নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

সমান অধিকার ! (ছড়া)

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০০

সমান অধিকার ! (ছড়া)





নারী পুরুষ বাড়ছে বিভেদ,

চাইছে সমান অধিকার।

ধর্মে আছে সঠিক নিয়ম,

অভাব শুধু বুঝিবার।



এক পুরুষের স্বাক্ষী সমান

নারীর স্বাক্ষী দুই জনার।

দুই নারীর মর্যাদা পায়,

পুরুষ স্বাক্ষী একজনের।



সৃষ্টি কর্তার বিধান এটি

কেন মিছে বিভেদ ভাই।

সৃষ্টি যাহার বিধান তাহার

এ সত্যটি মানা চাই।



অজ্ঞতায় না বুঝিলে

সত্য কী আর মিথ্যা হয়,

থাকবে নিজের অবস্থানে

কারো সাথে বিরোধ নয়।



থাকলে নিজের অবস্থানে

দৃঢ় হয় অধিকার,

বেশী কিছু পেতে গেলে

বেড়ে যাবে অত্যাচার।



নারী মাতা, নারী প্রিয়া

সকলেরই জানা তা,

তসলিমারা বিবাদ করে

নষ্ট করে সমতা।



নারী পুরুষ বন্ধু সবার

শত্রু কেন ভাবতে হবে?

ভালোবাসায় সংসারটা

স্বর্গ সুখে ভরে রবে।



প্রকাশ কালঃ

ঢাকাঃ সোমবার, ০৮ জুলাই'২০১৩ইং



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: নর আর নারি
জদতের গড়ি
ইসলামে রয় তার সমান বিধান
রাখ ঢাক ভাবে চললে হবে মুক্তি ও কল্যান

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪

কোবিদ বলেছেন:

ধন্যবাদ পরিবেশ বন্ধু
আমরা ধর্ম থেকে যোজন যোজন
দূরে তাই না বুঝে বিবাদে জড়াই।

২| ০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার !
ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে , পৃথিবীর অন্য কোন ধর্ম তার ধারে কাছেও নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.