নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

কবি উপাখ্যান (একটি রম্য কবিতা)

২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

কবি উপাখ্যান (একটি রম্য কবিতা)

কোবিদ



কাক ও কবির সংখ্যা নাকি সমানে সমান

হিসেব তার কষতে গিয়ে হচ্ছি পেরেশান।

খাতা কলম যোগ বিয়োগে সকাল সন্ধ্যা রাতে

ভুলে গেছি নাওয়া খাওয়া আধার দেখি প্রাতে।



ভালো ছিলাম নিরাপদে জন্ম মৃত্যু নিয়া

হঠাৎ করে কবি হবার খায়েশ জাগায় হিয়া।

কবি হওয়া ব্যাপরতো নয় ভাবি মনে মনে

যে ভাবে বাড়ছে কবি প্রতি দিনে দিনে।



কোমর বেধে লেগে পড়ি হতে হবে কবি

কিন্তু একি দেখতে যে পাই শুধু কাকের ছবি।

কাক ও কবি সমান তালে পাল্লা দিয়ে বাড়ে

কাক হবো না কবি হবো কে যেতে কে হারে।



হিসাব কষি তাইতো আমি কার সংখ্যাটা বেশী

উত্তরটা জানতে পেরে পাচ্ছে শুধু হাসি।

কবি হবার খায়েশ নাই আর খাতা কলম ছাড়ি

জন্ম-মৃত্যু নিয়ে থাকি কবির সাথে আড়ি।



কবি হতে বিদ্যা লাগে যেটা আমার নাই

কবির কাছে আমি তাইতো ক্ষমা চাই।

কাকের মতো কবি হয়ে যায়না পাওয়া মান

কবি হতে জ্ঞানের ছুরি দিতে হবে সান।



কবি হতে পড়তে হবে গুণী কবির লেখা

তানা হলে কবি হবার পথটি হবে বাকা।

কাকের সাথে কবির সংখ্যা বাড়িয়োনা ভাই

কারো মনে কষ্ট দিলে ক্ষমা আমি চাই।




প্রকাশ কালঃ

ঢাকাঃ মঙ্গলবার ২০ মে, ২০১৪ ইং

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

ঢাকাবাসী বলেছেন: ছন্দময় কবি। ভাল লেগেছে।

২| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কাক আর কবির সংখ্যা যদি সমানও হয় তবে তা মন্দ কিছু না।

৩| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৪০

মশিকুর বলেছেন:
প্রতিটা মানুষই ভিত্রে ভিত্রে কবি। তাইলে কাক, কবি আর মানুষের সংখ্যা সমান। তবে কবিতার সংখ্যা হাতে গোনা :)

ভালো থাকুন।

৪| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৪১

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: এভাবে কবিদের পচালেন ...

৫| ২১ শে মে, ২০১৪ বিকাল ৪:০৭

শাহ আজিজ বলেছেন: কাকরা খুব মাইন্ড করেছে তাদের সংখ্যা কমে যাচ্ছে দেখে । শেষে ওরা সিদ্ধান্ত নিল একটা কাউয়া জাগরন মঞ্চ করবে যাদুঘরের ছাদের উপর । প্রতিবাদ করবে হেগে যেখানেই পাওয়া যায় কবির মাথা -----------------কি বিপদ , গুম করে দেয় যদি , রঙ তো কালোই !!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.