|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
যানজট (কবিতা)
কোবিদ
যানজটে নাকাল মানুষ ব্যস্ত শহর ঢাকায়
চলতে গিয়ে আটকে গেছে সময় গাড়ীর চাকায়।
হাজার গাড়ী এই ঢাকাতে আরো বেশী চাই
দিনে দিনে বাড়ে গাড়ী রাস্তা বাড়ে নাই।
স্কুল কলেজ অফিস গামী মানুষ হাজার হাজার
প্রতিদিনই নষ্ট যে হয় সময় স্বাস্থ্য তাহার।
অসময়ে আফিস গিয়ে কাজের ক্ষতি করে
শিক্ষাথীদের ক্লাস কামাই দেরী হবার তরে।
বিপদ আপদ অনেক কিছু সাথে আরো আছে 
মিটিং মিছিল দাঙ্গা ফ্যাসাদ যদি লাগে পাছে।
পথ চলা দায় হয়ে যায় থমকে থাকে গাড়ী
সময় সে তো বয়েই চলে ফেরা হয়না বাড়ি।
এমন ভাবে চলতে গেলে এগুবেনা দেশ
কাজের ক্ষতি ব্যবসা পাতি হয়ে যাবে শেষ।
সময় যাতে নষ্ট না হয় পড়ে যানের জটে
সমাধান বার করুন বুদ্ধি যাদের পেটে।
সময়মতো অফিস কাজে আসতে পারা চাই
তা না হলে উন্নয়নের পাতে পড়বে ছাই।
গলাবাজি যতই করো কাজ হবেনা কিছু
যাতায়াতটা সহজ করো দুঃখ ছাড়বে পিছু।
প্রকাশ কালঃ
ঢাকাঃ বৃহস্পতিবারঃ ২২ মে ২০১৪ ইং
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০  ২২ শে মে, ২০১৪  বিকাল ৪:৫৮
২২ শে মে, ২০১৪  বিকাল ৪:৫৮
কোবিদ বলেছেন: 
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৪  দুপুর ২:১৮
২২ শে মে, ২০১৪  দুপুর ২:১৮
বাংলার নেতা বলেছেন: চমৎকার হয়েছে! পোষ্টে প্লাস।