নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগল
পাগল কোথায় কেবা পাগল
ভাবছি বসে নির্জনে,
কোথায় গেলো পাগল পাবো
নগর কিংবা দূর বনে।
আমি পাগল তুমি পাগল
পাগল ভরা দুনিয়া,
কোন পাগলের খোঁজ চাও তুমি
কওনা আমায় খুলিয়া।
পাগল আছে হরেক রকম
ভাবে কেবল নিজেকে,
পরের কথা ভেবে ভেবে,
বাড়ায় নিজের পুঁজিকে।
কোন পাগল চায় যে যেতে
সব মানুষের অন্তরে,
সেই পাগলের খোঁজে আমি
ঘুরছি নগর বন্দরে।
বিঃদ্রঃ শুনুন আমার প্রিয় ব্লগার আব্দুল হাকের সুরারোপিত কম্পোজ করা
পাগল
২| ২০ শে মে, ২০১৩ রাত ২:১৪
প্রিন্স হেক্টর বলেছেন: ভাল হইছে ভাই, পাগলের প্রলাপের মত হইছে
@ সামুর কতৃপক্ষ, ছবি ঘুলা আসে ক্যান? ঠিক করেন জলদি।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
বোকামন বলেছেন:
চমৎকার !!