নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

ভাল্লাগেনাঃ ছড়া

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:২৭



ভাল্লাগেনা কিছুই

কোবিদ



বাঁচতে আর সাধ জাগেনা

ভাল্লাগেনা আর কিছু।

সব কিছুই তিক্ত কটু,

ভেজাল ছারছে না পিছু।



খাটি গরুর দুধ পাওয়া যায়

যায়না পাওয়া খাটি দুধ,

ধারে টাকা যায়না পাওয়া,

পাওয়া যাবে দিলে সুদ।



ফল-মূলেতে বিষ দেওয়া হয়,

লাভের কড়ি তুলিতে।

বিষ খেয়ে যে মরছে মানুষ,

পারছিনা তা ভুলিতে।



স্বার্থ ছাড়া প্রিয়জনও,

চায়না কথা বলিতে।

টাকার লোভে মানুষ কেন,

অন্ধকারের গলিতে।



দেখে শুনে ঘৃনা লাগে,

স্বাধ জাগেনা বাঁচিতে।

সুন্দর ধরা নষ্ট হলো,

অসাধুদের দৌরত্বে।



তার পরেও বেঁচে আছি,

আছে যেমন অন্য জন।

ভেজাল প্রুফ হয়ে গেছি,

তাইতো যেন নাই মরণ।



আসবে সুদিন ঘুচবে কালো,

সেই আশাতে নিশি দিন।

অপেক্ষাতে আছি আমি,

আসাবে কবে শুভ দিন।



প্রকাশ কালঃ

ঢাকাঃ বৃহস্পতিবার

৪ জুলাই'২০১৩ইং

মন্তব্য ৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১

~মাইনাচ~ বলেছেন: ভেজালে ভরে গেছে মানুষের মন

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩

আমিনুর রহমান বলেছেন:



তার পরেও বেঁচে আছি,
আছে যেমন অন্য জন।
ভেজাল প্রুফ হয়ে গেছি,
তাইতো যেন নাই মরণ।


শুধু ভেজাল আর ভেজাল :(

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১

শুঁটকি মাছ বলেছেন: ভালা লিখছেন!!!!!!!!!!

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫

মাক্স বলেছেন: সুন্দর, ছান্দিক!

৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:১৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ++++++++++++

৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৫৮

ফারিয়া বলেছেন: কথা সত্য, তবে তীব্র;
লেখা সুন্দর, তবে নয় নব্য।
অনেক ভাবায় এসব, কে কাকে বোঝাবে?

৭| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩০

দূরে থাকা মেঘ বলেছেন: মনটাই খারাপ হলো।
ভালো হয়েছে।

৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৯

একজন আরমান বলেছেন:
তার পরেও বেঁচে আছি,
আছে যেমন অন্য জন।
ভেজাল প্রুফ হয়ে গেছি,
তাইতো যেন নাই মরণ।


ভালো লাগলো দেশি ভাই। :)

৯| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতা ভাল হইল
শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.