নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

বিপন্ন মানবতা

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:২২

বিপন্ন মানবতা

-কোবিদ



গুম আতংকে চুপসে আছি

কবে যে হই হাওয়া,

এ হাওয়াটা বাতাস তো নয়

এ যে চলে যাওয়া।



চলে যেতে নেইকো মানা

সবাই চলে যাবে,

তাই বলে অসময়ে

কেন যেতে হবে?



আজন জনের বিদায় বেলা

থাকে সবাই কাছে,

বিধাতার কাছে তারা

কৃপা ভিক্ষা যাচে।



গুম-খুনের বিষাদ বেলা

সিমার সম যম,

নিঠুর ভাবে প্রাণ কেড়ে নেয়

নেই জীবনের দাম।



স্বার্থ তাদের অন্ধ করে

হত্যা করে মানুষ,

তুচ্ছ করে মানবতা

জীবন যেন ফানুশ।



এদের হাতে জিম্মি আজি

মানুষ, মানবতা,

কে শোনে, কাকে বলি

বিপন্নদের কথা?



-কোবিদ

ঢাকঃ ২০ বৈশাখঃ ১৪২১ বঙ্গাব্দ

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: সময়োচিত কবিতা , ভাল লাগা ++++++++

০৩ রা মে, ২০১৪ দুপুর ২:০৪

কোবিদ বলেছেন:
ধন্যবাদ পরিবেশ বন্ধু
ভালো লাগার জন্য অসংখ্য
ভালোবাসা।

২| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:১২

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: Valo legeche.

০৩ রা মে, ২০১৪ দুপুর ২:০৭

কোবিদ বলেছেন:

ধন্যবাদ আপনাকে
ভালো লাগার জন্য

৩| ০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কবিতা।

আপনারটা পড়ে আমার অনুভবটাও দিতে ইচ্ছে করল...

ঘুম ঘুম ঘুম
হয়ে গেছে গুম
শান্তি, সূখ স্বপ্ন
বেঁচে ঘরে ফিরব! এও যেন দু:স্বপ্ন!

কেন এই বিভীষিকা
গণতন্ত্রের মরিচিকা,
অনির্বাচিত সরকারের
ক্ষমতা, গদি আর অস্তিত্বের!

বলি - সব আমজনতা
কে বলে সত্য কথা
৫৭ আর গুমের ভয়ে
সকলেই যায় পিছিয়ে।।

এভাবেই কি যাবে দিন
স্বাধীন দেশে যেন পরাধীন!
মত প্রকাশের স্বাধীনতা
কেবলই কি পুথির কথা?

নদীতে খালে বিলে লাশ
কলংকিত সময়ের ইতিহাস
গুম, খুন অপহরণ-
একি একি একি ত্রাসে জনগণ!!

সুশাসনে ফিরুক সু-সময়
চাং হং ওন -চেতনায়
গায়ের জোরে কলংকই বাড়ে শুধূ
ইতিহাস তাইতো বলে -বুঝবে কি রংপুরের বধূ!

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:২৬

কোবিদ বলেছেন:

ধন্যবাদ
সুন্দর কথামালায়
ফুটিয়ে তুলেছেন
দেশের বর্তমান
পিরিস্থিতি।

৪| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:৩৫

ডাবলার বলেছেন: ভাল লাগলো ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.