নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাসনে কবিতা
কোবিদ
কবিতারা নির্বাসনে জলে নয়তো বনে
হায়নারা যে খেলছে খেলা কিছুই নাহি মানে।
নরপশু সংহারে প্রাণ ক্ষুদ্র অভিযোগে
যন্ত্র দানব পিষছে মানুষ শোকের মাতম জাগে।
কবিরা সব আৎকে ওঠে দেখে লাশের সারি
কবিতা তাই দেয়না ধরা সব দিয়েছে আড়ি।
কবিতারা দূরে পালায় মন্দ লোকের ডরে
মন্দ যারা সবই পারে স্বার্থ সিদ্ধির তরে।
মন্দ লোকের বিবেক নাই বাতাস খেয়েও ফোলে
স্বার্থ লাভের আশায় তারা গায়ের কাপড় খোলে।
স্বার্থ আর লোভ লালশায় প্রান নিতেছে কেড়ে
তাদের ভয়ে কবিতারা পালায় খাতা ছেড়ে ।
কবে হবে সুদিন আবার কবিতাদের তরে
কবিরা সব কবিতাদের লিখবে খাতা ভরে।
সেই আশাতে কবিরা সব আশায় গুনে দিন
কবিতারা আসবে ফিরে খাতা পাবে প্রান।
প্রকাশ কালঃ ঢাকা
রবিবারঃ ১ জুন ২০১৪ ইং
©somewhere in net ltd.