|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বৃষ্টি বিলাস (কবিতা)
কোবিদ
সকাল থেকে বর্ষে বারি বৃষ্টি ধারা হয়ে
আবর্জনা ময়লা যত নিয়ে যাচ্ছে ধুয়ে।
মেঘলা আকাশ মাথার উপর সূর্য়ের নাই দেখা
এমন দিনে মনটা উদাস আছে যারা একা।
রাস্ত ঘাট ডুবে গেছে থমকে আছে গাড়ি
কাজে যেতে আলসে লাগে বিছানাটা ছাড়ি,
তার পরেও ছুটছে মানুষ বিকল্প নাই যাদের
ক্ষুধায় কাতর দুগ্ধপোষ্য রয়েছে যে মা'দের।
পোশাক কর্মী কেতাবী নাম শুনতে লাগে ভালো
নিজে থেকে অন্ধকারে জাগায় আশার আলো।
ঝড় বৃষ্টি বিপদ আপদ তুচ্ছ করি তারা
কাজের মাঝে ডুবে থেকে অকালে যায় মারা।
এই ভাবনা ভেবেছো কী যারা অসহায়
বৃষ্টি তাদের দুঃখ বাড়ায় বৃষ্টি বিলাস নয়।
জানালা দিয়ে দেখতে ভালো বর্ষার এই ধারা
কত কষ্ট বৃষ্টি ধারায় ভিজতে আছে যারা।
ঝড় বৃষ্টি যতই আসুক কাজের যে নাই মাপ
বিত্তবানদের বৃষ্টি বিলাস তাদের অভিশাপ।
বৃষ্টি বিলাশ তাদের সাজে সুখে আছে যারা
মেঘলা আকাশ বৃষ্টি বারি দুঃখির চোঁখের ধারা।
প্রকাশকালঃ ঢাকা
সোমবারঃ ২ জুন, ২০১৪ ইং
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০  ০২ রা জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৮
০২ রা জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৮
কোবিদ বলেছেন: 
ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী
মন্তব্য প্রদানের জন্য
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০১৪  বিকাল ৪:২৩
০২ রা জুন, ২০১৪  বিকাল ৪:২৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!!