নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ১লা বৈশাখ নববর্ষ আর একুশে টেলিভিশনের এয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী। ষড়যন্ত্র আর শত বাঁধা পেরিয়ে ১৪ বছরে পদার্পন করলো গণমানুষের প্রিয় চ্যালেল একুশে টেলিভিশন। ১৩ বছর আগে পূর্বে বাংলাদেশের গণমাধ্যম দিগন্তের সূচনা করে একুশে টেলিভিশন। সত্য আর সুন্দরের পূঁজারী হিসেবে গতানুগতিকতার প্রথা ভেঙ্গে এদিন পথ চলা শুরু করে একুশে টেলিভিশন। ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন সাজে আসছে একুশে টেলিভিশন।
বস্তুনিষ্ঠ সংবাদ ও নির্মল বিনোদনের মাধ্যমে ইতোমধ্যেই চ্যানেলটি জয় করেছে কোটি মানুষের আস্থা। বিশেষ বিশেষ দিবসে দর্শক-শ্রোতাদের কাছে বিশেষ অনুষ্ঠানমালা নিয়ে হাজির হচ্ছে একুশে টেলিভিশন। এরই ধারাবাহিকতায় এবং দর্শকদের চাহিদা বিবেচনা করে একুশে টেলিভিশন আগামী ১৪ এপ্রিল, ২০১৩ থেকে তার অনুষ্ঠানমালায় নিয়ে আসছে ব্যাপক পরিবর্তন।
একুশে টেলিভিশনের সংবাদসহ নিয়মিত অনুষ্ঠানে আসছে এই পরিবর্তন। এছাড়াও চলতি অনুষ্ঠানগুলো ঢেলে সাজানো হয়েছে এবং আরও নতুন নতুন বিনোদনমূলক ও তথ্যভিত্তিক অনুষ্ঠান, নাটক, চলচ্চিত্র দর্শকদের উপহার দেয়ার প্রতিশ্রুতি থাকছে। এই পরিবর্তনে দর্শক চাহিদা প্রাধান্য দেয়া হয়েছে।’
একুশের সাথে কোটি মানুষের ভালোবাসায় সফলভাবে একযুগ অতিক্রম করে পদার্পণ করলো চতুর্দশ বর্ষে। আমরা প্রিয় এই চ্যানেলের উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১০
হাসানুর বলেছেন: suveccha roilo.
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫
মদন বলেছেন: +