নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

জিপিএ ভাবনা (কবিতা)

১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

জিপিএ ভাবনা

কোবিদ





হাজার লাখো ছাত্র-ছাত্রী পরীক্ষাতে পাস,

জিপিএর ছড়া ছড়ি ব্যাপক উল্লাস।

হাজার স্কুল পাশ করেছে নিয়ে শত ভাগ,

প্রশ্নবিদ্ধ জিপিএতে বাড়ছে শুধু রাগ।



পিতা মাতা প্রশ্ন খুঁজে পরীক্ষার আগে,

জিপিএটা যদি জোটে ছেলে মেয়ের ভাগে।

জিপিএর মর্যাদা তাই গেছে ক্ষুন্ন হয়ে,

ফাঁস করা প্রশ্নপত্রে পরীক্ষাটা দিয়ে।



আগে ছিলো বিভাগ শ্রেনী এখন তা জিপিএ,

সোনা রূপা মিলে মিশে এক হয়েছে গিয়ে।

তাইতো এখন সোনা রূপা রাংতা দিয়ে মোড়া,

বাজারেতে বিকাচ্ছে তা গাধার দামে ঘোড়া।



এমনি করে দিনে দিনে কমছে শিক্ষার মান,

জিপিএতে মুখে হাসি ভিতরটা ম্লান।

আগের মতো কেউ হাসেনা পরীক্ষা পাশ করে,

উচ্চ শিক্ষার আকাংখাটা তাই যাচ্ছে মরে।



উপায় আছে শিক্ষার্থীদের রাখতে ধরে পাঠে,

অসাধুদের ধরতে হবে নামতে হবে মাঠে।

আগের রাতে প্রশ্ন পত্র হয় না যেনো ফাঁস,

ব্যর্থ হলে ছাত্র-ছাত্রী দেশের সর্বনাস।



সময় আছে আগে ভাবো করনীয় কী,

তানা হলে ছাইয়ের মাঝে পড়ে যাবে ঘী।

গাধা দিয়ে হয়না কভু ঘোড়ার কর্ম করা,

সার শূণ্য জিপিএ তো জীয়ন্তে যে মরা।



প্রকাশকালঃ

ঢাকাঃ রবিবারঃ ১৮ মে' ২০১৪ ইং

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

সুমাইয়া আলো বলেছেন: বাহ সুন্দর কবিতা ত কবিদ ভায়া

২| ১৮ ই মে, ২০১৪ রাত ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা।+

৩| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:২১

বাংলার পাই বলেছেন: আগে ছিলো বিভাগ শ্রেনী এখন তা জিপিএ,
সোনা রূপা মিলে মিশে এক হয়েছে গিয়ে।
তাইতো এখন সোনা রূপা রাংতা দিয়ে মোড়া,
বাজারেতে বিকাচ্ছে তা গাধার দামে ঘোড়া।[/sb----------নির্ভেজাল সত্য কথা। শুভেচ্ছা নিবেন।

৪| ১৯ শে মে, ২০১৪ সকাল ৯:৫৭

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা। আর হ্যাঁ, দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট শিক্ষাব্যাবস্থা বাংলাদেশে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.