নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন ক্ষনস্থায়ী। পৃথিবীতে সব চেয়ে কঠিন ও সত্য কথা হলো জন্মিলে মরিতে হবে। অথচ এই অমোঘ চির সত্য কথাটি আমরা ভুলে যাই দুনিয়ার মোহে!
মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর পাক কোরআনে বলেন "তোমরা যেখানেই থাক না কেন; মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও। বস্তুতঃ তাদের কোন কল্যাণ সাধিত হলে তারা বলে যে, এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর যদি তাদের কোন অকল্যাণ হয়, তবে বলে, এটা হয়েছে তোমার পক্ষ থেকে, বলে দাও, এসবই আল্লাহর পক্ষ থেকে। পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে, যারা কখনও কোন কথা বুঝতে চেষ্টা করে না।" (সূরা আন নিসা (মদীনায় অবতীর্ণ), আয়াত সংখ্যা ৭৮)
ক্ষনস্থায়ী জীবনে সুখ দুঃখ, পাওয়া না পাওয়ার বেদনা নিত্য সঙ্গী। তবে কিছু সাধারণ নিয়ম মেনে চললে জীবনে সুখী হলেও হতে পারেন। এর মধ্যে কয়েকটি সহজ উপায় হলোঃ
০১।সর্বাবস্থায় সৃষ্টিকর্তা ও তাঁর প্রেরিত রাসুল (সঃ) কে স্মরণ রাখতে হবে
০২। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথাটি ভুলে থাকা চলবেনা
০২। নিজের যোগ্যতা সন্বন্ধে সঠিক ধারণা থাকাতে হবে
০৩। যা থেকে পরিত্রান পাবেন না, তা সহ্য করে নিতে হবে
০৪। নিজেকে ছোট ভাবা যেমন ঠিক না ,
০৫। তেমনি নিজেকে বড় ভাবা ঠিক না
০৬। নেতিবাচক চিন্তা ও কাজ থেকে নিজেকে বদলাতে হবে
০৭। স্বীকৃতির জন্য কামনা করা পরিহার করতে হবে
০৮। ক্ষমা করে মনে রাখা যাবেনা
০৯। হিংসা কে মাটি চাপা দিতে হবে
১০। সাধ্যাতীত কাজ এড়িয়ে চলতে হবে
১১। অন্যের কাজে নাক গলানো যাবেনা
১২। মনকে শুন্য রাখা যাবেনা
১৩। অতীত নিয়ে ভাবনা ত্যাগ করতে হবে
১৪। আর কিছু চাইতে হলে একাগ্র চিত্তে কেবল মাত্র সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে।
উপরোক্ত উপায়গুলো বিশ্বাসের সাথে মনে রাখলে আশা করা যায় ক্ষনস্থায়ী জীবনে সুখী হওয়া সম্ভব।
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫
কোবিদ বলেছেন:
ঘন্যবাদ আপনাকে, আল্লাহ আপনার সহায় হোক।
আপনি এর সাথে যোগ করতে পারেন
"লা-ইলাহা, অস্তাগ ফিরুল্লাহ
আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতি
ওয়া নাউজুবিকা মিনান্নার।"
২| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০০
বিশ্বাস করি 1971-এ বলেছেন: লেখা ঠিকমত আসে নাই। ঠিক করে দেন মিয়া।
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৩
কোবিদ বলেছেন:
আপনি এ বিষয়ে আমাকে সাহায্য করতে পারেন !!
কোথায় ঠিক মতো আসে নাই বা ছন্দ পতন হয়েছে
বলে আপনার ধারণা ??
৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: চম ৎকার পোস্ট । ভাল লেগেছে গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর পোস্ট ।
০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩১
কোবিদ বলেছেন:
ধন্যবাদ আনোয়ার ভাই
পোস্টে মন্তব্য প্রদান করে
উৎসাহিত করার জন্য
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
আমি ভাল থাকতে সবসময়
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সোবহানাল্লাহ আল্লাহু আকবার পড়তে পছন্দ করি
ভালো একটি পোস্টের জন্য ধন্যবাদ.............
দোয়া করি সবসময় ভালো থাকবেন..........