নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

কফি হাউজের সেই আড্ডায় আর আসবেন না মান্না'দেঃ কিংবদন্তি কণ্ঠ শিল্পী মান্না'দের চির বিদায়

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৯



উপমহাদেশের সংগীত জগতের মহান কিংবদন্তী মান্না'দে ৯৪ বছন বয়সে আজ ভারতের স্থানীয় সময় ভোর সাড়ে তিনটায় Bengaluru হসপিটালে মারা যান। গত কয়েক মাস যাবত তিনি ফুসফুসের সংক্রামন ও মূত্রাশয়জনিত জটিলতায় ভুগছিলেন। গতকাল বুধবার তার অবস্থার অবনতি হলে হাসপাতালের নিবিড় পিরিচর্যা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল তাকে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার কন্যার বাসায় একসাথে বসবাস করছিলেন। হাসপাতালে ভর্তি হলে পশ্চিম বঙগের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সাথে শেষ সাক্ষাৎ করেন।



মান্নাদে'র পারিবারিক নামঃ প্রবোদ চন্দ্র দে, জন্ম ১৯২১ সালের পহেলা মে। খুব ছোটবেলায় তার সঙ্গীতে হাতেখড়ি হয়েছিল। ১৯৪২ সালে তামান্না ছবিতে প্লেব্যাক শিল্পী হিসাবে যাত্রা শুরু করে তিনি সংগীতের জগৎ আলোকিত করে রাখেন। ১৯৪২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত চলচ্চিত্রের জন্য তিনি চারহাজারের উপর গান করেছেন। আর ১৯৫৩ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ছিলো তাঁর সংগীতে হিরন্ময় যুগ। বাংলা ও হিন্দি গানের পাশাপাশি তিনি ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। আওয়ারা, বুটপালিশ, শ্রীমতি ৪২০, মেরি নাম জোকার, পারদেশী, কাবুলীওঢালা, সীতা আউর গীতা প্রভৃতি চলচ্চিত্রের তার অসংখ্য গান অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল । ’কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, যদি কাগজে লিখো নাম, আমায় চিনতে কেন পারছো না ইত্যাদি তার বিখ্যাত কয়েকটি গান।



সঙ্গীত জীবনে ১৯৭১ সালে তিনি ইন্ডিয়ার সরকার সংগীতের এ মহানায়কে পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মভূষণ আর ২০০৭ সালে Dadasaheb Phalke পুরস্কার,ফিল্মফেয়ার এওয়ার্ড সহ অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন।



উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে দীর্ঘ রোগভোগের পর আজ সকালে বেংগুলুরে মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা এই মহান শিল্পীর আত্মার চির শান্তি কামনা করছি।

শাওনও রাতে যদি স্মরণে আসে মোরে

মান্না'দের গাওয়া আমার একটি প্রিয় গানঃ শাওনও রাতে যদি স্মরণে আসে মোরে। প্রিয় মান্না'দে তোমাকে সব সময় স্মরণে আসবে আমাদের।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৪

কামরাজ বলেছেন: কিংবদন্তী সংগীতশিল্পী মান্না দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার সদগতির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করছি

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৮

সোহানী বলেছেন: যখন খুব মন খারাপ হয় মান্না দে বা হেমন্ত সেই সময়টা সঙ্গ দেয়... আর পাবোনা তাকে কখনই...হয়তো অজানা ভুবনে আবার দেখা হবে.. জানি না। খুব মন খারাপ লাগছে...

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: যার গানগুলো পুরোনো হয়নি। শ্রদ্ধাঞ্জলী সুপ্রিয় মান্না দে

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৯

এহসান সাবির বলেছেন: মান্না দের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।
তার আত্মা শান্তি পাক।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫

অস্পিসাস প্রেইস বলেছেন:

অপেক্ষায় ছিলাম। জানতাম আজকে এই টপিকে লিখবেন। আপনি কে একটু জানাবেন?

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৯

কোবিদ বলেছেন:

আমি কোবদি,
গুণীজনদের নিয়ে
লেখালেখি করি। তাদের
জন্ম-মৃত্যুদিনে শ্রদ্ধাবনতচিত্তে
তাঁদের স্মরণ করেয়ে দেই।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১

এম ই জাভেদ বলেছেন: ঘটল একটি নক্ষত্রের পতন।

আপনি কমেন্টের জবাব দ্যান না ক্যান নূর মোহাম্মদ নুরু ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.