নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি ভাবনা
কোবিদ
ভাবছি আমি কবি হবো
লিখবো অনেক কাব্য,
ভালো হোক মন্দ হোক
কটু বা সুখ শ্রব্য।
ভুল ত্রুটি অসঙ্গতি
ধরবো তুলে ছড়ায়,
ঘোড়া কোথায় ডিম পেড়েছে
ভূত এলো কোন পাড়ায়।
কোকিল কেন ডিম দিয়েছে
কালো কাকের বাসায়,
বক কেন সাধু সাজে
মাছ ধরিবার আশায়।
এমন করে অনেক গোপন
করে দেবো ফাঁস,
যখন যেথায় দেখতে পাবো
আমার সর্বনাস।
সকল খানে আমার নাম
থাকবে সবার মুখে,
ধন্য আমার কবি হওয়া
কত আশা বুকে।
প্রকাশ কালঃ
ঢাকাঃ ১৩ মে ২০১৪ ইং
১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
কোবিদ বলেছেন:
ধন্যবাদ হানিফ রাশেদীন
আমার ব্লগে স্বাগতম
২| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:৩৪
অন্ধবিন্দু বলেছেন:
হাহ হা।
কোবিদ, আপনি দেখি কবি হয়ে গেলেন
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৪:১৭
হানিফ রাশেদীন বলেছেন: অসাধারণ ভাবনা।