নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

ফেয়ারনেস ক্রিমের ছোঁয়ার সুন্দরী পরী হতে চাওয়া মেয়েটি কী জানে ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৩



সাধারণ মধ্যবিত্ত ঘরের তরুণী, যে নিজের জীবন নিয়ে অনেক স্বপ্ন দেখে। কিন্তু স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তার ঈশ্বরপ্রদত্ত গায়ের রঙ। এ নিয়ে সে খুবই হতাশ। অবশেষে কোনো এক বান্ধবীর পরামর্শে একটি ‘জাদুকরি’ রঙ ফর্সাকারী ক্রিমের খোঁজ পেলো। সেই ক্রিম ব্যবহার করে রাতারাতি পাল্টে গেলো তরুণীর ভাগ্য। রাস্তাঘাটের ছেলেরা অবাক হয়ে তার দিকে তাকাতে লাগলো যারা এতদিন তাকে অবজ্ঞা করতো। একদিন তার স্বপ্নের রাজপুত্র ময়ুরপংখি নাও ভিরালো তার ঘাটে। তার পর শুধু আনন্দের গল্প! কালো মেয়েটের ভাগ্য পরিবর্তনের পুরো কৃতিত্ব রঙ ফর্সাকারী ক্রিমের!! সত্যি হোক কিংবা ভ্রান্তি, মানুষ এখন ফরসা ত্বকে মোহগ্রস্ত। ছেলে কিংবা মেয়ের স্বপ্নের রানী বা রাজা কোন কালো ত্বকের কেউ নয়। একটা ছেলের রঙিন চোখ খুঁজে ফিরে একটা ফর্সা সুন্দরী ললনা। তা হোক জীবন সঙ্গীনি কিংবা বন্ধুত্ব করার জন্য। তেমনি একটা মেয়েও কখনোই কল্পনা করেনা যে একটা কালো ত্বকের ছেলে তার জীবন সঙ্গী বা বন্ধু হবে। ছেলে মেয়ে কেউই চায়না কালো ত্বকের কারো সাথে জীবনে জড়াতে। ছেলে কিংবা মেয়ে সবার অবচেতন মনের গহীনে লালন করে একটি সুন্দর ত্বকের বিপরীর লিঙ্গের মানুষ। এটা শুধু বাংলাদেশ কিংবা ভারতে নয়, পৃথিবীর অনেক দেশেই। যদিও ভাগ্যের লিখন না যায় খন্ডন। আর এ সুযোগ নিতে ভুল করেননি ব্যবসায়ীরা। তারা বিভিন্ন কৌশলে ত্বক ফর্সা করার প্রলোভন দেখিয়ে উপস্থান করছে নিত্য নতুন উপকরণ। হাজির করছে নানান নামের রং ফর্সা করা ক্রিমের পসরা। দেশী বিদেশী কসমেটিক কোম্পানিগুলো নিয়ে এল রঙ ফরসাকারী ক্রিম। কয়েক দশক ধরে ধীরে ধীরে এর বাজার বাড়ল। একসময় সেলিব্রিটিরা এসব পণ্যের প্রচারে নামলেন, বিক্রি উঠল তুঙ্গে। ভারতের গবেষণা সংস্থা গবেষণা সংস্থা ACNielsen এর মতে শুধু ইন্ডিয়াতেই ২০১০ সালে এই বাজারের আর্থিক মূল্যমান ছিল ৪৩২ মিলিয়ন ডলার এবং প্রতি বছর ১৮% প্রবৃদ্ধি নিয়ে অগ্রসর হচ্ছে। গত বছর দেশটিতে ফেয়ারনেস ক্রিম ব্যবহার করা হয়েছে ২৩৩ টন।



সম্ভবত ব্রিটিশরা উপমহাদেশে শাসন শুরু করবার পর থেকেই এই ধারণা জন্মাতে শুরু করে যে, গায়ের রং ফর্সা মানেই সুন্দর। অবশ্য এরও আগে বর্ণপ্রথার সুবাদে এই ধারণা জন্মায় যে ‘ব্রাহ্মণরা শুদ্ধ বিধায় সাদা এবং দলিত তথা নিম্ন বর্ণের লোকজন অশুদ্ধ বিধায় কালো’। ধীরে ধীরে ফর্সা হওয়ার ধারণা এত ব্যাপক বিস্তৃতি লাভ করে যে এশিয়া মহাদেশ কিংবা আরেকটু স্পষ্ট করে বললে ভারতীয় উপমহাদেশ ফেয়ারনেস ক্রিম কোম্পানিগুলোর সবচাইতে বড় বাজারে পরিণত হয়েছে। উপমহাদেশের নামজাদা সব অভিনেতা-অভিনেত্রীই ফেয়ারনেস ক্রিম কোম্পানিগুলোর মডেল হয়েছেন,যার ফলে এইসব ফেয়ারনেস ক্রিম নারীসমাজের মধ্যে তুমুল জনপ্রিয়। ফেয়ারনেস ক্রিম শুধু নারীতেই থেমে থাকেনি বরং এখন পুরুষের জন্যও ফেয়ারনেস ক্রিম পাওয়া যায়। বাংলাদেশ ক্রিকেট দলের বেশ জনপ্রিয় একজন ক্রিকেটার এই মিডিয়া ক্যাম্পেইনে আছেন। তবে গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রঙ ফরসাকারী পণ্যে মারকিউরাস ক্লোরাইডের মতো অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়, যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। সম্প্রতি ভারতের সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের (সিএসই) পলিউশন মনিটরিং ল্যাব-এ পরীক্ষা করা সবকটি ফেয়ারনেস ক্রিমেই পারদের পরিমাণ পাওয়া গিয়েছে ৪৪ শতাংশেরও বেশি। অন্যান্য প্রসাধনী দ্রব্যে সামান্য পরিমাণের পারদ থাকে কিন্তু ফেয়ারনেস ক্রিমে অতিরিক্ত পরিমাণে পারদ থাকে৷ যার ফলে কিছুদিন ফেয়ারনেস ক্রিম ব্যবহার করলে ত্বকের নানান সমস্যা দেখা দেয়৷ বাজারে প্রথম সারির মোট ১৪টি ফেয়ারনেস ক্রিমের উপর এই পরীক্ষা চালানো হয়। সিএসই-র ডিরেক্টর জেনারেল সুনীতা নারায়ণ বলেছেন, "কসমেটিক্সে পারদ ব্যবহার সম্পূর্ণ ভাবে অনৈতিক ও বেআইনি।"



প্রশ্ন জাগে এসব ক্রিম কি সত্যিই কোনো কাজে আসে? প্রাথমিক ভাবে এইসব ফেয়ারনেস ক্রিম ব্যবহারের ফলে সাময়িক ভাবে ত্বকের রং কিছুটা ফর্সা হলেও দীর্ঘমেয়াদে ব্যবহার করলে ত্বকের ক্ষতি মোটামুটি নিশ্চিত। ত্বকের জন্য ক্ষতিকর এই সকল রং ফর্সাকারী ক্রিম ব্যবহারকারীরা ভাবতের পারেন এই ক্রিম ব্যবহারের ফলে তাদের ত্বকের রঙে পরিবর্তন এসেছে। আগের চেয়ে একটু ফরসা দেখা যাচ্ছে (আসলে ফ্যাকাসে)। কিন্তু এর বিনিময়ে কতটুকু মূল্য দিয়ে যাচ্ছেন, সেটা জানা আছে তো? সকলের জানা দরকার যে রঙ ফরসাকারী ক্রিম সবার জন্যই ক্ষতিকর।ফর্সা হওয়ার ক্রিম আপনার জীবনে ডেকে আনতে পারে চরম বিপর্যয়। এমনটাই জানাচ্ছেন বৈজ্ঞানিকরা। গবেষণায় দেখা গিয়েছে প্রায় সব ফর্সা হওয়ার ক্রিমেই মেশানো থাকে পারা। যার থেকে ত্বকের অ্যালার্জি, র‌্যাশ এমনকি ক্যানসারও হতে পারে। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রঙ ফরসাকারী পণ্যে মারকিউরাস ক্লোরাইডের মতো অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়, যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। মারকিউরাস ক্লোরাইড মূলত ব্লিচের কাজ করে, আর এটাই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই এ ধরনের ক্রিম নিয়মিত ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যায় ও টানটান ভাব হারায়। এতে ব্রণও সৃষ্টি হয়। এছাড়াও ফেয়ারনেস ক্রিম ত্বককে ফটোসেনসেটিভ বা আলোক সংবেদনশীল করে তোলে। তাই এ ধরনের ত্বকে সূর্যের রশ্মি তুলনামূলক বেশি প্রভাব ফেলে এবং গুটি ও খুজলি তৈরি হয়। এছাড়া অনেক সংবেদনশীল ত্বকে অয়েল প্যাক, ফেশিয়াল কিংবা ম্যাসাজ করলেও পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটি প্রশ্ন তাহলে রয়েই যায়, সত্যিই কী ত্বকের রঙ পরিবর্তন করার জন্য সম্পূর্ণ নিরাপদ কোনো পদ্ধতি নেই? হ্যাঁ, আছে। জাপান ও ইউরোপে বর্তমানে বেশ কিছু কার্যকরী ক্রিম পাওয়া যাচ্ছে, তবে এগুলোকে আসলে ক্রিম না বললে উচ্চমূল্যের ওষুধ বলাই ভালো, যা মেলানিনকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই প্রভাবিত করতে পারে। অবশ্য এসব ব্যবহারের আগে ডাক্তারের যথাযথ নির্দেশনা প্রয়োজন। বর্তমানে মেয়েদের পাশা পাশি রুষদের ফেয়ারনেস নিয়েও বেশ চিন্তিত হয়ে পড়েছে কোম্পানিগুলো। কিন্তু মনে রাখা ভালো, পুরুষ ও নারীর ত্বকে খুব বেশি পার্থক্য নেই। উল্টো ছেলেদের ফেয়ারনেস ক্রিমে অধিক পরিমাণে ব্লিচ ব্যবহার করার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ব্রণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে।



তার পরও অনেকে নিজের ত্বক ফরসা করার ত্যাগ হিসেবে এ ক্ষতি মেনে নেন। তাই ফেয়ারনেস ক্রিমের মায়া তারা ছাড়তে পারেন না। কিন্তু তাদেরও জেনে রাখা ভালো, ব্লিচিং শুধু সাময়িক ফরসা করতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে ভালো ত্বকের জন্য জরুরি পিগমেন্টেশন কমানো, যা ফেয়ারনেস ক্রিমের পক্ষে সম্ভব নয়। তা ছাড়া এটা মনে রাখা ভালো যে ড্যামেজ ফরসা ত্বকের চেয়ে তুলনামূলক কম ফরসা নিখুঁত ত্বক অনেক বেশি আকর্ষণীয় ও কাঙ্ক্ষিত। তা ছাড়া একজন নর বা নারী যদি শিক্ষা-মেধা সহ অন্যান্য গুণাবলি থাকে, তাহলে তারা কেন ফেয়ারনেস ক্রিম ব্যবহার করবেন? তাহলে কি ফর্সা হওয়াটাই কি সব? সুতরাং সাত দিনে ফর্সা হতে চান? টিভি বিজ্ঞাপনের চটকে ভোলার আগে দু-বার ভাবুন। এখনও সময় আছে। সতর্ক হোন। তথাকথিত সুন্দরী হওয়ার আকাঙ্খা আপনাকে মারাত্মক সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে না তো? কারণ সচেতনতার বিকল্প নাই। আজ থেকেই বিরত থাকুন তথা কথিত এই সকল রং ফর্সা করা ক্রীম যার বেশীর ভাগ ত্বকের জন্য মারাত্বক ক্ষতিকর।

মন্তব্য ১৯০ টি রেটিং +৩১/-০

মন্তব্য (১৯০) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার একটা পোস্ট +++++++ কৃত্রিম ভাবে ফর্সা হয়ে কি লাভ এটাই আমার মাথায় ধরে না !!!

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২

কোবিদ বলেছেন:

ঠিকই বলেছেন,
তা ছাড়া একজন নর বা নারী
যদি শিক্ষা-মেধা সহ অন্যান্য গুণাবলি থাকে, তা
হলে তাদের ফর্সা হবার আবশ্যকতা কী? সন্তুষ্ট
থাকুন সৃষ্টিকর্তা প্রদত্ত রূপে। এটি একটি সচেতনাতামূলক লেখা
আশা করি পাঠক উপকৃত হবেন যদি সচেতন হন।

২| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৯

মাথা ঠান্ডা বলেছেন: খাটি কথা+++

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৩

কোবিদ বলেছেন:

একদম সত্যি
তাই সকলে সচেতন হোন

৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সচেতেনতা মূলক পোস্ট। +++

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৫

কোবিদ বলেছেন:

ধন্যবাদ রিয়াদ
ভালো লাগলো মন্তব্য পেয়ে

৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৮

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ বিষয়টি নিয়ে লিখার জন্য। এ ধরনের ফেয়ারনেস ক্রিম যে কতটা ক্ষতিকর তা সম্পর্কে সচেতনামূলক লিখা আপনি কোথাও পাবেন না। কিভাবে যে ক্ষতি হচ্ছে ছেলে মেয়েদের তা কি তারা বুঝে না ????

কারন এখানে বিলিয়ন ডলারের ব্যবসা জড়িত।

পন্যতে ম্যাটেরিয়াল কস্ট যা তার থেকে ১০ গুন থাকে এ্যাড কস্ট। সুন্দরী নায়িকা ক্রিম মেখেই রাতারাতি বর পাচ্ছে বা বিশ্বসুন্দরী হয়ে যাচ্ছে..... আমাদের ছেলে মেয়েরা ভাবে একটু ক্রিম মেখেই যদি সব কিছু পাওয়া যায় তাহলে কেন ক্রিম মাখা নয়।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৯

কোবিদ বলেছেন:
ধন্যবাদ সোহানী আপু
আমার লেখায় সুন্দর মন্তব্য করার জন্য।
এটি একটি জনসচেতনতামূলক পোস্ট।
সৃষ্টিকর্তা প্রদত্ত ত্বকের রং নিয়ে আমাদের
সন্তষ্ট থাকা উচিত। কারন জানা থাকা দরকার
যে "কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙ্গা"
মানবিক গুণাবলী আয়ত্বে থাকলে তাকে আর চামড়ার রং নিযে
মাথা ঘামাতে হয়না। অনেক কালো মানুষেরা অনেক প্রাতঃস্মরনীয় হয়ে
আছে তাদের কর্মগুণে পক্ষান্তরে অনেক সাদা চামড়ার মানুষ ধিকৃত হয়ে
তলিয়ে গেছেন কালের গহ্বরে তাদের ন্যাক্কার জনক কাজের জন্য ।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৮

মুদ্‌দাকির বলেছেন:

এই ফেয়ারনেস ক্রিম মানে হচ্ছে বেশির ভাগ বাংলাদেশী মেয়ে কে অপমান করা, তাও আবার তাদের স্বাভাবিক সুন্দর শ্যমল প্রাকৃতিক ত্বকের জন্য, যেই রং এর ত্বক (ট্যানিং) পাবার জন্য উত্তর ইউরপের মেয়েরা সময় পেলেই সারা সার দিন ফ্রান্স স্পেন বা মেডিটেরেনিয়ান বিচ গুলতে সূর্যের আলোতে প্রায় নগ্ন হয়ে শুয়ে থাকে, আর হাজার হাজার ইউরো খরচ করে ইউভি লাইটের ম্যাশিনে ট্যানিং নেয় , একি কথা গুলো আমেরিকা বা আস্ট্রেলিয়ার মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য ।

ওরা চায় ল্যাটিনোদের মত ট্যান্ড স্কিন আর আমাদের দেশের নেচারাল ট্যানরা চায় ফ্যাকাসে স্কিন!!!! কি দুক্ষের ব্যাপার !!! আসলে " grasses are greener on the other side " এই ধরনের মন ভাব করে লাভ নাই!! যার সাথে যার প্রেম হবার তা হবেই যার সাথে যার বিয়ে হবার তা হবেই , যে ছেলে আপনাকে ভালোবাসবে উনি যদি আপনার প্রকৃত ত্বককেই(রঙকে) না ভালবাসে তাহলে এইটা কেমন ভালোবাসা বা আপনি যদি তাকে আপনার প্রকৃত ত্বকই না দেখেতে পারেন তাহলে সারাজিবন তার সাথে কাটাবেন কি ভাবে !!!!!???????????

একটা জিনিশ বোঝা উচিৎ শ্যামলতর ত্বক অপেক্ষাকৃত ফর্শা ত্বকের চেয়ে বেশী স্বাস্থ্য বান বা বতি!! আর ত্বকের যোগাযোগ সরাসরি ব্রেইন আর লিভারের সাথে !!!!!!! আর বাহ্যিক ভাবে সূর্যের আলোর সাথে ও আমাদের ভৌগলিক অবস্থানের সাথে!!! আমদের বাংলাদেশ সমতল ও প্রাচীন কালথেকে খাদ্যে উন্নত বলে বিভিন্ন জাতির মিশ্রণ হয়েছে এখানে তাই আমরা ভেরাইটিটা দেখতে পাই!! ঠিক এখন যেমন আমেরিকা !!!!

গল্পে দুধে আলতা মেয়েদের বর্ননা পাওয়া যায় কিন্তু কবিতা বেশির ভাগ কৃষ্ণ কলিদের নিয়েই হয় !!!!!!!!!!!


ইদানিং বিয়ে বাড়িতে বৌদের সাজ দেখলে রিতি মত ঘিন্না লাগে ,

আর ছেলেদের ফেয়ারনেস ক্রিম , জাস্ট সিক !!!!!!!!!!!!!!!!!!!

পোষ্ট স্টিকি হওয়া উচিৎ !!!

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৫

কোবিদ বলেছেন:
অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুদদাকির,
আসলে সচেতনতার বিকল্প নাই। সবাইকে
সচেতন হতে হবে নিজের স্বাস্থ্য রক্ষায়। কারো
প্রলোভন কিংবা প্ররোচনায় বিশেষজ্ঞের পরামর্শ
ছাড়া কোন ধরনের ক্ষতিকর ফেয়ারনেস ক্রিম
ব্যবহার করা উচিৎ নয়।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গুরুত্বপূর্ন পোষ্ট! এই ধরনের ক্রিমের বিজ্ঞাপন আধুনিক বর্ণ বৈষম্যের উজ্জল উদহারন।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৯

কোবিদ বলেছেন:

ধন্যবাদ ভা্ইয়া,
ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।
যথার্থই বলেছেন এটা সত্যিই এটা
বর্ণ বৈষম্যের নিকৃষ্টতম উদহারন।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:




নাইস পোষ্ট। আশাকরি ক্রিম ব্যাবহারে সবাই সাবধানতা অবলম্ভন করবে।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০০

কোবিদ বলেছেন:

ধন্যবাদ শোভন
আমারও তেমন বিশ্বাস
আজ থেকে সকলে সচেতন হবে
তথাকথিত এই সকল ক্ষতিকারক
ফেয়ারনেস ক্রিম ব্যবহার করার আগে।

৮| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৯

জমরাজ বলেছেন: সময়োপোযোগী লেখা। ধন্যবাদ অসাধারন লেখাটির জন্য।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২২

কোবিদ বলেছেন:

আপনাকেও অসংখ্য ধন্যবাদ যমরাজ।
যমের টানাটানি থেকে আমাদের
সাবধান থাকতে হবে।

৯| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারন একটি লেখা পড়লাম।

ধন্যবাদ কোবিদ ভাই।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৬

কোবিদ বলেছেন:

ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়
আপনার চমৎকার অনুভূতি
শেয়ার করার জন্য। ভালো থাকবেন

১০| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার একটা পোস্ট ++++

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৬

কোবিদ বলেছেন:

ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী
ভালো লাগলো আপনার মন্তব্য।
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য।

১১| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৩

জন কার্টার বলেছেন: জন সচেতন না হলে কোন লাভ নেই /:) /:)

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৪৯

কোবিদ বলেছেন:

একে একে অনেক
একদিন সকলে সচেতন হবে।
একদা বাসে ধুমপান নিত্যনৈমত্যিক ব্যাপার ছিলো,
এখন কিন্তু সেই পুরানো চিত্র দেখা যায়না।

১২| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৯

আমি সাদমান সাদিক বলেছেন: কাজের পোস্ট ।।

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৪৯

কোবিদ বলেছেন:

:ধন্যবাদ সাদমান সাদিক

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০

মদন বলেছেন: +

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৫০

কোবিদ বলেছেন:

ধন্যবাদ মদন ভাই আপনা্র + এর জন্য

১৪| ০২ রা মে, ২০১৪ রাত ৯:০৭

তাসজিদ বলেছেন: রঙ মেখে যদি ফর্সা হত, তাহলে আমরা এও কাল কেন/

উন্নত বিশ্বে এ ধরণের মিত্থে তথ্য দিয়ে প্রচার চালালে ভয়ানক শাস্তি হত। অথচ .....................।।
এক ফেয়ার অ্যান্ড লাভলি কত কোটি ডলার বাণিজ্য করল তার কি কোন হিসেব আছে?

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৫১

কোবিদ বলেছেন:

অবশ্যই হিসাব আছে!
আপনার আমার কাছে না থাকলেও
সংশ্লিষ্ট কোম্পানীতে অবশ্যই আছে
সেই হিসাব।

১৫| ০২ রা মে, ২০১৪ রাত ৯:২৩

আলোর পরী বলেছেন: আসলে এই ব্যাবসায়িক সুযোগ আমাদের নিচু , মানসিকতাই করে দিচ্ছে ।

আমরা মানুষকে ত্বকের রঙ দিয়ে খুব বেশীই বিচার করে ফেলি।

একজন মানুষ সুন্দর হয়ে উঠে তার ভিতরকার সৌন্দর্যের জন্য । মানুষের শিক্ষা , ব্যবহার , রুচি বোধ এগুলোই তার সেরা সম্পদ।


মেকাপের কারনে আজকাল মেয়েদের আসল চেহারাই খুজে পাওয়া দায় । কিছু ছেলেও যুক্ত হয়েছে এই দলে । এখন দেখি কোম্পানি গুলো ছেলেদের জন্য সাবান , পাউডার ইত্যাদি বের করেছে । ধিক !

এই ফেয়ার অ্যান্ড লাভলি নির্লজ্জের মত মানুষকেই অপমান করছে।
আদালতের উচিৎ স্বতঃ প্রণোদিত হয়ে রুল জারি করা ।

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৫২

কোবিদ বলেছেন:
অনেকেই স্বতঃ প্রণোদিত হয়ে রিট করে বিভিন্ন বিষয়ে,
ফর্সাক্রীমের বিরুদ্ধেও একটা রিট হওয়া আবশ্যক।
কিন্তু বিড়ালের গলায় ঘণ্টাটি বাধবে কে?

১৬| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:০৭

লিমন আজাদ বলেছেন: যে ক্রিমগুলো কোন পার্শপ্রিতিক্রিয়া ছাড়াই ত্বকের মেলানিনি কমায় সেগুলো কি আমাদের দেশের বাজারে পাওয়া যায়? ক্রিমের নামগুলো জানালে উপকৃত হতাম। আমার পরিচিত অনেকেই প্রচলিত ক্রিম ব্যবহার করে। তারা হয়তো alternative কিছু পেলে ওগুলো ব্যবহার করত না।

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৫৩

কোবিদ বলেছেন:
খুঁজলে হয়তো পাওয়া সম্ভব।

১৭| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষের মর্যাদা, মানুষের জ্ঞান, রুচি আর নান্দনিকতাকে বানিজ্যের স্বার্থেই বিপ্ন্ন করছে বহুজাতিক কোম্পানীগুলো!

সততা, কর্মমূখীতা, নিষ্ঠা, জ্ঞান, প্রজ্ঞা সকল কিছু তুচ্ছ!? শুধু রয়েংর কাছে!

এটাতো নারী পুরুষ উভয়ের জন্যই লজ্জ্বাস্কর!

রং ফোবিয়ায় আত্মবিশ্বাসহীনতা সৃষ্টি করে প্রজন্মের পর প্রজন্মকে তারা হীনমন্যতায় ভোগাচ্ছে! এটা অন্যায়।

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৫৫

কোবিদ বলেছেন:

আমরা এখন আগে দেখি রং তার পর গুণ
অথচ এর বিপরীত হওয়া উচিৎ ছিলো,
যথা আগে দেখতে হবে গুণ তার পর তার রং

১৮| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:৩৫

ইখতামিন বলেছেন:
কিছু মেখে কৃত্তিমভাবে একটু ফর্সা হওয়ার মাঝে কোনও সৌন্দর্য্যই নেই.. এটা তারা বুঝবে না।

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৫৬

কোবিদ বলেছেন:

একদিনে হবেনা হয়তো,
তবে নিশ্চয়ই বুঝবে

১৯| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

চুক্কা বাঙ্গী বলেছেন: গুলিস্তানের ফুটপাতে বিক্রি করা সর্বরোগের ওষুধ, ষান্ডার তেল আর ফেয়ার এন্ড লাভলির মধ্যে তফাত খালি ঝলমলে বিজ্ঞাপন।

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৫৭

কোবিদ বলেছেন:
=p~ =p~ =p~ =p~ =p~

২০| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

জেসমিন মলি বলেছেন: মেইল আইডি টা মিলবে?

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৫৭

কোবিদ বলেছেন:
অবশ্যই মিলবে

২১| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:১২

ডাবলার বলেছেন: আউটস্ট্যান্ডিং ভাই, কপি কইরা রাখলাম বিয়ার পর কাজে লাগবে :-এক্স ডি

০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪৩

কোবিদ বলেছেন:

ধন্যবাদ ডাবলাব ভাই
বিয়েতে দাওয়াত দিবেন

২২| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

না পারভীন বলেছেন: ভেতরের মানুষটা সুন্দর হলেই হয়। তাহলে আল্লাহর দেয়া গায়ের রং নিয়ে সন্তুষ্ট থাকা যায়!

০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪৫

কোবিদ বলেছেন:

অবশ্যই তাই
মন সুন্দর হলে তখন আর ত্বকের রং
নিয়ে ভাববার আবশ্যকতা হয়না

২৩| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

এস প্রামানিক বলেছেন: আমি তো বুঝতাম,বুঝলাম,কিন্তু বোঝাতে পারিনি।
দোয়া করবেন!

০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪৭

কোবিদ বলেছেন:

বুঝবে সে বুঝবে
কাছে ফিরে আসবে,
রইলো অশেষ দোয়া
ফর্সা ক্রিম ভূয়া।

২৪| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: ২০০ বছর ইংরেজদের গোলামীর রক্ত ভারতবাসীর মাঝে, এত সহজে পরিষ্কার হবেনা। ব্রিটিশ মেমদের সৌন্ধর্যের মুগ্ধতা আমাদের ডিএনএ পালটে দিয়েছে হয়তো।

২৫| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৭:০২

জানা বলেছেন:

মানুষের আত্নবিশ্বাস এবং মর্যাদাবোধ খর্ব/ক্ষুন্ন করতে এইসব চটকদার বিজ্ঞাপণের জুড়ি নেই। বিশেষ করে আমাদের এই সমাজে একটি মেয়ে তার শিক্ষা, পরিমিতিবোধ, আত্নমর্যাদাবোধ এবং নানাবিধ সুকুমারবৃত্তি ও গুণাবলীর চর্চার মাধ্যমে যে আত্নবিশ্বাস গড়ে তুলতে পারে এবং সেই আত্নবিশ্বাস যে তাকে সাফল্য ও সৌন্দর্য্যের চূড়ায় নিয়ে যেতে পারে, সেটা তাকে বোঝার এবং শেখার সুযোগ করে দেয়ার দায়িত্ব পরিবারের। বাহ্যিক সৌন্দর্য্য মোহময় করে তোলা সম্ভব, চিরস্থায়ী করে তোলা সম্ভব কেবল পরিচ্ছন্নতা, সততা ও আকর্ষনীয় ব্যক্ত্বিত্ব গড়ে তোলার মাধ্যমে। স্বাস্থ্য ও সার্বিক সৌন্দর্য্যের বিষয়টিও মানুষের জীবনে গুরুত্বপূর্ন। তার জন্যে সচেতন খাদ্যাভ্যাস, পরিমিত কায়িক শ্রম এবং মঙ্গলভাবনা সবচেয়ে বেশী কার্যকরী, আরোপিত স্বেতবর্ণ ত্বক নয়। সর্বপোরী ত্বকের স্বভাবিকতায় যখন এইসব ফেয়ারনেস ক্রিমের দীর্ঘমেয়াদি ক্ষতির আশংকা রয়েছে।

আমার বহুবার মনে হয়েছে যে, এই বিষয়টি নিয়ে কেন কেউ খুব জোরেসোরে কথা বলে না। মেয়েদের আত্নবিশ্বাস গড়ে তোলার পাশাপাশি কেন সৌন্দর্য চর্চার প্রকৃত দিকগুলো নিয়ে জোরদার আলোচনা করা হয় না যাতে মেয়েরা ঐসব রং ফর্সা করার ক্রিমের চেয়ে ভেতর থেকে স্থায়ী সৌন্দর্য্য চর্চায় আগ্রহী হয়ে ওঠে। স্বাস্থ্যে এবং মননে।

ভাল থাকবেন সবাই।

০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪৯

কোবিদ বলেছেন:
চমৎকার বলেছেন আপু
সত্যিই মানুষের ভিতরটা সুন্দর হলে
তখন আর কেউ বাহ্যিক রং নিয়ে
হতাশা প্রকাশ করেনা। জ্ঞানে, মননে
সুন্দর হলে ত্বক ফর্সা করার ভাবনা গৌণ হয়ে যায়।
ভালো থাকবেন।

২৬| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

সৈয়দ ছায়েদ আহমদ বলেছেন: সুন্দরী পরী হওয়ার জন্য এ ক্ষতি তেমন কিছু না,,,,,,,,,,

২৭| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

জানা বলেছেন:

সচেতনতামূলক খুব দরকারী একটি লেখার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা @ কোবিদ।

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৪৭

কোবিদ বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
কৃতজ্ঞতা প্রকাশ করছি সামুর সংশ্লিষ্ট
সকলের কাছে।

২৮| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

সৈয়দ ছায়েদ আহমদ বলেছেন: না পারভীন বলেছেন: ভেতরের মানুষটা সুন্দর হলেই হয়। তাহলে আল্লাহর দেয়া গায়ের রং নিয়ে সন্তুষ্ট থাকা যায়! তার এ কথার সাথে সহমত,,,,,,,

০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪১

কোবিদ বলেছেন:

সত্যিই তাই
ঈশ্বর প্রদত্ত রং নিয়েই
সন্তষ্ট থাকা উচিৎ

২৯| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

কোবিদ বলেছেন:
কৃতজ্ঞতা প্রকাশ করছি সামু কর্তৃপক্ষকে বিশেষ করে জানা আপুকে আমার এই জনসচেতনাতামূলক লেখাটিকে স্টিকি করার জন্য। সকলের মঙ্গল কামনায়।- কোবিদ

৩০| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

সিকদারভাই বলেছেন: এগুলা ব্যাবহার না করলে কি এমন ক্ষতি হয়। যৌবনে যতই সুন্দর হই না কেন ,বার্ধক্যত আসবেই ।
আপনার সময়োপযোগী পোষ্টের জন্য ধন্যবাদ।

০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪৩

কোবিদ বলেছেন:
ধন্যবাদ আপনারকে সিকদার ভাই,
বার্ধক্য চিরন্তন সুতরাং ত্বকের রং
নিয়ে না ভেবে জ্ঞানে, মননে সুন্দর
হয়ে ওঠা জরুরী

৩১| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: গায়ের রঙ কোনোদিন সুন্দরের মাপকাঠি হতে পারে না । মানসিক ভাবে একটা মানুষ কতটা উদার । সেটাই তার আসল সুন্দর !
পোস্টে +++++++++++++++++++++

০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৫০

কোবিদ বলেছেন:

ধন্যবাদ সাবরিনা সিরাজী তিতির
সুন্দর মন্তব্য করার জন্য

০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৫০

কোবিদ বলেছেন:

ধন্যবাদ সাবরিনা সিরাজী তিতির
সুন্দর মন্তব্য করার জন্য

৩২| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

রাজামশাই বলেছেন: সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের (সিএসই) পলিউশন মনিটরিং ল্যাব-এ পরীক্ষা করা সবকটি ফেয়ারনেস ক্রিমেই পারার পরিমাণ পাওয়া গিয়েছে ৪৪ শতাংশেরও বেশি। বাজারে প্রথম সারির মোট ১৪টি ফেয়ারনেস ক্রিমের উপর এই পরীক্ষা চালানো হয়। সিএসই-র ডিরেক্টর জেনারেল সুনীতা নারায়ণ বলেছেন, "কসমেটিক্সে পারার ব্যবহার সম্পূর্ণ ভাবে অনৈতিক ও বেআইনি।"

তারা আইনি পদক্ষেপ কি নিল জানার আগ্রহবোধ করছি।

আপডেট পেলে জানানোের অনুরোধ রইলো।

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:১৬

কোবিদ বলেছেন:
ধন্যবাদ রাজামশাই
অবশ্যই অপরাধী ধরা পড়লে
আপনার রাজ দরবারে হাজির করবো।

৩৩| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

আজাইরা পঁ্যাচাল বলেছেন: অনেক ভাল লাগলো নতুন কিছু জানতে পেরে।
ধন্যবাদ আপনাকে।

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:১৭

কোবিদ বলেছেন:
আপনাকেও্ অসংখ্য ধন্যবাদ।
আমার বিশ্বাস আপনি এখানে
আজাইরা প্যাচাল করেন নাই।

৩৪| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:২৭

ঢাকাবাসী বলেছেন: ব্রেইনটা তো ওয়াশ হয়ে রয়েছে! সব ছেলেগুলান চায় সুচিত্রা সেনের মত মেয়ে আর সব মেয়েরাই চায় উত্তমের মত পোলা! আর ধলার প্রতি মোহ ইংরেজ শাসনের পরবর্তী পান্জাব সিন্ধীদের শাসন। তার উপর শুনেছি ফেস লিফটিংএর কসমেটিকসের বিজ্ঞাপনেই সবচাইতে বেশী খরচ হয় দুনিয়াতে! কিসসু করার উপায় নেই।

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:২৩

কোবিদ বলেছেন:

ধন্যবাদ ঢাকাবাসী
চাইতো তো দোষ নাই
কে না চায় তার জীবন সাথী হোক
তার স্বপ্নর নায়ক কিংবা নায়িকা।
তাই বলে তার জন্য ত্বক ফর্সা করতে হবে
এমন মা্নসিকতার পরিবর্তন চাই

৩৫| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
খাঁটি কথা।

সচেতনতামূলক লেখাটি সকলের সামনে তুলে ধরে সামু চমৎকার একটি কাজ করেছে।

ব্লগার এবং ব্লগসাইট উভয়কেই অভিনন্দন :)

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:২৪

কোবিদ বলেছেন:
ধন্যবাদ মাঈনউদ্দিন ভাই
আলোতে খুব একটা দেখা যায়না কেন?
খুব ব্যাস্ত হয়তো !! ভালো থাকবেন

৩৬| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:০৯

জুন বলেছেন: সুতরাং সাত দিনে ফর্সা হতে চান? টিভি বিজ্ঞাপনের চটকে ভোলার আগে দু-বার ভাবুন। এখনও সময় আছে। সতর্ক হোন।
এই প্রলোভনের শিকল ভেঙ্গে মেয়েরা এবং বর্তমানে ছেলেরাও এগিয়ে যাবে আশাকরি। সচেতনতামুলক পোষ্টে
+

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:২৬

কোবিদ বলেছেন:
ধন্যবাদ জুন
সতর্কতার বিকল্প নাই।
তাই আসুন আমরা সতর্ক হই।
ভাবিয়া করিও কাজ, করিয়া ভেবে লাভ নাই।

৩৭| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:২৮

নাসরিন চৌধুরী বলেছেন: সচেনতামূলক পোষ্ট ।অনেকেরই কাজে লাগবে ।কিন্তু আমি যতটুকু দেখেছি আমাদের দেশে বা এশিয়ার দেশগুলোতে ফর্সা হওয়ার প্রবনতা বেশি।
কিন্তু ইউরোপের বা পাশ্চাত্যের দেশগুলোতে দেখি ওরা সামার এলে কড়া রোদে শুয়ে থাকে ঘন্টার পর ঘন্টা ।তারা তাদের সাদা রংকে ব্রাউন করতে কি সাধনাই না করছে।

যাই হোক আপনাকে ধন্যবাদ সুন্দর একটি পোষ্টের জন্য কোবিদ ভাই ।

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:২৮

কোবিদ বলেছেন:

এজন্য স্বশিক্ষিত হবার বিকল্প নাই।
কোনটা ভালো আর কোনটা মন্দ
তার বিচারের জন্য প্রয়োজনীয়
শিক্ষা আবশ্যক।

৩৮| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:৪৪

আহলান বলেছেন: নাইজেরিয়াতে এই ক্রিমের ব্যবসা কেমন ভাই?

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:৩০

কোবিদ বলেছেন:
নাইজেরিয়ার মানুষেরা ত্বকের রং নিয়ে
খুব একটা ভাবে বলে মনে হয়না। তা ছাড়া
মাশআল্লাহ তাদের ত্বকের রং অনেক সুন্দর।
কালো যদি মন্দ হবে চুল পাকিলে কান্দো কেনে?

৩৯| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: চমৎকার পোস্ট

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:৩১

কোবিদ বলেছেন:
ধন্যবাদ পরিবেশ বন্ধু
সাথে থাকবার জন্য

৪০| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:১৪

ফা হিম বলেছেন: যে সুন্দর/সুন্দরী, সে কালো না ফর্সা তাতে কিছু যায় আসে না... যে তুলনামূলক বিচারে সুন্দর/সুন্দরী নয়, শত ফেয়ার লাভলিতেও কোন কাজ হবে না...

আসলে সবাই-ই সুন্দর, শুধু সেটা ফুটিয়ে তুলতে হয়... এর জন্য কস্মেটিক্সের প্রয়োজন নেই...

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:৩৭

কোবিদ বলেছেন:

ধন্যবাদ ফ হিম
চমৎকার ভাবে মন্তব্য করার জন্য

৪১| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:১৮

শাশ্বত স্বপন বলেছেন: অাপনার নামে অবশ্যই ছাপা হবে। অতি দরকারী লেখা। বড় কাজের মানুষ আপনি!

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৪৬

কোবিদ বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ শাশ্বত স্বপন।
কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আপনার জন্য।
ভালো লাগলো আপনার আন্তরিকতা।

৪২| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:২০

দালাল০০৭০০৭ বলেছেন: কবিদ ভাইয়া +++++++++++ ♣♣♣

০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪৫

কোবিদ বলেছেন:

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দালাল ভাই

৪৩| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:২৮

নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন: এ ধরনের বিজ্ঞাপন মানবাধিকারের লঙ্ঘন। তার চেয়েও ভয়ঙ্কর দিক হলো এধরনের প্রচারণা মানুষের মাঝে ভোগবাদী মানসিকতার প্রসার ঘটায় যা আমাদেরকে ক্রমাগত অনৈতিকতার দিকে ঠেলে দিচ্ছে।

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:১৩

কোবিদ বলেছেন:

ধন্যবাদ নতুনের পথে
তবে এখনই অনন্তে
যাত্রা করতে চাইনা।

৪৪| ০৫ ই মে, ২০১৪ রাত ১২:০২

" ক্ষ " বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ একটা লেখা।


এমন একটা লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:১৪

কোবিদ বলেছেন:

শুভেচ্ছা "ক্ষ"
আপনাকেও অসংখ্য ধন্যবাদ

৪৫| ০৫ ই মে, ২০১৪ রাত ১২:৫৭

ইলুসন বলেছেন: আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করতে পারছি না।

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:২০

কোবিদ বলেছেন:
একদিনে না হলেও
অবশ্যই পরিবর্তন হবে
ত্বক ফর্সা করার
মন-মানসিকতার
এটা আমার বিশ্বাস

৪৬| ০৫ ই মে, ২০১৪ রাত ১:৩৮

সন্ধ্যা প্রদীপ বলেছেন: দরকারি পোস্ট কিন্ত এই পোস্টে কোনো কাজ হবে বলে মনে হচ্ছেনা কারন মেয়েদের মনে বদ্ধমূল ধারনা ফর্সা তথা সুন্দর হওয়াটাই সার্থকতা।

এবার আসি এই ধারনা কেন হলো এ প্রসঙ্গে।আমাদের মিশ্র রক্ত,কেউ কালো কেউ শ্যমলা আবার কেউ ফর্সা।ফর্সা তথা সুন্দরী মেয়েরা চিরকাল মানুষের মনোযোগ,ভালবাসা আর আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।শুধু শ্যামাঙ্গিনি হওয়ার কারনে যখন একটা মেয়েকে দেখতে এসে পাত্র বারবার ফিরে যায় বা গুনবতী,যোগ্যা এবং সুন্দর মেয়ের গায়ের কালো রঙের জন্য যখন তাকে বয়স পেরিয়ে অবিবাহিত থাকতে হয় তখন ত্বক ফর্সা করাটাই সবার আগে জরুরি হয়ে পরে ।নয় কি??আবার কালো স্ত্রী যখন ভালবাসায় ভরা হৃদয় আর প্রেমপূর্ন দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে দেখে যে সে মুগ্ধ নয়নে রাস্তা দিয়ে হেটে যাওয়া ফর্সা পরীর দিকে তাকিয়ে আছে তখন কি তার মনে হবেনা একটু ফর্সা হওয়ার চেষ্টা করে দেখি?

ঘর সংসারের কথা নাহয় বাদই দিলাম,চাকরির ইন্টারভিউ দিতে গেলেও সুন্দর মুখের অধিকারি মেয়েটির দিকে বেশি মনোযোগ দেয়া হয়।ক্লাসে অসুন্দর কিন্ত ভাল মনের মেয়েটির সাথে কেউ বন্ধুত্ব বা প্রেম করতে চায় না।অসুন্দর হওয়ার কারনে যখন একটা মেয়েকে সবক্ষেত্রে অবহেলিত বা লজ্জিত হতে হয় তখন যদি সে রঙ ফর্সা করার ক্রিম মেখে একটু সুন্দর হওয়ার চেষ্টা করে তখন তাকে কতটুকু দোষ দেয়া যায়?????

রূপ নিয়ে ব্যস্ত মেয়েদের দোষ দেয়ার আগে আমাদের একটু ভেবে দেখা দরকার যে কেন তারা রূপসী হওয়াটাকে এত গুরুত্ব দেয়?কারন সারা পৃথিবী তাদের রূপটাকে সবার আগে গুরুত্ব দেয়।এটাকে ধরা হয় তাদের সবচেয়ে বড় গুন হিসাবে।

দেখুন ছেলেদের যোগ্যতাটাকে যদি গুরুত্ব না দিয়ে রূপটাকে গুরুত্ব দেয়া হত তবে ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিম ঊনিশ শতকেই বাজারে আসত এবং ছেলেরা সাহস বা বীরত্বের চর্চা বাদ দিয়ে রূপচর্চা করত।

আসলে আমরা মেয়েদের মনের সৌন্দর্যটাকে তাদের রূপ যৌবনের চেয়ে বড় করে দেখতে শিখিনি।যদি দিতাম তবে মেয়েরা সুন্দর মন আর গুনাবলীর চর্চায় ব্যস্ত হতো।

কালো মেয়েদের মনে কষ্ট ছিল,তাদের সাহায্যের প্রয়োজন ছিল এবং এই সুযোগটাই ব্যাবসায়ীরা নিয়েছে।এখন চারিদিকে এসব নিয়ে সচেতনতামূলক যে লেখা আসছে সেটা দেখেও মেয়েদের মনোভাব বদলাচ্ছে না।তারা ভাবছে,হোক ক্যান্সার তবুও তা সকলের অবহেলার চেয়ে ভাল। দেখুন যদি আপনি এখন মহাকাশযান বাজারজাত করে মানুষকে বিক্রি করার চেষ্টা করেন তাহলে কি ব্যবসা সফল হবে?মোটেও না।অভাব বা চাহিদা বুঝেই না ব্যবসা।

লেখকের কথার সাথে আমি একমত---তিনি বলেছেন,
তা ছাড়া একজন নর বা নারী যদি শিক্ষা-মেধা সহ অন্যান্য গুণাবলি থাকে, তাহলে তারা কেন ফেয়ারনেস ক্রিম ব্যবহার করবেন?

সেটাই তো!!!!

আমার মনেহয় সবার আগে যদি আমরা মানুষের ঈশ্বরের দেয়া চেহারা বা তার রূপকে প্রাধান্য না দিয়ে বরং সেই মানুষটিকে,তার মন এবং সুন্দর গুনাবলীকে প্রাধান্য দেই তবে তরুনিদের আর এসব কৃত্রিম রঙ ফর্সাকারী ক্রিম মেখে নিজেদের ঝুঁকির মুখে ফেলতে হবে না।

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:৩৫

কোবিদ বলেছেন:
ধন্যবাদ সন্ধ্যা প্রদীপ
সুন্দর মন্তব্য করার জন্য।
তবে আমার মনে হয় ঈশ্বর প্রদত্ত তুলনা মূলক কম ফর্সা
রং এর জন্য আফসোস না করে বরং তাঁর মহিমার প্রশংসা
করা কারণ এতেই নিহিত রয়েছে মানুষের জন্য কল্যান।

৪৭| ০৫ ই মে, ২০১৪ রাত ২:১০

ডি মুন বলেছেন: দরকারী পোস্ট

শুভকামনা জানবেন +++++

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:২১

কোবিদ বলেছেন:
আমরা আশাবাদী
নিরাশ হবার কোন কারণ নাই।
আশাহত হয়োনা যদি মোমিন হও।
সুতরাং আশায় থাকুন এমন মানসিকতার
পরিবর্তন আসবেই। ধন্যবাদ মন্তব্য করার জন্য

৪৮| ০৫ ই মে, ২০১৪ ভোর ৫:০২

আলাদীন বলেছেন: না ভাই ভারত ছাড়া বিশ্বের আর কোথাও নেই। আমাদের চোখ, মন, অস্থি, মজ্জা, রুচিবোধে স্বকীয়তা বলে আর কিছু নেই…সবই ভারতের সাথে একাকার। আধুনা যুবক তরুনরা বহর্িবিশ্ব বলতে বোঝে ভারত, ফ্যাশন বলতে বোঝে মুম্বাই ফ্যাশন, টপ টেন মিউজিক বা মুভিও ভারতের বস্তাপচা গন্ডি পেরোতে পারে না। এই লেখার বিষয়বস্তুও এর-ই পার্শপ্রতিক্রিয়া।

জানালা খোল… বিশ্বকে দ্যাখো… এর বৈচিত্র তোমাকে মুগ্ধ করবে। প্রয়োজনে ১ বছরের জন্য হলেও হিন্দী সকল বিষয় এড়িয়ে চলো। কথা দিচ্ছি যদি নিজের উন্নতি উপলব্ধি করতে না পারো, প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেব ভ্রান্তি ছড়ানোর জন্য।

০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:১৫

কোবিদ বলেছেন:

ধন্যবাদ আলাদীন
ঠিকই বলেছ্নে।
হিন্দি ছবি আর হিন্দি
সিরিয়ালের আগ্রসন
বন্ধ হলে এর কুফল থেকে
আমরা রক্ষা পেতে পারি।

৪৯| ০৫ ই মে, ২০১৪ সকাল ৯:১৯

সোহানী বলেছেন: পোস্টটি ট্যাগ হতে দেখে ভালো লাগছে... সত্যিই আমাদের এসব অপ্রপ্রচারের বিরুদ্ধে সচেতন হতে হবে....

০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:১৬

কোবিদ বলেছেন:

সোহানী আপু ধন্যবাদ আপনাকে পুনরায়
ফিরে আসার জন্য। ভালো লাগলো আপনার
উপস্থিতি

৫০| ০৫ ই মে, ২০১৪ সকাল ৯:২০

zazafee বলেছেন: ফেয়ারনেস ক্রিমের তাহলে এই কথা। ভাল লেগেছে। এরকম পোষ্ট শেয়ার করার জন্য ধন্যবাদ

০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:১৭

কোবিদ বলেছেন:

আপনাকেও ধন্যবাদ
সাথে থাকার জন্য

৫১| ০৫ ই মে, ২০১৪ সকাল ১০:০১

স্বপ্নছায়া বলেছেন: পৃথিবীতে আজ পর্যন্ত কোন রঙ ফর্সাকারী ক্রীম আবিস্কার হয়নি । রঙ ফর্সাকারী সব ক্রীমই
অবৈধ । কিন্তু তারপরও এরা মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে ।

০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:১৮

কোবিদ বলেছেন:
নানান প্রকার ধোকা
বানাচ্ছে মোদের বোকা।
সতর্ক হবার বিকল্প নাই
আসুন সবাই পাল্টে যাই।

৫২| ০৫ ই মে, ২০১৪ সকাল ১০:০৬

অকুল পাথার বলেছেন: ধন্যবাদ কোবিদ ভাই অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় সুন্দর ভাবে তুলে ধরার জন্য। আশাকরি অনেকেই সচেতন হবেন।

০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:১৯

কোবিদ বলেছেন:
আমারও তাই বিশ্বাস
একদিনে না হলেও
ক্রমান্বয়ে আমরা
সচেতন হবো।

৫৩| ০৫ ই মে, ২০১৪ সকাল ১০:১৪

আরজু পনি বলেছেন:

অনেক কথা বলার মতো একটি পোস্ট ।

আশা করি পরে আবার আসবো এই পোস্টে ।
শুভেচ্ছা রইল, কোবিদ ।

সচেতনতা জাগানো পোস্টটি স্টিকি করায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছি ।।

০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:২০

কোবিদ বলেছেন:
ধন্যবাদ আরজুপনি
উৎসাহ দেবার জন্য।

৫৪| ০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৩৭

চোরাগুপ্তা শান্তিগোপাল বলেছেন:
এই লেখায় ব্রান্ড কসমেটিক্স নিয়ে লেখা হয়েছে, গাউছিয়া,নিউমাকের্ট, বিউটিপার্লার এ যে কথিত হার্বাল ক্রিম বিক্রিবাটা হয় জমাট ভাবে, এটাকে হাইলাইট করা, এবং এটার ক্যামিক্যাল পিরিপারেসন জানা দরকার, আমার কাছে মনে হয় এ গুলাতে সরাসরি ব্লিচিং পাউডারের মিশ্রণ থাকে ।

০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:২২

কোবিদ বলেছেন:
আমি আমার এই লেখায় কোন ব্রান্ডকে হাইলাইট করতে চাইনি।
আমার অজ্ঞাতসারে যদি তা হয়ে থাকে তা হলে দুঃখিত।
ধন্যবাদ আপনাকে

৫৫| ০৫ ই মে, ২০১৪ সকাল ১১:১৫

ভুং ভাং বলেছেন: ফেয়ারনেস ক্রিমের ছোঁয়ার ত্বকের ক্ষতি হচ্ছে হয়তো সেই ক্ষতিটুকু পূরণীয় কিন্তু ফেয়ারনেস ক্রিমের প্রচারণায় যে শিক্ষা-মেধা মত গুণাবলি থেকে সাদা চামড়ার দাম বেশি প্রচারিত হচ্ছে সেই ক্ষতিটুকু অপূরণীয়।সচেতনতা দরকার সবখানে ।

০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:২৫

কোবিদ বলেছেন:
দারুন বলেছেন ভূং ভাং
সাদা হতে হবে এটা একধরনের
হীনমন্যতা। ত্বকের রং যাই হোকনা কেন
কিচ্ছু আসে যায়না যদি মনের রংটাকে সুন্দর করা যায়।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

৫৬| ০৫ ই মে, ২০১৪ সকাল ১১:৩১

আজীব ০০৭ বলেছেন: সচেতেনতা মূলক পোস্ট। +++

০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:২৭

কোবিদ বলেছেন:
ধন্যবাদ
সচেতনতার বিকল্প নাই।

৫৭| ০৫ ই মে, ২০১৪ সকাল ১১:৪৮

সাইবার অভিযত্রী বলেছেন: চমৎকার একটা পোস্ট +++++++

০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:২৭

কোবিদ বলেছেন:
ধন্যবাদ ভালো থাকবেন

৫৮| ০৫ ই মে, ২০১৪ সকাল ১১:৫৪

ভবঘুরে ঈগল বলেছেন: ভাই খুব ভালো হয়েছে ।

০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:২৮

কোবিদ বলেছেন:
ধন্যবাদ ভবঘুরে ঈগল
আমার ব্লগে আসবার জন্য

৫৯| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সচেতনামূলক পোষ্ট ভাল লাগল কিন্তু ফেয়ার এন্ড লাভলি ইউজাই তো :(

০৬ ই মে, ২০১৪ সকাল ৮:৫৬

কোবিদ বলেছেন:

অনেক দিনের বদ অভ্যাস, একদিনে পাল্টাবেনা।
চেষ্টা করুন বদ অভ্যাসটি ত্যাগ করার জন্য।
আশা করি সফল হবেন। এ জন্য আপনার ইচ্ছাই
সব চেয়ে বড় শক্তি।

৬০| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১:০১

ভিটামিন সি বলেছেন: এসব কি বলেন ভাই? আমি আরো বউয়ের জন্য এক ডজন ফেয়ার এন্ড লাভলি মাল্টিভিটামিন কিনেছি। হায় হায় আমার ডলারগুলাই জলে গেল!!!

০৬ ই মে, ২০১৪ সকাল ৮:৫৯

কোবিদ বলেছেন:

বউকে না দিয়ে বান্ধবীকে দিয়ে দিতে পারেন!!!
একটা গল্প বলি, একবার এক গ্রামে কলেরা দেখা দিলে
এক পরিবারের মেয়ের জামাই ও ছেলের বউ মারা যায়,
তখন পরিবারের কর্তা ব্যক্তি বলেন, এবারের বালা-মুছিবত
পরের উপর দিয়েই গেলো!!
হ্যা =p~ হ্যা =p~ হ্যা =p~

৬১| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১:৪৮

সারেমল বলেছেন: গ্রামে গ্রামে সচেতনতা বাড়ানো হোক।

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:০০

কোবিদ বলেছেন:
শহর থেকে শুরু হেলে সেই জোয়ার গ্রামে গিয়ে পড়বে।
সুতরাং শহর থেকেই শুরু হোক, আজ থেকেই !!

৬২| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৪:২৮

আদম_ বলেছেন: দুর্জন ফর্সা (ফ্যাকাসে) হইলেও পরিতাজ্য

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:০১

কোবিদ বলেছেন:

সহমত!
ইহা সর্ব কালে , সর্ব সময়ে,
পরিত্যাজ্য

৬৩| ০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

জল কনা বলেছেন: প্রিয়তে নিলাম!
+++++
জনসচেতনতা মূলক পোস্ট! :)

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:০৩

কোবিদ বলেছেন:

ধন্যবাদ জল কনা
লেখাটি প্রিয়তে রাখার জন্য

৬৪| ০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

আনন্দ পথিক (ডাঃ পঞ্চানন) বলেছেন: খুবই ভালো একটি লেখা... লেখার জন্য ধন্যবাদ.।.।

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:০৫

কোবিদ বলেছেন:

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ডাঃপঞ্চানন
আশা করি আপনার রোগীদের তথা কথিত
ত্বক ফর্সাকারী ক্রীম ব্যবহারে নিরুৎসাহিত করবেন।

৬৫| ০৫ ই মে, ২০১৪ রাত ১০:১২

গোঁফওয়ালা বলেছেন: ভাই ফাটায়া দিসেন। অসাম !!

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:০৬

কোবিদ বলেছেন:

হাছাই !!!
বললেতো বইলবেন বুইলেছে!!!

৬৬| ০৫ ই মে, ২০১৪ রাত ১০:১৭

সচেতনহ্যাপী বলেছেন: মায়াবী মুখের কালো মেয়ের কালো হরিনচোখ যে দেখেছে, সে কখনো ফর্সাতে মজবে না।।

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:০৮

কোবিদ বলেছেন:
কালো......... সে যতই কালো হোক.............
আমি দেখিছে তার কালো হরিণ চোঁখ।

অথবা

কালো যদি মন্দ হবে
চুল পাকিলে কান্দো কেনে ‍‍‍!!

৬৭| ০৫ ই মে, ২০১৪ রাত ১১:৫০

আমি গাঙচিল বলেছেন: ++++++++++++++++

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:০৯

কোবিদ বলেছেন:

ধন্যবাদ গাঙচিল
এখানে থিতো হবার জন্য!

৬৮| ০৬ ই মে, ২০১৪ রাত ১২:০২

নিকষ বলেছেন: শ্যামল বরন কণ্যা তোমার, মেঘ বরন চুল - আহা!

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:১২

কোবিদ বলেছেন:
শ্যামল বরন কণ্যা তোমার, মেঘ বরন চুল

এটাই বাঙালী নারীর চিরায়ত রূপ
যা কবির কল্পনাতে ফুটে উঠে।
কিন্তু বর্তমানে ফর্সা প্রেমিকরা
শুধু বাহ্যিক রূপে মুগ্ধ হয়, তার
অন্তর্নিহিত রূপ খুঁজে না তাই
তাদের সর্ম্পক চাইনিজ দ্রব্যের
মত ক্ষনস্থায়ী।

৬৯| ০৬ ই মে, ২০১৪ রাত ১২:১৩

এ. আহমেদ বলেছেন: টিভিতে ইদানীং একটা বিজ্ঞাপন দেখি “হেরে গেছে....” মাথাটা গরম হয়ে যায়। মন চায় টিভিটাই ভেঙে ফেলি।

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:২২

কোবিদ বলেছেন:

টিভি ভেঙে প্রতিবাদ করা বুদ্ধিমানের কাজ নয়।
চেষ্টা করুন ওই সকল অহেতুক পণ্য বর্জন করতে
আর সচেতন করুন আশে পাশের মানুষকে যা হবে
উত্তম প্রতিবাদ।

৭০| ০৬ ই মে, ২০১৪ রাত ১২:২৪

মশিকুর বলেছেন:
মার্জিত পোশাক, সবসময় পরিচ্ছন্ন এবং পরিপাটি হয়ে থাকতে পারলেই সুন্দর একটি আউটলুক পাউয়া যায়। সাথে ভালো একটি মন এবং ভদ্র ব্যবহার অ্যাড করতে পারলেই তাকে সৌন্দর্যের প্রতিক বলা যাবে। এর জন্য কোন টাকা খরচ করতে হবে না, নেই কোন পার্শ্বপ্রতিক্রিয়াও :)

দেখতে সুন্দর না এমন কাউকে হেয় করা অথবা মজা করা স্পষ্টতই সৃষ্টিকর্তার দিকে আঙ্গুল উঠানোর সামিল।

ব্যবসার নমুনা দেখেন! মেয়েদের জন্য ফেয়ার এন্ড লাভলি, পুরুষদের জন্য ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড লাভলিকে হারানোর জন্য আরেকটি ফেয়ার এন্ড লাভলি। কয়দিন পর দেখা যাবে নানা, নানি, দাদা, দাদি ও বাচ্চাদের জন্য আলাদা আলাদা ফেয়ার এন্ড লাভলি :) এক পরিবারে পাঁচটি করে। যেখানে সাবাই প্রতারিত হচ্ছে সেখানে রাষ্ট্র কিভাবে এসবের অনুমতি দিচ্ছে!!! রাষ্ট্র কিছু না করলে আমাদেরই উচিৎ এদের বয়কট করা।

যারা একটু কালো তাঁরা কি জানে সৃষ্টিকর্তা তাদের মেলানিনের পরিমান বেশী দিয়েছেন। এর কারনে তাদের সূর্যের ক্ষতিকর রশ্মি বেশী প্রতিরোধ করার ক্ষমতা থাকে, স্কিন কান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে।

শুভকামনা।

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:১৮

কোবিদ বলেছেন:
সৃষ্টিকর্তা সর্বজ্ঞ ও্ মহান। তিনি মানব জাতিকে
সৃষ্টি করছেন মনের মাধুরী মিসিয়ে। সৃষ্টিকর্তা এক এক
জনকে আলাদা আলাদা বৈশিষ্টতা দান করেছেন।
সুতরাং সৃষ্টিকর্তার বিরুদ্ধে অভিযোগ করার কোন সুযোগ নাই।
একমাত্র তিনিই যানেন কার জন্য কোনটি কল্যাণ নিহিত আছে।
সুতরাং সন্তষ্ট থাকুন তাঁর সৃষ্টিতে।

৭১| ০৬ ই মে, ২০১৪ রাত ১:০৬

অদিতি মৃণ্ময়ী বলেছেন: প্রত্যেকের গায়ের রং আর নিজ নিজ চেহারার বৈশিষ্ঠ্য নিয়ে সুখে থাকাটা খুব দরকার। আমাদের সমাজে কিছু শিক্ষিত মূর্খ মানুষ বিয়ের সময়টাতেওগায়ের রং দেখে, এমনকি তদের কাছে সুন্দরী মানেই ফর্সা মেয়ে! অবাক লাগে এসব শুনে এবং দেখে!

ডার্ক ইজ বিউ্টিফুল। এই চরম সত্যটা প্রতিষ্ঠিত করতে পারলেই ফেয়ারনেস ক্রিমের সস্তা চাহিদা আর অনৈতিক ব্যাবসা কমান সম্ভব হবে।

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:২৮

কোবিদ বলেছেন:

কালো বা সাদা সুন্দরের প্রতীক নয়,
সুন্দরের প্রতীক হলো সুন্দর মন ও সু-শিক্ষা।
একটা সু-শিক্ষিত মানুষের সুন্দর মন সব কিছুকেই
সুন্দর করে দেখার মানসিকতার ধারক ও বাহক।
ধন্যবাদ অদিতি মৃণ্ময়ী মন্তব্যের জন্য।

৭২| ০৬ ই মে, ২০১৪ রাত ১:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কেন ক্রিম এর পিছু পড়েছেন! মানুষগুলোকে একটু ক্লুরিন দিয়ে পরিষ্কার করে নিলে হয়তো ভাল হতো।
আমাদের চোখ আর মন এখন খোজে সাদা বক বকে সাদা । তাই কালো এখন সাদাতে কর্ন্ভাট হতে চাচ্ছে।

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:২৯

কোবিদ বলেছেন:

ক্রীম এর বিরুদ্ধে নয়
আমি অসুস্থ্য মানসিকতার
বিরুদ্ধে দাড়িয়েছি। আমাদের
মানসিকতার পরিবর্তন হলে এই
সকল ক্রীম হালে পানি পাবেনা।

৭৩| ০৬ ই মে, ২০১৪ রাত ১:১৬

সহজ কথন বলেছেন: আসলে আমরা জাতি হিসেবে কেমন যেন! কোন কিছুই যেন আমরা সঠিক ভাবে নিই নি। আমাদের পূর্বপূরুষেরা হিন্দু ছিল আর তাদের উত্তর পূরুষেরা মুসলিম হলেও তারা তাদের পূর্বপুরুষদের সংস্কৃতি তথা তাদের ধর্মাচার বাদ দিতে পারে নি। ফলে আজও আমরা আধা হিন্দু এবং যেন বাধ্য হয়েই আধা মুসলিম। আমাদের অন্যান্য অনেক ক্ষেত্রেই তা পরিলক্ষিত হয়। যদি আমরা সত্যিকার অর্থেই মুসলিম হতাম তাহলে অতি পূর্বপূরুষের হিন্দু সমাজে প্রচলিত ব্রাহ্মন এবং নম শুদ্রের মর্যাদা পার্থক্য কারী গায়ের রঙের ধারনা (!) আমাদের প্রভাবিত করল কেন?

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৩৩

কোবিদ বলেছেন:
বাঙ্গালী জাতিকে দোষ দেবার সুযোগ নাই,
কারন এট জাতির আছে গর্ব করার মতো
অনেক ইতিহাস ঐতিহ্য। দোষ যদি দিতে হয়
তা আমাদের অসুস্থ্য মানসিকতার। আমাদের
এই অসুস্থ্য মানসিকতাকে সুস্থ্য করে তুলতে পারলে
আমরা ফিরে পাবো আমাদের সোনালী অতীত যেখানে
সুন্দরের প্রতীক ছিলো "কুচ বরণ কন্যার মেঘবরণ চুল"

৭৪| ০৬ ই মে, ২০১৪ ভোর ৬:১০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: সত্যি কথা বলতে কি এই ফেয়ারনেস ক্রিমের ব্যবসার জন্য আমাদের সমাজব্যবস্হা অনেক অংশে দায়ি। ছেলেদের বেশি ভাগই যেমন ফর্সা মেয়ে বিয়ে করার জন্য খোজে ঠিক একই ভাবে মেয়েরা গায়ের রঙ ফর্সা না এমন মেয়েকে বিয়ে করতে চায় না ছেলেটি যতই যোগ্যতা সম্পন্ন হউক না কেন।

ছেলে বলেন বা মেয়ে বলেন উভয়ের কাছেই বিয়ের করার প্রথম যোগ্যতা হলো গায়ের রং ফর্সা হতে হবে। এর পরে আসে অর্থিক অবস্হা।

সুতরাং এই ফেয়ারনেস ক্রিমের ব্যবসাটা মনে হয় না এত সহজে উপমহাদেশ থেকে চলে যাবে যদি না আমরা নিজেদের মানসিক পরিবর্তন করতে পারি।

জন সচেতনতা মূলক পোষ্টের জন্য ধন্যবাদ।

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৩৫

কোবিদ বলেছেন:

আসুন আমরা যার যার অবস্থান থেকে
সেই অসুস্থ্য মানসিকতা ও সমাজ ব্যবস্থার
পরিবর্তন করি যেখানে মানুষের কল্যাণ করার
পরিবর্তে শুধু ব্যবসায়িক স্বার্থকে প্রধান্য দেয়া হয়।

৭৫| ০৬ ই মে, ২০১৪ সকাল ৯:২৫

আসফি আজাদ বলেছেন: ভালো বিষয় নিয়ে লিখেছেন। আমাদের নিজেদের (সামাজিক) দৃষ্টিভঙ্গীও কিছুটা বদলানো দরকার বলে মনে করি। আর নারীদের নিজেদের ভালো নিজেদেরই বুঝতে হবে। এই সমস্ত তথাকথিত ক্রীমকে না বলি।
ধন্যবাদ।
+++

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৩৬

কোবিদ বলেছেন:

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আসফি আজাদ।
সচেতনতার বিকল্প নাই, সুতরাং আজ থেকে
আসুন আমরা সবাই তথা কথিত ত্বক ফর্সা
ক্রীমকে না বলি।

৭৬| ০৬ ই মে, ২০১৪ সকাল ১০:২৪

মাটি আমার মা বলেছেন: লেখার বিষয়টি খুবই ভাল, লেখাটি তথ্য বহুল। ভাল লাগল।

০৬ ই মে, ২০১৪ সকাল ১০:২৮

কোবিদ বলেছেন:

ধন্যবাদ দাদা
ভালো লাগলো আপনার মন্তব্য
সাথে থাকবেন আগামীতে এই
প্রত্যাশায়।

৭৭| ০৬ ই মে, ২০১৪ দুপুর ১:৪২

দুর্ধর্ষ বেদুইন বলেছেন: সহজ কথন
সুন্দর বলেছেন আপনি।
" আসলে আমরা জাতি হিসেবে কেমন যেন! কোন কিছুই যেন আমরা সঠিক ভাবে নিই নি। আমাদের পূর্বপূরুষেরা হিন্দু ছিল আর তাদের উত্তর পূরুষেরা মুসলিম হলেও তারা তাদের পূর্বপুরুষদের সংস্কৃতি তথা তাদের ধর্মাচার বাদ দিতে পারে নি। ফলে আজও আমরা আধা হিন্দু এবং যেন বাধ্য হয়েই আধা মুসলিম। আমাদের অন্যান্য অনেক ক্ষেত্রেই তা পরিলক্ষিত হয়। যদি আমরা সত্যিকার অর্থেই মুসলিম হতাম তাহলে অতি পূর্বপূরুষের হিন্দু সমাজে প্রচলিত ব্রাহ্মন এবং নম শুদ্রের মর্যাদা পার্থক্য কারী গায়ের রঙের ধারনা (!) আমাদের প্রভাবিত করল কেন? "

০৭ ই মে, ২০১৪ সকাল ৯:২৫

কোবিদ বলেছেন:

জাতি হিসেবে বাঙ্গালীদের গর্ব করার মতো অনেক অর্জন আছে।
কিছু নষ্ট মানুষের কারেণে সেই অর্জন ম্লান হতে বসেছে। আসুন
সকল অন্যায় ও অসত্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে আমরা
আমাদের হৃত গৌরব ফিরেয়ে আনি। এজন্য তরুণ প্রজন্ম কার্যকরী
ভূমিকা গ্রহণ করতে পারে।

৭৮| ০৬ ই মে, ২০১৪ দুপুর ২:২০

ডরোথী সুমী বলেছেন: মনটা সাদা হওয়া খুব জরুরী। অথচ সেদিকে কারো মনোযোগ নেই।

০৭ ই মে, ২০১৪ সকাল ৯:২৫

কোবিদ বলেছেন:

চমৎকার ভাবনার জন্য ধন্যবাদ।

৭৯| ০৬ ই মে, ২০১৪ দুপুর ২:৩০

অগ্নিপাখি বলেছেন: খুবই সময়োপযোগী একটা পোস্ট। সবারই পড়া উচিত। ভালো লাগলো এরকম একটি বিষয় নিয়ে লেখবার জন্য।

পৃথিবীতে যদি বর্ণবাদ এর উপর কোন পুরষ্কার এর ব্যাবস্থা থাকতো তবে নিঃসন্দেহে এই সব রঙ ফর্সাকারী বহুজাতিক কোম্পানিগুলো হতো তার ভাগীদার।

০৭ ই মে, ২০১৪ সকাল ৯:২৭

কোবিদ বলেছেন:

এই সকল তথাকথিত ত্বক ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন
বর্ণবাদকেই উস্কে দেয়। একে নিরুৎসাহিত করা আবশ্যক।

৮০| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:০৭

মাহাদি হাসান বলেছেন: সাদা বা ফর্সা হওয়া মানেই সুন্দর হওয়া, আফ্রিকায় বর্নবাদের ইতিহাস নিয়ে অল্প স্বল্পও যারা জানেন তাদের কাছে এই প্রোডাক্টগুলোর এ্যাড থেকে শুরু করে যে ধরনের মানসিকতার প্রোপাগেশন করা হয় তাকে নির্বিঘ্নে বর্নবাদই বলবেন। এটা হয়ত রাজনৈতিক দিক তাই আলোচ্য হয় না অনেক ক্ষেত্রেই। যদি হত তাহলে দীর্ঘ শত বছরের ইতিহাসের প্যাচাল পাড়তে হত, মনমানসিকতাকে ডি-কলনাইজ করবার চেষ্ঠা করতে হত। সুযোগ কোথায় মধ্যবিত্তের যার সৃষ্টিই সেই কলনাইজেশনের প্রমান।

০৭ ই মে, ২০১৪ সকাল ৯:২৭

কোবিদ বলেছেন:

ধন্যবাদ মাহাদি হাসান
সুন্দর বলেছেন।

৮১| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৫১

ফার্ুক পারভেজ বলেছেন: এসব ফেয়ারনেস ক্রিম ত্বকের স্বাভাবিক সৌন্দর্যকে ক্ষতিগ্রস্হ করে, আমাদের উচিত এই তথ্যগুলো আমাদের আশে-পাশের মানুষদের জানিয়ে দেওয়া উচিত . . . .

এটি একটি অসাধারন, তথ্যবহুল এবং জনসচেতনত মূলক পোষ্ট ।
বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ন . . . .

লেখককে অসংখ্য ধন্যবাদ . . .

০৭ ই মে, ২০১৪ সকাল ৯:২৮

কোবিদ বলেছেন:

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ফার্ুক পারভেজ
সাথে থেকে সমর্থন জানানোর জন্য।

৮২| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৫:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল পোস্ট, আশা করি আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করা বন্ধ করব।

০৭ ই মে, ২০১৪ সকাল ৯:৩০

কোবিদ বলেছেন:

আমারও সেই রকম বিশ্বাস।
অন্তুত যারা লেখাটি পড়েছেন এবং
পড়বেন তারা আর এই তথাকথিত
ত্বক ফর্সাকারী ক্রীমের ব্যবহার করবেন না।

৮৩| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৩

আমি ইহতিব বলেছেন: মেয়েরাও বা কি করবে বলেন ভাইয়া। আজকের যুগেও যখন একটা মাস্টার্স পাশ করা ভালো একটি প্রতিষ্ঠানে বেশ সম্মানজনক চাকুরি করা মেয়েকে শুধুমাত্র গায়ের রং কালো বলে বিবাহের অযোগ্য বলে ঘোষনা করে দেয় ছেলে বা ছেলে পক্ষীয় লোকজন তখন মেয়েটা অসহায় হয়ে এসন অস্বাস্থ্যকর পণ্য ব্যবহারে আকৃষ্ট হয়।

এমন একটি সচেতনতামূলক পোস্টের জন্য ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই আপনাকে।

০৭ ই মে, ২০১৪ সকাল ৯:৩৪

কোবিদ বলেছেন:

ধন্যবাদ আমি ইহতিব।
আপনার মন্তব্যটি সত্যিই বেদনা দায়ক।
তবে আমার পরামর্শ সেই সকল ছেলেরা
সুন্দর মুখোশের আড়ালে একটি কুৎসতি
মনের মানুষ। সুতরাং মেয়েটির বা মেয়ের
পরীবারের উচিৎ তাদের সাথে কোন সম্পর্কে
না জড়ানো।

৮৪| ০৬ ই মে, ২০১৪ রাত ৮:০৯

জাতির বোঝা বলেছেন:
++++++

০৭ ই মে, ২০১৪ সকাল ৯:৩৫

কোবিদ বলেছেন:

ধন্যবাদ জাতির বোঝা আপনার ++++++++++++জন্য

৮৫| ০৭ ই মে, ২০১৪ রাত ১২:১৮

মোশতাক বলেছেন: তামিম এই কিরিম মাখনের পর থেইকা ই আন্ডা পাড়া শুরু করছে। অসুবিধা নাই, দল থেইকা কিক মারনের পর এইডা বেইচা থাইতে থাকবা।

০৭ ই মে, ২০১৪ সকাল ৯:৩৫

কোবিদ বলেছেন:

/:) /:) /:) /:)

৮৬| ০৭ ই মে, ২০১৪ রাত ১২:৪৩

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ না দিয়ে পারছিনা :)

০৭ ই মে, ২০১৪ সকাল ৯:৩৬

কোবিদ বলেছেন:

ধন্যবাদ দিতে বাধ্য করার জন্য ........................?

৮৭| ০৭ ই মে, ২০১৪ রাত ১:৩৬

লাল নীল স্বপ্ন বলেছেন: ভাই এর থেকে তো মনে হয় পাগলা মলম জাতীয় মলম ও ভা্ল ।

০৭ ই মে, ২০১৪ সকাল ৯:৩৭

কোবিদ বলেছেন:

উত্তর জানা নাই

৮৮| ০৭ ই মে, ২০১৪ রাত ২:২১

ঘূণে পোকা বলেছেন: ভাল লনবাদ, ভাল একটা পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ।

০৭ ই মে, ২০১৪ সকাল ৯:৩৮

কোবিদ বলেছেন:

ভাল লনবাদ
|-) |-)

৮৯| ০৭ ই মে, ২০১৪ রাত ৩:০১

সবুজ০০৭০০৭ বলেছেন: অসাধারণ একটি পোষ্ট লিখেছেন।

০৭ ই মে, ২০১৪ সকাল ৯:৩৯

কোবিদ বলেছেন:

ধন্যবাদ মন্তব্যের জন্য

৯০| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ এই পোস্টটি দেয়ার জন্য------আমার মাথায় আসে না কিছুতেই--যে ফর্সা হলেই সে সুন্দর হয়ে যায়--হায়রে সুন্দরতো তার বুদ্ধিমত্তা, আচার আচরনে আর তার কার্যক্রমের মধ্যে দিয়ে ফুটে উঠে।

৯১| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৫৪

ইফাত আরা বলেছেন: দুর্দান্ত পোস্ট,ভাই। অনেক ধন্যবাদ আপনাকে এতো গুরুত্বপূর্ণ একটি লেখা দেবার জন্যে।

৯২| ০৭ ই মে, ২০১৪ সকাল ১১:১২

স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: বিয়ের সময় ছেলেরা ঠিকই ফর্সা মেয়েই খুঁজে

৯৩| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৭

আশিক হাসান বলেছেন: "কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে" কথাটি সম্ভবত পড়েছিলাম তারাশন্করের কবি গল্পে।

সেই কবিগুরু রবীন্দ্র নাথের যুগে সাহিত্যে উঠে এসেছে বিকেলের কনে দেখা রোদের কথা। কারন শেষ বিকেলের গোধূলির সোনালী রোদে কনে পক্ষ বর পক্ষকে ডেকে এনে চা খাওয়াতো ঘরের বারান্দায় অথবা লনে বসে । আর কনেকে এনে বসাতো রোদের দিকে মুখ করে যেন কালো মেয়ের গায়ের রঙ ঢাকা পড়ে যায় বিকেলের সোনা রোদে। এযেন আধুনিক কালের সোডিয়াম আলোয় কালো মানুষকে ফর্সা দেখার মত।
আমরা এখনও সেই কবি গুরুর যুগে পড়ে আছি।

৯৪| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:১৩

কন্যা তৃতীয়া বলেছেন: কিন্তু এমন একটা লেখার নিচে আমি যদি কমেন্ট করি , 'কোন ক্রিমই ব্যবহার করি না আমি । ফর্সা হবার কোন শখ জাগে না আমার।' আশেপাশের মানুষ নিশ্চিত কপাল কুঁচকে তাকাবে আমার দিকে,'দেখ্‌, মাইয়াডা কি মিত্থুক !!!!!'
কিন্তু ঘটনা ১০০% সত্যি । খাঁটি শ্যামলা কন্যা হয়েও আমি নিজেকে ফর্সা বানানোর চেষ্টাও করি নি , কাজ হয় কি না তা যাচাই করা তো আরও পরের ব্যপার ।
ফর্সা,রূপবতী হলে কি হয় ? বয়সের একটা সময়ে এসেতো ঠিকই সৌন্দর্য হারিয়ে যায় ।
কালোরা বুঝি জগতের কোন কাজেই আসে না ? সব দায়ভার, জয় কেবল ফর্সারাই করেছে ?

কোবিদ ভাই, আপনার লেখা পড়ে বেশ একটা শান্তি লাগছে ।এই জন্য ধন্যবাদ :D

৯৫| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:০৭

আশাফ আনিস বলেছেন: রং ফর্সা হওয়ার শিকড় টা আসলে রেসিজম এর বহিঃপ্রকাশ

৯৬| ০৭ ই মে, ২০১৪ রাত ৯:০৪

কুবের মাঝি১০৭০০৭ বলেছেন: হামার মতো কামলা মানুষের এখন কী হইবো..

১২ ই মে, ২০১৪ সকাল ১০:১০

কোবিদ বলেছেন:

আশা করি সৃষ্টিকর্তা আপনার জন্য একজন আদর্শ সুন্দরীর
জুড়ি মিলিয়ে দেবেন যে বাহিরে সুন্দরী ন হয়ে হবে মনে প্রাণে
প্রকৃত সুন্দরী।

৯৭| ১২ ই মে, ২০১৪ রাত ১২:০১

শাশ্বত স্বপন বলেছেন:
আশা করছি এই সপ্তাহে আমাদের সময় এ যাবে।

http://community.skynetjp.com/id257.htm

১২ ই মে, ২০১৪ সকাল ১০:০৭

কোবিদ বলেছেন:
ধন্যবাদ শাশ্বত স্বপন ভাই
অনেক অনেক শুভেচ্ছা ও
শুভ কামনা আপনার জন্য।
বাধিত হলাম আপনার
আন্তরিকতায়

৯৮| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৪৪

সঞ্জীবনী বলেছেন: প্রকৃত সৌন্দর্য মনে, গায়ের রঙে নয়।
অসাধারণ একটা পোষ্ট পড়লাম ভাই।
এই প্রথম কোন পোষ্ট প্রিয়তে নিলাম :)

১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৫৩

কোবিদ বলেছেন:
ধন্যবাদ সঞ্জী্বনী
কোন পোস্টকে ১ম প্রিয়তে
নেবার জন্য

৯৯| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৫

শাশ্বত স্বপন বলেছেন: কোবিদ ভাই, ইমতিয়াজ ইমটু, সালাউদ্দিন জাহাঙি্গর, আমাদের সময় এর শাকিল আপনি যাবেন নাকি?https://www.facebook.com/events/706479002741879/

১০০| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৪১

শাশ্বত স্বপন বলেছেন: নুরু ভাই, ০১৭১৬৪৩৪৭৯৭ নং টি ইনভেলিড। ফোন দিতে পারছি না। আজ লেখা ছাপা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.