নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি স্নাত সকালের বিক্ষিপ্ত ভাবনা

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৩৬

"বৃষ্টি স্নাত সকালের বিক্ষিপ্ত ভাবনা"

নূর মোহাম্মদ নূরু



বর্ষন মূখর সকাল পথ ঘাট ডুবে একাকার,

কর্ম ব্যস্ত নগরী থমকে গেছে, প্রভাতে রাতের আধার।

রিকসার টুংটাং শব্দ থেমগেছে, কোলাহল নাই নিত্য দিনের মতো,

তবুও কিছু মানুষ ঘর ছাড়ে, জীবিকার সন্ধানে প্রকৃতি বিরুপ হোক যতো।



যগতের প্রাণিকুল ক্ষুন্নিবৃত্তি নিবারণে মানেনা কোন আইন,

অসহায় জঠরের কাছে পরাজিত হয়, মানেনা কোন শাসন।

তাই আইন ভাঙ্গে, প্রকৃতির সাথে লড়াই করে নিবৃত করে ক্ষুধা,

তাই আজ বিরূপ প্রকৃতিও হতে পারেনাই তাদের কোন বাধা।



গৃহে তার রয়েছে কেহ ক্ষুধায় কাতর, কিংবা পিড়িত আপন জন,

অথবা অপেক্ষায় পথ চেয়ে তার কোন প্রিয়তম প্রিয়জন।

প্রকৃতি তবে রূধিবে কেমনে, যতই বিরূপ হোক তার আচরণ,

সে দূরন্ত, নির্ভিক তার কাছে পরাজিত সব বাধা অথবা আইন।



দূর্যোগ ঠিকই কেটে যাবে, সূর্য্য হাসবে আবার,

হাসি আনন্দে উবে যাবে সব, লাঘব হবে ব্যাথার।

রানা প্লাজার ধ্বংস লিলা কিংবা আগুনের তাজরিন,

কয়েকদিন শুধু কাঁদাবে মোদের, থাকবেনা চিরদিন।



আজকের এই বর্ষা প্রাতে ভিজে যত মানবতা,

সকল শিশুর অভায়রণ্য পাশে আছে পিতা মাতা।

সৃষ্টিকর্তা সহায় মোদের, দূর্য়োগ অবসান হবে,

তাঁর দয়া আমাদের পাথেয় হয়ে রবে।



নূর মোহাম্মদ নূরু

ঢাকা-বৃহস্পতিবার

০৯ মধুমাস'১৪২০



(বিঃদ্রঃ আমি কবি নই, তবে ইদানিং ব্লগে অসংখ্য অসাধারণ কবিদের জন্য উৎসর্গকৃত আমার আজকের বৃষ্টি স্নাত সকালের বিক্ষিপ্ত ভাবনা)

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৪৪

খেয়া ঘাট বলেছেন: আপনার কবিতাটা মন ছুঁয়েছে।
তবে মাঝে মাঝে কিছু ছন্দ পতন হয়েছে।

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৫৯

কোবিদ বলেছেন: সেটা আমার সীমাবদ্ধতা,
কারণ আমি কবি নই
ভালো লাগার জন্য ধন্যবাদ

২| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:২৩

গোবর গণেশ বলেছেন: কবিতা পড়ার অভ্যাসটা করতে পারিনি, তবে আপনার এই কবিতাটা পড়ে ভালো লেগেছে।

২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৪২

কোবিদ বলেছেন: দুঃখিত ভাই আমি কিন্তু কবি নই,
এটা আমার আজকের সকালের বৃষ্টিতে
চারিপাশের কিছু বিক্ষিপ্ত দৃশ্য তুলে ধরার
ব্যার্থ প্রয়াস। কবিতায় ছন্দ তাল লয় থাকতে
হয় কিন্তু আমার কবিতায় তা পদে পদে পতন
হয়েছে। তাই কবিতা বোদ্ধাদের কাছে ক্ষমা
চেয়ে নিচ্ছি। তবে ভালো লাগার জন্য আপনার
প্রসস্ত মনকে ধন্যবাদ জানাচ্বিছ।

৩| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৭

বোকামন বলেছেন:





কৃতজ্ঞতা ভাই !
একজন সাধারণ মানুষ আপনার কবিতায় তারই ভাষা খুঁজে পেল।
ভালো থাকা হোক ......

ধন্যবাদ।

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

কোবিদ বলেছেন: আমি একজন অতি ক্ষুদ্র ও অতি সাধারণ মানুষ তাই
হয়তো সাধারণ মানুষের কথাই তুলে ধরেছি আমার
মতো করে। ধন্যবাদ বোকা মন, অতি উচ্চ মার্গের
মন্তব্যের জন্য। ভালো থাকবেন

৪| ২৩ শে মে, ২০১৩ রাত ৯:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: বৃষ্টি স্নাত সকালের বিক্ষিপ্ত ভাবনা গুলো খুব সুন্দর একটা কবিতার জন্ম দিয়েছে ! শুভকামনা !

২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:১৮

কোবিদ বলেছেন: ধন্যবাদ অভি
অনুপ্রেরণা দেবার জন্য

৫| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৯

আরজু পনি বলেছেন:

প্রতিদিনের মতো...
ভেবেছিলাম আপনার কাছ থেকে জাতীয় কবিকে নিয়ে একটা পোস্ট পাবো, তা্ই আমি নিজে আর রেডি করিনি কিছু।

২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:১৭

কোবিদ বলেছেন:
সামু এই দিন আমার সাথে বিমাতাসুলভ আচরণ করেছে ভাইয়া।
শত চেষ্টা করেও আমার নিকে লগইন করতে পারিনাই। তাই রেডি
থাকা সত্বেও জাতীয় কবি নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তীতে
পোস্ট প্রকাশ করা সম্ভব হয় নি। আমি সত্যিই দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.