নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগিয়ানা (কবিতা)
কোবিদ
ব্লগেতে ব্লগারদের আজব আচরণ
পড়ার চেয়ে লেখে বেশী কমে গেছে মান।
তথ্যবহুল অনেক লেখা ব্লগেতে আসে
সে সব ছেড়ে পাঠককুল রঙ্গরসে ভাসে।
লিঙ্গ দেখে মন্তব্য এটা নতুন নয়
পরিচিতের লেখাতেও মন্তব্য ঝড় বয়।
ভালো কিংবা মন্দ হোক বিবেচ্য নয় কিছু,
তোষামদের ফুলঝুড়ি চলে পিছু পিছু।
ভালো মন্দ বিবেচ্যনয় মুখটা হলে চেনা
তোষামদ করতে গিয়ে মুখে তোলো ফেনা।
তোষামদ করে যারা পেতে তাদের মন
লাভের বেলা অষ্টরম্ভা কমে লেখার মান।
এর থেকে উত্তরণে বোদ্ধা পাঠক চাই
সাদাকে বলতে সাদা যাদের ভয় নাই।
কালোকে কালো বলো সকল দ্বিধা ভুলে
তানা হলে শিক্ষা দিক্ষা সবই যাবে জলে।
লিখতে হলে পড়তে হবে গুণী জনে বলে
পড়ার আগে লেখার কথা ভেবোনাকো ভুলে।
আমি বাপু লিখতে যাইনা নতুন কোন কথা
গুণী জনের মাঝে থাকি নিয়ে তাদের গাথা।
তোমরা যারা ব্লগেতে গরম করো মাঠ
নুতনদের লেখা দেখে মেরো নাকো কাট।
ভালো মন্দ দু'এক কথা বলো অকপটে
বিদ্যা তোমার জাহির করো যদি থাকে ঘটে।
খোলা মনে বলি কথা কেউ করোনা রাগ,
থাকবো আমি সবার সাথে না করিলে ত্যাগ।
লিঙ্গ দেখে মন্তব্য নয় তোষামদি ছাড়ি
সবাই সবার বন্ধু হও নইলে দেবো আড়ি।
প্রকাশকালঃ
ঢাকাঃ মঙ্গলবারঃ ২৭ মে ২০১৪ ইং
২| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:১৩
সুমাইয়া আলো বলেছেন: আরে বাহ এত সুন্দর কবিতা
৩| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:২৪
উদাস কিশোর বলেছেন: চমত্কার লিখেছেন ভাই
৪| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:৩২
অন্ধবিন্দু বলেছেন:
কোবিদ,
এমনিতেই ব্লগে খুব একটা সময় দেয়া হয় না। আপনার কবিতার বিবিধ দৃশ্য দেখে হতাশা প্রকাশ করতেই হচ্ছে। দূষিত রাজনীতির প্রভাব থেকে ব্লগ-সমাজ মুক্ত হোক ...
শুভ কামনা।।
৫| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:৫৭
ফুলেরপাতা বলেছেন: সবাই সবার বন্ধু হও নইলে দেবো আড়ি।
৬| ২৭ শে মে, ২০১৪ রাত ৯:৩৩
আমি তুমি আমরা বলেছেন:
লিখতে হলে পড়তে হবে গুণী জনে বলে
পড়ার আগে লেখার কথা ভেবোনাকো ভুলে।
আমি বাপু লিখতে যাইনা নতুন কোন কথা
গুণী জনের মাঝে থাকি নিয়ে তাদের গাথা।
চমৎকার বলেছেন
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:১০
নহে মিথ্যা বলেছেন: জব্বর... হয়েছে
আপনি যে শুধু জ্ঞানীগুনিদের জন্মদিনের শুভেচ্ছা আর তাদের মৃত্যুদিনের শোকবার্তা বাদেও সুন্দর কবিতা লেখেন তা আগে জানা ছিল না...