নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কান নিয়েছে চিলে
কোবিদ
চিল নিয়েছে কানটা শুনে
ছুটছি চিলের পিছে,
সারাটি দিন ছোটাই হলো
দিনটা গেলো মিছে।
কানের দুঃখে কাঁদছি বসে
গালে দিয়ে হাত
মুখ দেখানো আর যাবেনা
চলে গেলো জাত।
কান ছাড়া যে মান রাখা দায়
কান হারিয়ে কাঁদি
চোঁখের জলে ভাসছি আমি
উঠোন হলো নদী।
ছোট্ট শিশু খেলার ছলে
কানে দিলো হাত
খুশি হলাম কান টানাতে
ফিরে পেলাম জাত।
শোনা কথায় ফাল পেড়োনা
মোটা মাথার দল
নিজের উপর ভরসা রাখো
নিজের বলই বল।
প্রকাশ কালঃ
ঢাকা, বৃহস্পতিবার
২৯ জুন'২০১৩ ইং
০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০১
কোবিদ বলেছেন:
খুব ভালো লাগলো!!
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:১১
স্বপ্নবাজ অভি বলেছেন: শোনা কথায় ফাল পেড়োনা
মোটা মাথার দল
নিজের উপর ভরসা রাখো
নিজের বলই বল।