন কবীর রুশাদ বলেছেন: তিনি ১৯ তম প্রেসিডেন্ট ছিলেন।
৬১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২
না পারভীন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
৬২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬
মুন্তাসীর আর রাহী বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন ।
৬৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৮
পথ-হারা এক পথিক বলেছেন: ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ্ তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত দান করুন।
৬৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৪
হরিসূধন বলেছেন: "আমার নেত্রী ভুল করতে পারে না! উনি ভুলের উর্ধে।"
মহান আল্লাহ তার প্রতি সদয় হোন এই দোয়া করি।
৬৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৪
আ.হ.ম. সবুজ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
আল্লাহ্ তকে বেহেশত নসিব করুক ।
৬৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
জেনারেশন সুপারস্টার বলেছেন: গভীরভাবে শোকাহত!!
এভাবে বঙ্গবন্ধুর সার্কেলের একেকজন ধীরে ধীরে বিদায় নিচ্ছেন।পেছনে রেখে যাচ্ছেন প্রিয় মাতৃভূমিকে।
৬৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
লিন্কিন পার্ক বলেছেন:
আপনি একমাত্র লোক যে কিনা স্টিকি কেন করা হল এই প্রস্ন তুললেন !! @ বিডি আইডল
উনার আত্মার মাগফেরাত কামনা করি
৬৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
শীতের সকাল বলেছেন: @ বিডি আইডল
তুলনামূলক বিচারে জিল্লুর রহমান এই বয়সে যা করছে আপনার চৌদ্দ গুষ্টি মিল্লাও তা করতে পারবে না।
মানুষ সমালোচনার উর্দ্ধে নয় তাই মরারে লইয়া টানাটানি না কইরা দোয়া করা ছাড়া গত্যন্তর নাই।
Oil your own machine.
৬৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
মরমি বলেছেন: তাঁর আত্মার শান্তি কামনা করছি। বিরোধী দলীয় নতা শোক বানী দিয়েছেন। এটা একটা ভালো খবর। একজন প্রবীন রাজনৈতিককে হারানোর উছিলায় দুই নেত্রী দেশে বিদ্যমান সংঘাত কমিয়ে আনার জন্য আন্তরিক হতে পারেন।
৭০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১
ভুদাই আমি বলেছেন: এতো অল্প সময়ে এতোগুলো অনুভুতি কিভাবে লিখবো? কোন প্রকার ব্যাখ্যা ছাড়াই শুধু বলবো............ “৭৫ এ কাতর হয়েছিলাম কিন্তু এবার হলাম পাথর” !!
৭১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
৭২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৪
নীল আকাশে স্বপ্নডানা বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আর বিডি আইডলকে মাইনাচ।
৭৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Allah unake jannat basi korun.
৭৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৬
ভািটবাংলা বলেছেন: তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।
৭৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৬
জিয়া চৌধুরী বলেছেন: দেশ আজ এক দেশপ্রেমিক সূর্যসন্তানকে হারালো।
৭৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭
জেনারেশন সুপারস্টার বলেছেন: ইয়াজুদ্দীনও ভালোলোক ছিলেন কেননা উনার তাৎক্ষণিক পদক্ষেপের কারণে দেশ বিএনপি-জামাতের দূর্নীতির শাসন হতে মুক্তি পেয়েছিল।তখন হয়ত উনার কোন ভক্ত সেরকম মানসম্মত পোস্ট দিতে পারেন নাই স্টিকি করার যোগ্য।
৭৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০
ইখতামিন বলেছেন:
আমরা শোকাহত
৭৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১
মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: ১৮ তম নারে ভাই ১৯ তম রাষ্ট্রপতি ছিলেন তিনি। এত বড় একটা ভুল কারো চোখে পড়লো না।
৭৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬
ফয়সাল এম,এফ,কে বলেছেন: ইন্না লিল্লাহ. . . ভাই উনি ১৯তম রাষ্ট্রপতি ছিলেন।
বাংলাদেশের এই পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব যারা পালন করেছেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ১১ জানুয়ারি ১৯৭২।
সৈয়দ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত)- ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ৯ জানুয়ারি ১৯৭২।
আবু সাইদ চৌধুরী- ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৩ ডিসেম্বর ১৯৭৩।
মোহাম্মদ উল্লাহ- ২৪ ডিসেম্বর ১৯৭৩ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৪ অগাস্ট ১৯৭৫।
খন্দকার মোশতাক আহমেদ- ১৫ অগাস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫।
এস এম সায়েম- ৭ নভেম্বর ১৯৭৫ থেকে ২০ এপ্রিল ১৯৭৬।
জিয়াউর রহমান- ২১ এপ্রিল ১৯৭৬ থেকে ২৯ মে ১৯৮১।
আবদুস সাত্তার (ভারপ্রাপ্ত)- ৩০ মে ১৯৮১ থেকে ১৯ নভেম্বর ১৯৮১।
আবদুস সাত্তার- ২০ নভেম্বর ১৯৮১ থেকে ২৩ মার্চ ১৯৮২।
এ এফ এম আহসান উদ্দিন চৌধুরী- ২৭ মার্চ ১৯৮২ থেকে ১০ ডিসেম্বর ১৯৮৩।
হুসেইন মুহম্মদ এরশাদ- ১১ ডিসেম্বর ১৯৮৩ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০।
সাহাবুদ্দিন আহাম্মদ (অস্থায়ী)- ৬ ডিসেম্বর ১৯৯০ থেকে ৯ অক্টোবর ১৯৯১।
আবদুর রহমান বিশ্বাস- ৯ অক্টোবর ১৯৯১ থেকে ৯ অক্টোবর ১৯৯৬।
সাহাবুদ্দিন আহাম্মদ- ৯ অক্টোবর ১৯৯৬ থেকে ১৪ নভেম্বর ২০০১।
এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী- ১৪ নভেম্বর ২০০১ থেকে ২১ জুন ২০০২।
মুহাম্মদ জমিরউদ্দিন সরকার (দায়িত্বপ্রাপ্ত)- ২১ জুন ২০০২ থেকে ৫ সেপ্টেম্বর ২০০২।
অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ- ৬ সেপ্টেম্বর ২০০২ থেকে ১২ ফেব্রুয়ারি ২০০৯।
মো. জিল্লুর রহমান ১২ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০ মার্চ ২০১৩।
৮০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
৮১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭
মামুন হতভাগা বলেছেন: তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
তিনি ১৮ নয় ১৯তম রাষ্ট্রপতি ছিলেন
৮২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮
সৈয়দ ছায়েদ অাহমদ বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি উনার আত্মার মাগফেরাত কামনা করছি। উনার পরিবারের পতি শোক পকাশ করছি। আল্লাহ উনাকে বেহেস্ত পদান করুক। (কি বোডে সমসসার কারণে লেখাতে কিছু ভুল আছে)
৮৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২
হরিসূধন বলেছেন: জিল্লু রহমারের কালজয়ী বাণী ........
"আমার নেত্রী ভুল করতে পারে না! উনি ভুলের উর্ধে।"
প্রত্যেক রাজনীতিবিদের সমালোচনা করা উচিত (ফরজ)
না হলে ইতিহাস চর্চা কিভাবে হবে?
৮৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২
টুনটুনি সুখি বলেছেন: আল্লাহ তায়ালা উনাকে বেহেস্ত নসিব করুন
৮৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০
গ্রীনলাভার বলেছেন: একজন মুসলিম হিসেবে তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি। কিন্তু মন থেকে করতে পারছি না।
৮৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪১
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
৮৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
মাহবু১৫৪ বলেছেন: সকাল সকাল ব্লগে এসেই খবরটা পেলাম।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
৮৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২
সবুজ মেঘ বলেছেন: উইকিপিডিয়া বলচে জিল্লুর েহমান দেশের ১৬তম প্রেসিডেন্ট ছিল।
Click This Link
৮৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
হাসান খা বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
লেখক ভাই উনি ১৯ তম রাষ্ট্রপতি ছিলেন। ঠিক করেন তাড়াতাড়ি...
৯০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
রাতুল রেজা বলেছেন: আল্লাহ তাকে বেহেস্তে নসিব করুন। একমাত্র রাজনীতিবিদ বেচে ছিলেন যাকে সব দলের মানুষ শ্রদ্ধা করত।
৯১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
ফজলে রাব্বি জেমস বলেছেন: আল্লাহ তাকে বেহেশত বাসী করুক।
৯২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮
আরজু পনি বলেছেন:
ইন্নানল্লিাহিওয়া ইন্নাইলাইহে রাজেউন...প্রয়াত রাষ্ট্রপতির আত্নার মাগফেরাত কামনা করছি।
৯৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
সবুজ মেঘ বলেছেন: উইকি পিডিয়ার লিস্ট অনুনারে ১৭ তম.... (তবে উইকিপিডিয়ায় ১ ও ৪ কে এক ধরায় ১৬ তম দেখায়)
1 Sheikh Mujibur Rahman (1920–1975) 17 April 1971 12 January 1972
2 Abu Sayeed Chowdhury (1921–1987) 12 January 1972 24 December 1973
3 Mohammad Mohammadullah (1921–1999) 24 December 1973 25 January 1975
4 Sheikh Mujibur Rahman (1920–1975) 25 January 1975 15 August 1975
5 Khondaker Mostaq Ahmad (1918–1996) 15 August 1975 6 November 1975
6 Abu Sadat Mohammad Sayem (1916–1997) 6 November 1975 21 April 1977
7 Ziaur Rahman (1936–1981) 21 April 1977 30 May 1981
8 Abdus Sattar (1906–1985) 30 May 1981 24 March 1982
9 Ahsanuddin Chowdhury (1915–2001) 27 March 1982 10 December 1983
10 Hussain Muhammad Ershad (1930–Present) 11 December 1983 6 December 1990
11 Shahabuddin Ahmed (1930–Present) 6 December 1990 10 October 1991
12 Abdur Rahman Biswas (1926–Present) 10 October 1991 9 October 1996
13 Shahabuddin Ahmed (1930–Present) 9 October 1996 14 November 2001
14 Badruddoza Chowdhury (1932–Present) 14 November 2001 21 June 2002
15 Muhammad Jamiruddin Sarkar (1931–Present) 21 June 2002 6 September 2002
16 Dr.Iajuddin Ahmed (1931–2012) 6 September 2002 12 February 2009
17 Zillur Rahman (1929–2013) 12 February 2009 - 20 March 2013
৯৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৪
হোসেন মনসুর বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
৯৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৪
হারুন সুজন বলেছেন: স্টিকি করার আগে উনি ১৮তম না ১৯তম এটা দেখা মডারেটরদের দায়িত্ব ।
অতিদ্রুত ঠিক করুন অথবা স্টিকি থেকে আউট করুন
৯৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫
আলাদীন বলেছেন: aaaaahhhhhhhhhh……..
৯৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯
শরৎ চৌধুরী বলেছেন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের পর জিল্লুর রহমানই রাষ্ট্রপতি থাকা অবস্থায় মারা যান। দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে ২০০৯ সালে শপথ নেন তিনি।
Click This Link
কোবিদ তথ্যগত ত্রুটিটি ঠিক করুন জলদি।
৯৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২২
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন:
৯৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৩
বাংলার হাসান বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
১০০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৩
ইউরো-বাংলা বলেছেন: বিডি আইডল বলেছেন: এই পোষ্টটা ঠিক কি কারণে স্টিকি হলো? কিছুদিন আগে প্রয়াত প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন যখন মারা যান সামু কি সে খবরের পোষ্ট স্টিকি করেছিলো?
জিল্লুর রহমানের প্রেসিডেন্ট হিসাবে সফলতা ছিলো আদালত কর্তৃক খুনের সাজা পাওয়া ২৩ জনকে ক্ষমা করা। মুসলিম হিসাবে মৃতের পর আমরা কামনা করি সবাই মাগফেরাত পাক...কিন্তু যেইসব অপরাধের সাজা তিনি মাফ করেছেন, সেইসব অপরাধে যারা ভুক্তভোগী, তারা আজকের দিনি কি দোয়া করছেন সেটা জানতে মন চায়।
১০১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
নস্টালজিক বলেছেন: ইন্নানল্লিাহিওয়া ইন্নাইলাইহে রাজেউন!
আমরা সবাই রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার কাছে প্রত্যাবর্তনকারী!
প্রয়াত রাষ্ট্রপতির আত্নার মাগফেরাত কামনা করছি।
১০২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ইন্নালিল্লাহে .........রাজিউন। আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন।
রাজনীতিবিদরা উনার মত সৎ, দলের প্রতি অবিচল, নেতৃত্বের বিশ্বাসভাজন হতে পারতেন তাহলে বাংলায় মীরজাফর, মোস্তাকদের জন্ম হতো না। বাংলা প্রকৃতপক্ষেই সোনার বাংলা হয়ে উঠতো।
বর্তমান স্বার্থান্ধ রাজনীতিবিদদের তার মত ব্যাক্তিত্বের কাছ থেকে শিক্ষা গ্রহন করা দরকার। যাদের অনেকেই ব্যাক্তিস্বার্থের জন্য আজ এদল কাল ওদল করতে এক মুহুর্তও ভাবেন না। দলের নেতৃত্বের সাথে বিশ্বাসঘাতকতা করতেও যাদের অনেকেরই একটুও ভাবার দরকার হয় না।
১০৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
জানা বলেছেন:
ভূলটি পোস্টদাতা হয়তো লক্ষ করেননি। সংশোধিত না হওয়া পর্যন্ত সবারই অস্বস্তি হচ্ছে। আবার আমরাও অন্যের পোস্ট এডিট করতে পারি না। আশা করছি পোস্ট লেখক তাড়াতাড়িই ফিরে আসবেন।
২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৩
কোবিদ বলেছেন: ধন্যবাদ জানা আপু,
বর্র্ষীয়ান রাজনীতিবিদ ও বাংলাদেশের সদ্য প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ছিলেন দেশের ১৮তম রাষ্ট্রপতি, মতান্তরে ১৯তম। কারণ বিচারপতি আব্দুস সাত্তার (অস্থায়ী) ৩০.০৫ ১৯৮১ হতে ২০.১১.১৯৮১ ইং এবং পরে স্থায়ী হিসেবে বিচারপতি আব্দুস সাত্তার ২০.১১.১৯৮১ হতে ২৪.০৩.১৯৮২ ইং পর্যন্ত ২ বার দায়িত্ব পালন করেছেন। সে হিসেবে জিল্লুর রহমান ১৯তম রাষ্ট্রপতি তবে সর্বজন স্বীকৃত হচ্ছে তিনি ছিলেন দেশের ১৮তম রাষ্ট্রপতি।
তবে তিনি কততম রাষ্ট্রপতি ছিলেন সেটা মূখ্য নয়। তাঁর মহাপ্রায়ণে জতি অভিবাবক শূন্য হল যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি
১০৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১০
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: প্রয়াত রাস্ট্রপতি জিল্লুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করছি । আল্লাহ যেন উনাকে বিনা হিসাবে জান্নাত বাসী করেন ।
১০৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৮
আমিনুর রহমান বলেছেন:
তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি। আল্লাহ্ তাকে বেহেশত নসীব করুন
১০৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: প্রয়াত রাষ্ট্রপতির আত্নার মাগফেরাত কামনা করছি।
১০৭| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৫
নির্ভীক আহসান বলেছেন: আত্মার মাগফেরাত কামনা করছি । আল্লাহ যেন উনাকে জান্নাত বাসী করেন ।
@ জানা'পুকে ধন্যবাদ, ভুলটির দিকে নজর দেয়ার জন্য। কারণ স্টিকি পোস্ট এর দিকে সবারই নজর থাকে, তাও আবার হেডলাইন(যেখানে না চাইলেও চোখ চলে যায়)
১০৮| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪০
মামুন হতভাগা বলেছেন: বিষয় টা হল, প্রেসিডেন্ট হিসেবে বিচারপতি আব্দুস সাত্তার (অস্থায়ী) ৩০.০৫ ১৯৮১ হতে ২০.১১.১৯৮১ ইং এবং পরে স্থায়ী হিসেবে বিচারপতি আব্দুস সাত্তার ২০.১১.১৯৮১ হতে ২৪.০৩.১৯৮২ ইং পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ নবম ও দশম রাষ্ট্রপতি হলেন বিচারপতি আব্দুস সাত্তার।আর সেই হিসাবে সদ্যপ্রয়াত জিল্লুর রহমান ১৯তম রাষ্ট্রপতি।
১০৯| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
নীল জানালা বলেছেন: এই লোকের মৃত্যুতে আমার প্রাথমিক উপলব্ধি:
জিল্লুরকে সবাই তৈলুর ডাক্তো কারন সে ছিল তেলচুপচুপা।
মানুষ মাত্রই মরনশীল, তবে বাংলাদেশের রাজনিতিবিদগুলা হয়তো সেইটা ভুইলাই গেসে। ওরা যেভাবে দুই হাতে দেশ এবং জনতারে লুটপাট কৈরা সম্পদের পাহাড় বানাইতাসে তা দেইখ্যা মনে হয় যে শয়তনগুলা বুঝি কয়েক হাজার বছর বাঁচবো। যাক, এক্টা কমলো....ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
এমনিতে জিল্লুর কাগু লুক খারাপ আসিলনা। তবে উনার জন্ম হৈসিল মেরুদন্ড ছারা।
প্রথমবার যখন কোন বাংগালির কমেন্টে পড়লাম "দূরে গিয়া মর" কথাটা তখন খুব শকড হৈসিলাম। এখন বুঝলাম কাদের উদ্দেশ্যে কথাটা বলা হয়। উনারা সবাই দেখি দুরে গিয়াই মরেন। কারন দেশে উনারা সাধারন মানুষের বাঁচার মত এবং নিজেদের মরার মত অবস্থা রাখেন নাই
১১০| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:০০
নীল জানালা বলেছেন: আওয়ামী ঘেঁষা খুনিদের জন্য উনার দি ছিল অনেক উদার। জনৈকা নেত্রীর দন্ডপ্রাপ্ত খুনী সন্তানের জাজা নি মওকুফ করে দিলেন কি এক জাদুর বলে। আহা.... সব রাজনিতিবিদের উচিৎ উনার কাছ থেকে শিখা
এজন্যেই জনৈক সচেতন ব্লগার বলেন: রাজনীতিবিদরা উনার মত সৎ, দলের প্রতি অবিচল, নেতৃত্বের বিশ্বাসভাজন হতে পারতেন তাহলে বাংলায় মীরজাফর, মোস্তাকদের জন্ম হতো না। বাংলা প্রকৃতপক্ষেই সোনার বাংলা হয়ে উঠতো।
অপরজন বলেছেন: আল্লাহ যেন উনাকে বিনা হিসাবে জান্নাত বাসী করেন ।
১১১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮
কালো স্বপ্ন বলেছেন: রাজনীতির এই দুঃসময়ে জিল্লুর রহমানের মত একজন মানুষের খুব দরকার ছিল।আল্লাহ এই মহান রাজনীতিবিদকে বেহেস্ত নসীব করুক।আমীন।
১১২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৩
মামুন হতভাগা বলেছেন: নীল জানালা,আপনার জন্য করুণা হয়।গেট ওয়েল সুন
১১৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৬
শহীদ উল্লাহ (কিরণ) বলেছেন: তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি। আল্লাহ্ তাকে বেহেশত নসীব করুন
১১৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: জিল্লুর রহমান ও আইভি রহমান মৃত্যূর পূবক্ষন পর্যন্ত আওয়ামীলীগের সেবা করে গেছেন। এই পরিবারটি কখনও আওয়ামীলীগের সাথে বেঈমানি করেন নাই।
এই যুগে এই রকম মানুষ পাওয়া প্রায় দূর্লভ।
আল্লাহ তাদের বেহেশ্ত নাসিব করুক এই প্রার্থনা করি।
১১৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২
হুমায়ূন কবির বিদ্যুৎ বলেছেন: দৃষ্টি আকর্ষন করছি সকলের ।
জিল্লুর রহমান বাংলাদেশের ১৯ তম প্রেসিডেন্ট ।
এই পোস্টের শিরোনামটা বদলে দিন।
মানুষ যাতে ভুল তথ্য না পায় ।
ধন্যবাদ ।
২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৮
কোবিদ বলেছেন: আপনার অবগতির জন্য জানাচ্ছি যে,
উইকিপিডিয়ার তথ্য মতে,
"বাংলাদেশের রাষ্ট্রপতি"
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪-দলীয় মহাজোট বিপুল ভোটে জয়লাভ করে। নবম জাতীয় সংসদে জিল্লুর রহমান সংসদ উপনেতা নির্বাচিত হন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ তাঁকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০০৯ সালে বাংলাদেশের ১৮-তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং ১২ ফেব্রুয়ারি ২০০৯ শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশের ১৭-তম রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের মেয়াদ ছিল ২০০৭ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত। নবম সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ায় তার মেয়াদও দীর্ঘায়িত হয়।"
দেখুনঃ
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান
১১৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:২৩
রুদ্র মানব বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুক।
১১৭| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৭
অদ্ভূত বলেছেন: আল্লাহ তাকে বেহেশত নসিব করুক... আমীন। @নীল জানালা: একজন মৃত ব্যাক্তি সম্পর্কে আপনার সমালোচনা দেখে বিস্মিত না হয়ে পারলুম না।.. আল্লাহ আপনাকেও হেদায়েত দান করুক.. আপনার জন্যও আমীন।
১১৮| ২১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৯
াহো বলেছেন: রাজনীতির এই দুঃসময়ে জিল্লুর রহমানের মত একজন মানুষের খুব দরকার ছিল।আল্লাহ এই মহান রাজনীতিবিদকে বেহেস্ত নসীব করুক।আমীন।
---------------------------------------------------------------------------
ডাউনলোড মুক্তিযুদ্ধের দলিলপত্র (০১ থেকে ১৫ খন্ড) ---মুক্তিযুদ্ধের প্রায় ১২০০০ পাতার দলিলপত্র
Direct Download Link
Please Share
Click This Link
Click This Link
১১৯| ২১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১২০| ২১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৮
বৈকুন্ঠ বলেছেন: @অদ্ভুত,,, আজকে কোন বিচারাধীন যুদ্ধাপরাধী মারা গেলে কি আপনি তার কুকর্মের কথা ভুলে যাবেন? তবে আর অপরাধীর ফাঁসি চায় কেন মানুষ? ফাঁসি হলেতো লোকটা মরে যাবে আর মরে গেলে তার সাত খুন মাফ হয়ে যাবে। আমাদের মন তারজন্য শোকে ভারাক্রান্ত হবে। বেকুবের দল বুঝলোনা যে মৃ্ত্যু একটা খুব স্বাভাবিক জৈবিক ব্যাপার। এতে এতোটা বিচলিত হওয়ার কি আছে? তার পরেও মানতাম যদি দেখতাম যে, লোকটা অকালে, অনাহারে, অনাদরে, অবহেলায় মারা গেসে।
আম্রা বাংগালিরা আসলেই অদভুত এবং উদ্ভট। আর তাই স্বাধীনতার চল্লিশ বছর পরেও দেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অংগনে পরাধীনতাকালীন সময়ের চাইতে বেশি অরাজকতা বিরাজ করছে। পুরা জাতির নৈতিক স্খলন আর অবক্ষয়ের কথা না হয় বাদ ই দিলাম। আর এই পরিনতির জন্য দায়ী বাংলাদেশের প্রত্যেকটা সক্রিয় রাজনৈতিক দলের নেতা কর্মি এবং তাদের চামচার দল। এদের জন্য কোন করুনা বা সহানুভুতি চামচা ব্যাতিত অন্য কারো মনে থাকা উচিৎ না। যতদিন ঐ বদের হাড্ডিগুলান থাকবো এবং যতদিন আমাদের মনে তাদের জন্য সহানুভুতি থাকবে ততদিন আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হবেনা। আমরা পরে পরে মার খাবো ওদের হাতে। ওরাই এখন ঐপনিবেশিক শোষকদের স্থান দখল করেছে। সত্যিকার মুক্তিযুদ্ধ হওয়া দরকার ওদের বিরুদ্ধে। ওরা সবাই রাজাকার, সবাই বিশ্বাসঘাতক নিমকহারাম। সবগুলারে এক জায়গায় দাঁড়া করায়া গুলি কৈরা কুত্তার মতন মারা দরকার। হারামির বাচ্চারা নিজেদের স্বার্থে দেশের বারোটা বাজায়া চৌদ্দটা বাজানোর তালে আছে।
মেজাজ মর্জি বহুত খারাপ। মানুষের মায়া কান্দন দেইখা মাথা ঠিক রাখন দায়।
১২১| ২১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩০
জেনারেশন সুপারস্টার বলেছেন: আইভি রহমানের হত্যার বিচারের রায় এবং রায় কার্যকর দেখে যেতে পারলে খুব ভালো লাগত।
১২২| ২১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩২
জেনারেশন সুপারস্টার বলেছেন: জাতির জনকের সঙ্গীসাথীরা হারিয়ে যাচ্ছেন ধীরে ধীরে।জাতি হিসেবে আমাদের প্রস্তুত হতে হবে সামনের দিনগুলোর জন্য।
১২৩| ২১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রকালীন সময়ের একজন রাষ্ট্রপতিকে হারানো বেদনার।
একজন বিশ্বস্ত ও স্থির রাজনীতিবিদকে হারানোর বেদনাও অনেক।
সবচে বড় কথা,
আমরা আরো একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালাম।
আমাদের মহাবীর মুক্তিযোদ্ধারা একে একে হারিয়ে যাচ্ছেন পর্দার ওপাড়ে।
এপাড়ে আলো আসবে, নাকি অন্ধকার- সেটার বিষয়ে এখন আর মুক্তিযোদ্ধারা নন, তাঁদের পরবর্তী প্রজন্ম নির্ধারণী পর্যায়ে যাবে।
তাঁর রুহের শান্তি এবং সার্বিক ক্ষমার জন্য কায়মনোবাক্যে প্রার্থনা করছি।
১২৪| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৪
ডাব্বা বলেছেন: ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাযেউন। আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন।
মেরুদন্ড হীন বাংলাদেশী রাস্ট্রপতিদের মধ্যে উনিই ছিলেন প্রথম মুকও বধির।
১২৫| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৩
চলতি নিয়ম বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
১২৬| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৮
সেলিম আনোয়ার বলেছেন: তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি.......
১২৭| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫১
লেখোয়াড় বলেছেন:
উনার আত্মা শান্তি পাক।
ধন্যবাদ কোবিদ।
১২৮| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: (ইন্না লিল্লাহি ------রাজেউন)
১২৯| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৬
অদৃশ্য বলেছেন:
তার আত্মার মাগফেরাত কামনা করছি...
১৩০| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫
শের শায়রী বলেছেন: ইন্নানল্লিাহিওয়া ইন্নাইলাইহে রাজেউন!
আমরা সবাই রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার কাছে প্রত্যাবর্তনকারী!
প্রয়াত রাষ্ট্রপতির আত্নার মাগফেরাত কামনা করছি।
১৩১| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪০
কোবিদ বলেছেন: সদ্য প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে যারা শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। বিশেষ করে ব্লগ পরিচালিকা জানা আপুকে ধন্যবাদ মন্তব্য করার জন্য
১৩২| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৮
আজনবী বলেছেন: ইন্নানল্লিাহিওয়া ইন্নাইলাইহে রাজেউন।
আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন।
১৩৩| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫১
তালপাতারসেপাই বলেছেন: এই ভুল তথ্য নিয়ে পোস্ট স্টিকি হয় কি করে? Click This Link
২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৪
কোবিদ বলেছেন: ধন্যবাদ তাল পাতার সেপাই আপনার মূল্যবান মন্তব্য ও তথ্যের জন্য।
আমি গত কাল এই পোস্টে লিখেছিলাম দেশের ১৯তম রাষ্ট্রপতি, তখন পাঠক এক বিজ্ঞ পাঠক
এর সংশোধনী আনতে বলেন, আমি সংশোধন করে ১৮তম লিখলাম। উইকিপিডিয়া মতে তিনি ১৮তম রাষ্ট্রপতি ছিলেন, সূত্র উপরে উল্লেখ করা হয়েছে।
মোহাম্মদ জিল্লুর রহমান অসুস্থ্য হয়ে সিংগাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাষ্ট্রপতির দ্বায়িত্ব পালন করছেন সংসদের স্পীকার, তিনি কি তবে দেশের ২০তম রাষ্ট্রপতি !! এবং এর পরে যিনি দেশের রাষ্ট্রপতি হবেন তিনি কী হবেন ২১তম রাষ্ট্রপতি!!
১৩৪| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৬
মো: আব্দুল্লাহ আল কাফি বলেছেন: তার আত্মার মাগফেরাত কামনা করছি...
১৩৫| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১০
আশফাক সুমন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ ওনার প্রতি রহ্ ম করুন ।
আছা, উনি কি দেশের ১৮তম নাকি ১৯তম রাষ্ট্রপতি ?
এই পোস্টের হেডলাইন আমাকে confused করেছে।
১৩৬| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৮
এসএমফারুক৮৮ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুক।
১৩৭| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪২
ফার্ুক পারভেজ বলেছেন: প্রথমবার যখন কোন বাংগালির কমেন্টে পড়লাম "দূরে গিয়া মর" কথাটা তখন খুব শকড হৈসিলাম।
এখন বুঝলাম কাদের উদ্দেশ্যে কথাটা বলা হয়।
উনারা সবাই দেখি দুরে গিয়াই মরেন। কারন দেশে উনারা সাধারন মানুষের বাঁচার মত এবং নিজেদের মরার মত অবস্থা রাখেন নাই।
আমিও এই কথার যথার্থতা অনুভব করিলাম।
১৩৮| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮
প্রসন্ন প্রহর. বলেছেন:
অাল্লাহ যেন তার আত্না কে শান্তি রাখেন
১৩৯| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
(ইন্না লিল্লাহি ------রাজেউন)
এদেশে ভালো মানুষের বড়ই আকাল। ১০ এ ১০ পাবার মতো মানুষ তো আশাই করা যায় না।
এ টু জেড সবাই যে দেশে খারাপ সে দেশে তিনি খুব যে বেশী খারাপ ছিলেন তা বলা যাবে না।
১৪০| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১
চেয়ারম্যান০০৭ বলেছেন: আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন।
১৪১| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪
মুজিব রহমান বলেছেন: জিল্লুর রহমান একজন ঐতিহাসিক রাষ্ট্রনায়ক। বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। ৮৪ বছর বয়সে চলে গেলেন। কিন্তু বাঙ্গালি জাতি তাকে মনে রাখবে আরো অনেক বছর। তিনি সহসী, সংসপ্তক। তার স্ত্রী নৃশংস হত্যার শিকার হয়েছেন। তার অনেক ঘটনা মনে পড়ছে।
আইভী রহমানের পিতা ছিলেন, ঢাকা কলেজের ডাকসাইটে অধ্যক্ষ। তাকে গিয়ে জিল্লুর রহমান সরাসরি আইভিকে বিয়ের প্রস্তাব দেন। সাহসী জিল্লুর আইভীকে জয় করেন।
এই মহান নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি।
১৪২| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪
মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন।
১৪৩| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: রাস্টিয় সম্মান এবং শ্রদ্ধায় তার মরদেহ শাহ জালাল আন্তর্জাতিক বিমান
বন্দর থেকে বঙ্গভবনে নিয়ে আসা হয় ।
আল্লাহ তাকে বেহেস্ত বাসি করুন
১৪৪| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭
বিষন্ন পথিক বলেছেন: এই মহান নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি।
স্টিকি পোষ্টের হেডিং বানান ভূল দেখতে খারাপ লাগে, দয়া করে ঠিক করে দিন।
১৪৫| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯
গ্রামের মানুষ বলেছেন:
পরম মমতায় এই নিপাট ভাল মানুষটিকে বিদায় জানালাম। জানিনা দেশের পরবর্তী ১নং নাগরিক যিনি হবেন তিনি জিল্লুর রহমানের মত এমন অভিভাবক হতে পারেন কি না!!!
১৪৬| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯
আশফাক সুমন বলেছেন: @ কোবিদ
"বর্র্ষীয়ান রাজনীতিবিদ ও বাংলাদেশের সদ্য প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ছিলেন দেশের ১৮তম রাষ্ট্রপতি, মতান্তরে ১৯তম। কারণ বিচারপতি আব্দুস সাত্তার (অস্থায়ী) ৩০.০৫ ১৯৮১ হতে ২০.১১.১৯৮১ ইং এবং পরে স্থায়ী হিসেবে বিচারপতি আব্দুস সাত্তার ২০.১১.১৯৮১ হতে ২৪.০৩.১৯৮২ ইং পর্যন্ত ২ বার দায়িত্ব পালন করেছেন। সে হিসেবে জিল্লুর রহমান ১৯তম রাষ্ট্রপতি তবে সর্বজন স্বীকৃত হচ্ছে তিনি ছিলেন দেশের ১৮তম রাষ্ট্রপতি।
তবে তিনি কততম রাষ্ট্রপতি ছিলেন সেটা মূখ্য নয়। তাঁর মহাপ্রায়ণে জতি অভিবাবক শূন্য হল যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি"----- ভাই কোবিদ, আপনার এই উক্তি পড়ে সব confusion চোলে গেছে।
ধন্যবাদ নিন- এটা আপনার প্রাপ্য।
১৪৭| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭
ইলিয়াছ বলেছেন: বাংলাদেশে রাজনীতি করে, অথচ বাংলাদেশের রাষ্ট্রপতি মারা জাওয়ার কোন প্রকার শোক জানায় না। এরা কারা? আবার তারা হরতাল দেয়।
১৪৮| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮
ইলিয়াছ বলেছেন: ইন্নানল্লিাহিওয়া ইন্নাইলাইহে রাজেউন!
১৪৯| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩
লোকমান বিন আলী বলেছেন: ইন্নানল্লিাহিওয়া ইন্নাইলাইহে রাজেউন।
১৫০| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮
এবং ব্রুটাস বলেছেন: উনার আত্নার মাগফেরাত কামনা করি।আমিন।
১৫১| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
মনুআউয়াল বলেছেন: বাংলাদেশ একজন প্রকৃত দেশপ্রেমিক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।রুচি ও প্রজ্ঞার প্রকট অভাবের এই সময়ে তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা পূরণ হওয়ার নয়।রাজনীতি করলেও প্রতিপক্ষকে আক্রমণাত্মক ও অশালীন মন্তব্য করতেন না। আমরা একজন গুণবান রাজনৈতিক যোগ্য অভিভাবক হারালাম।
১৫২| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহ তাঁকে বেহেশত নসীব করুন। তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
রাষ্ট্রপতির মৃত্যু ইতিমধ্যে একটা হরতাল প্রত্যাহারের সুখ দিয়েছে দেশকে। সরকার ও বিরোধী দলকে ইতিমধ্যে এক কাতারে দাঁড়াবার সুযোগ সৃষ্টি করে দিয়েছে।
একজন মহামান্য রাষ্ট্রপতির বিদায় সরকার ও বিরোধী দলের মধ্যে সংঘাতময় সংকট কাটিয়ে দেশকে কল্যাণের দিকে সামনে এগিয়ে নেবে- আজকে এ প্রার্থনা করছি।
১৫৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪
ভাল ছাত্র বলেছেন: প্রয়াত রাষ্ট্রপতির আত্নার মাগফেরাত কামনা করছি।
১৫৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৮
অনিক আহসান বলেছেন: দেশপ্রেমিক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
১৫৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৪
মিজানুর রহমান (মিজান) বলেছেন: দেশপ্রেমিক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
১৫৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৯
ইমটিয়াজ বলেছেন: আল্লাহ জান্নাত নসীব করুন।
১৫৭| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০
মুদ্রা সংগ্রাহক বলেছেন: ইন্নানল্লিাহিওয়া ইন্নাইলাইহে রাজেউন!
আমরা সবাই রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার কাছে প্রত্যাবর্তনকারী!
প্রয়াত রাষ্ট্রপতির আত্নার মাগফেরাত কামনা করছি।
১৫৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৮
ফার্ুক পারভেজ বলেছেন: তিনি তথাকথিত আওয়ামী রাজনীতিবিদদের মত এলোমেলো বা উস্কানীমূলক বক্তব্য দিতেন না, যে কয়দিন দেখেছি বক্তিত্ববানই মনে হল।
আল্লাহ উনাকে জান্নাতে নসীব করুন। আমীন।
১৫৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৯
অভুতপূর্ব বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুণ।আমীন।
১৬০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৪
প্রধান দুলাল বলেছেন: প্রয়াত রাষ্ট্রপতির আত্নার মাগফেরাত কামনা ও গভীর শোক প্রকাশ করছি।
১৬১| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৪
পিনিকেন্দ্র বলেছেন: উনার জন্য দোয়া আর আল্লাহর কাছে বেহেশত কামণা করছি।
১৬২| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৬
রাজুরনি বলেছেন: আমরা তার আত্নার মাগফেরাত কামনা করছি। এই মহান ব্যাক্তিকে বাংলাদেশের গনতান্ত্রিক রাজনীতিতে খুবই প্রয়োজন ছিল।
১৬৩| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯
মুহম্মদ রেজাউর রহমান বলেছেন: প্রয়াত রাষ্ট্রপতির আত্নার মাগফেরাত কামনা করছি।
১৬৪| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: লক্ষ মানুষের নিরব আকুলতায়
তার জানাযার নামায অনুষ্ঠিত হয় অশ্রু প্লাবিত , সর্বস্তরের মানুষের
অব্যক্ত বেদনা দোয়া চায় আল্লাহর দরবারে
রাস্টিয় মর্যাদায় তার মরদেহ
বাংলার বুকে যেন এক অভিভাবকের চির বিদায়
তার বিদেহি আত্মায় আমাদের শ্রদ্ধা
আল্লাহ তাকে বেহেস্ত বাসি করুন , আমিন
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২
সজীব৬১৪ বলেছেন: জয় বাংলা
আল্লাহ তাআলা তাহাকে বেহেশত নছিব করুন যদি তিনি ভালো কিছু করে থাকেন।
জয় বাংলা