নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাশ
কোবিদ
যে ছিলো প্রিজনের অতি আপন জন
সেই মানুষটি লাশ হয়ে ঝড়ায় ক্রন্দন,
কখন কে যে লাশ হবে নাইকো কারো জানা,
মৃত্যুৃদূত লাশ বানাতে কখন যে দেয় হানা।
রাস্তা গাড়ী আকাশ পথে নিরাপত্তা নাই,
লাশের মিছিল দিনে দিনে বাড়তে আছে তাই।
প্রতিদিনই বাড়ছে সংখ্যা সবখানেতে ত্রাস,
মানুষ হয়ে মানুষ মেরে বানায় যখন লাশ।
আজকে আমি মানুষ বটে কাল যদি হই লাশ,
দ্বায়িত্বটা কেউ নিবেনা বাড়বে দীর্ঘশ্বাস।
যাদের যাবে তারাই জানে লাশ হবার জ্বালা,
আর কতকাল লাশের তরে এমন অবহেলা।
নিরাপত্তা দেবার কথা ভুলে গেছে তারা,
মোটা অংকের বেতন ভাতা তুলে নিচ্ছে যারা।
দ্বায়িত্বটা ভুলে গেলে এমনই হয় হাল,
আজ আমি লাশ হয়েছি তুমি হবে কাল।
প্রকাশ কালঃ
ঢাকা, শনিবার, ১০ মে, ২০১৪ ইং
১০ ই মে, ২০১৪ বিকাল ৩:৫২
কোবিদ বলেছেন:
ধন্যবাদ পরিবেশ বন্ধু
ভালো লাগলো আপনাকে
সাথে পেয়ে। শুভেচ্ছা জানবেন
২| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
দ্বায়িত্বটা ভুলে গেলে এমনই হয় হাল,
আজ আমি লাশ হয়েছি তুমি হবে কাল।
১০ ই মে, ২০১৪ বিকাল ৩:৫২
কোবিদ বলেছেন:
ধন্যবাদ কাণ্ডারী অথর্ব
৩| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:৪৯
শান্ত ০০৭ বলেছেন: দ্বায়িত্বটা ভুলে গেলে এমনই হয় হাল,
আজ আমি লাশ হয়েছি তুমি হবে কাল। কথা টা ভাল লাগল
১০ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৩
কোবিদ বলেছেন:
ধন্যবাদ শান্ত
আপনার ভালো লাগার জন্য
৪| ১০ ই মে, ২০১৪ বিকাল ৩:২৪
বাকপ্রবাস বলেছেন: নিরাপদ মৃত্যু চাই,,,,,,,,,,,,,,সুন্দর কবিতা
১০ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৩
কোবিদ বলেছেন:
বাকপ্রবাস ধন্যবাদ আপনাকে
মন্তব্য করার জন্য
৫| ১০ ই মে, ২০১৪ বিকাল ৫:৩১
নীলকথা বলেছেন: লাশ কাটা ঘরে লাশ নেই আর
লাশ ভাসে জলে, শীতল্যক্ষায়.......
৬| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
অজয় বলেছেন: অনেক ভালো
হয়েছে
৭| ১০ ই মে, ২০১৪ রাত ৮:০১
অন্ধবিন্দু বলেছেন:
কোবিদ,
তাঁরা না হয় ভুলে গেছে কিন্তু আমরা করছি টা কি !
হ্যাঁ ! আপনার কবিতাতেই উত্তর আছে-
দ্বায়িত্বটা কেউ নিবেনা বাড়বে দীর্ঘশ্বাস।
৮| ১০ ই মে, ২০১৪ রাত ৮:২১
সেলিম আনোয়ার বলেছেন: মর্মস্পর্শি কবিতা ভাল হয়েছে কোবিদ ।
৯| ১০ ই মে, ২০১৪ রাত ৮:৫৮
ফা হিম বলেছেন:
আজকে আমি মানুষ বটে কাল যদি হই লাশ?????
জাতির বিবেকের কাছে প্রশ্ন থাকল।
১০| ১০ ই মে, ২০১৪ রাত ৯:৩১
আমি তুমি আমরা বলেছেন:
আজকে আমি মানুষ বটে কাল যদি হই লাশ,
দ্বায়িত্বটা কেউ নিবেনা বাড়বে দীর্ঘশ্বাস।
যাদের যাবে তারাই জানে লাশ হবার জ্বালা,
আর কতকাল লাশের তরে এমন অবহেলা।
ছন্দে ছন্দে দেশের মানুষ আজ যে নিরাপত্তাহীনতা আর আতংকে ভুগছে, তা চমৎকারভাবে তুলে ধরেছেন। ভাল লাগল
১১| ১০ ই মে, ২০১৪ রাত ৯:৩৬
অশ্রু হাসান বলেছেন: বর্তমান প্রেক্ষাপটে লেখা কবিতা টা সবাইকেই টাচ করবে, ভালো লিখেছেন কবি
১২| ১০ ই মে, ২০১৪ রাত ১১:৩২
শাশ্বত স্বপন বলেছেন: নিরাপত্তা দেবার কথা ভুলে গেছে তারা,
মোটা অংকের বেতন ভাতা তুলে নিচ্ছে যারা।
দ্বায়িত্বটা ভুলে গেলে এমনই হয় হাল,
আজ আমি লাশ হয়েছি তুমি হবে কাল।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: নিরাপত্তা দেবার কথা ভুলে গেছে তারা,
মোটা অংকের বেতন ভাতা তুলে নিচ্ছে যারা।
দ্বায়িত্বটা ভুলে গেলে এমনই হয় হাল,
আজ আমি লাশ হয়েছি তুমি হবে কাল।
সুন্দর লেখনী শুভকামনা +++++++++++