নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাঠাঁলের মর্ম বেদনা
কোবিদ
আজকে আমি বলবো শুধু কাঠাঁল নিয়ে কথা
জাতীয় ফল হয়েও যার মনে অনেক ব্যাথা।
ইলিশ বাঘ শাপলা দোয়েল সবই হলো রাজা
কাঠাল শুধু নামে রাজা কাজে অধম প্রজা।
আম লিচু আপেল চেরী দাম অনেক চড়া
তবু তাদের কদর বেশী কাঠাঁলের মন মরা।
পুষ্টি বেশী দামে কম সাইজ ও অনেক বড়
তাকে ছেড়ে অন্যফল তোমরা কেন ধরো?
আপেল চেরী নামের সাথে নাম মিলিয়ে রাখে
কাঠাঁল বলে ডাকলে কেউ চোখ রাঙ্গিয়ে থাকে।
কাঠাঁল পাতা ছাগলের খুবই প্রিয় খাবার
কাঠাঁল কাঠ ফার্নিসারে ইচেছ তাকে পাবার।
দোয়েল এবং শাপলা চত্তর এই ঢাকাতে আছে
কাঠাঁল বাগান আছে বটে মান কি তাতে বাচেঁ?
রাজা সাহেব থাকবে কেন বাগানেতে পড়ি
মধু মাসে সবার সাথে তাহার কদর করি।
চেরীর চেয়ে শতগুন সাইজে বড় কাঠাঁল
পুষ্টিগুণ বেশী কিনা ভেবে চিন্তে বল।
স্যুপ, জুস আসিক্রিম চিপস বানাতে নিয়ো
কাঁচা পাকা যেমন ইচ্ছা তেমন করে খেয়ো।
প্রকাশ কালঃ
ঢাকাঃ সোমবারঃ ২৬ মে, ২০১৪ ইং
২৬ শে মে, ২০১৪ সকাল ১১:০০
কোবিদ বলেছেন:
ধন্যবাদ তৃষা
ছড়াটি আপনার
ভালো লেগেছে যেনে
খুশি হলাম,
২| ২৬ শে মে, ২০১৪ সকাল ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:২৯
কোবিদ বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই
সুন্দর দেখলেন !!
কাঠালেল মর্ম বেদনা বুঝলেন না!!!
৩| ২৬ শে মে, ২০১৪ সকাল ১১:৫১
হামিদ আহসান বলেছেন: বেশ মজার ছড়া ................
২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:৩০
কোবিদ বলেছেন:
মজার তবে কষ্টের
কাঠাল কষ্ট পেয়েছে!!
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৪ সকাল ১০:২৬
তাসমিয়া আফরোজ তৃষা বলেছেন: বাহ্।মজার হয়েছে তো।