নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা এবং অত্যাচারের বিরুদ্ধে বিরামহীন সংগ্রাম করে নিজেদের জীবনকে ভবিষ্যৎ মানুষের কাছে যারা স্মরণীয় হয়ে আছেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী তাঁদের মধ্যে অন্যতম। ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের আজকের দিনে তিনি মৃত্যুৃবরণ করনে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খানের মৃত্যুৃবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯২৪ সালে আসামের ধুবড়ী জেলায় ব্রক্ষ্রপুত্র নদের ভাসানচরে মাওলানা ভাসানী আয়োজন করেছিলেন এক ঐতিহাসিক সম্মেলন। এখান থেকেই তিনি পরিচিত হতে থাকেন ‘ভাসানীর মাওলানা’ হিসেবে । ১৯২৬ সালে তিনি আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান। যার ধারাবাহিকতায় কাগমারীতে এবং সিরাজগঞ্জের কাওরা খোলায় বিশাল কৃষক সম্মেলনের আয়োজন করেন। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২সালের ৩০ জানুয়ারি তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের প্রথম সভা । ১৯৫৮ সালে মাওলানা ভাসানী ‘ঘেরাও’ আন্দোলন এবং ১৯৭৬ সালের ১৫ মে ফারাক্কা মিছিলে নেতৃত্ব দেন।
সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু মাওলানা ভাসানী ব্রংকাইটিসে আক্রান্ত হয়ে ১৯৭৬সালের ১৭ নভেম্বর মৃত্যুবরন করেন। মৃত্যুদিনে তাঁর প্রতি আমদের গভীর শ্রদ্ধা।
মওলানা আব্দুল হামিদ খান ভাসনীকে জানতে ক্লিক করুনঃ
গণআন্দোলনের নায়ক মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
২| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
বশর সিদ্দিকী বলেছেন: দুনিয়াতে আমি এই একজন বামকেই প্রচন্ড পছন্দ করি। তিনি আসলেই মানবতার জন্য কাজ করেছেন। আজকের রাজনিতিতে তিনি অনুসরনিয় এবং অনুকরনিয়।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
বেকার সব ০০৭ বলেছেন: মৃত্যুদিনে তাঁর প্রতি আমদের গভীর শ্রদ্ধা।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৮
জনাব মাহাবুব বলেছেন: মহান এ নেতার মৃত্যু-দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলী ।
৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: মৃত্যুদিনে তাঁর প্রতি আমদের গভীর শ্রদ্ধা
May Allah keep his soul with peace and harmony.
৬| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: তার প্রতি গভির শ্রদ্ধা , তিনি বাংলার সূর্য
মজলুমের অধিকার ও ন্যায় নিষ্ঠায়
অমর থাকবে ইতিহাসের পাতায় ।।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪
বোধহীন স্বপ্ন বলেছেন:
মহান এ নেতার মৃত্যু-দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলী । দেশ আজ তার মত একজন নেতার অভাব খুব অনুভব করছে ।