|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সখের বিয়া
কোবিদ
বিয়ে বিয়ে করে কেন ভাসো হাওয়ার দোলায়
কি আছে বিয়ের মাঝে? টাকা আসবে ঝোলায়?
জীবনটতো সুখে কাটে যত দিন না বিয়া,
বিয়ের পরে সুখ পাখিটা যাবে উড়াল দিয়া।
বিয়েটা কি মজা নাকি, দুঃখ কেন করা
যে করেছে সে বুঝেছে জীয়ন্তে সে মরা।
বিয়ে করে কে কবে হয়ে গেছে বড়?
বিয়ে করার ঝামেলা ছাড় যদি পারো।
তার পরেও বিয়ে যদি করতে কেউ চাও,
চোঁখে ঠুলি, মুখে কলুপ তবে এটে নাও।
অন্ধ আর বোবা স্বামীর আছে বড় গুণ,
তানা হলে কুরুক্ষেত্র, লাগবে আগুন।
সুখে দুঃখে চলতে পারো যারা করো বিয়া,
যদি পারো এক বাধনে বাধতে দুটি হিয়া।
তা না হলে সুখের পাখী যাবে উড়াল দিয়া,
দিল্লিকা লাড্ডু এটা পস্তাও করে বিয়া।
প্রকাশ কালঃ
ঢাকাঃ ১৩ মে ২০১৪ ইং
 ৩ টি
    	৩ টি    	 +০/-০
    	+০/-০২|  ১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৩
১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: দারুন ছন্দময়
৩|  ১৩ ই মে, ২০১৪  রাত ৯:১৬
১৩ ই মে, ২০১৪  রাত ৯:১৬
ডি মুন বলেছেন:  বাহ, এক্কেবারে হাড়ে হাড়ে জীবনধর্মী কবিতা। ভালো লাগলো  
 
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৯
১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতা +