নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

অব্যবস্থাপনার বলি (কবিতা)

০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৩



অব্যবস্থাপনার বলি

কোবিদ



জ্যান্ত মানুষ লাশ হয়ে যায় সড়ক, আকাশ, নদীতে,

হাসি খুশি মানুষ গুলো যমদূত আসে বধিতে।

নদী পথে মানুষ মরে, সড়ক পথে একই হাল,

সবখানেতে মানুষ মারার পাতা আছে মরণ জাল।



বাড়ী যাওয়া আসার পথে মানুষগুলো হচ্ছে লাশ,

তোমরা কী কেউ শুনতে পাও স্বজনদের দীর্ঘশ্বাস।

বাস ট্রেন আর লঞ্চ বিমানে কোথাও নয় নিরাপদ,

পায়ে পায়ে লেগে আছে মৃত্যু দূতের পাতা ফাঁদ।



ত্রুটিপূর্ণ বাস ট্রেন আর ভাঙাচোড়া রাস্তা ঘাট,

লঞ্চগুলির ফিটনেস নাই সাথে আছে যানজট।

এত কিছুর পরেও মানুষ চলছে এসব গাড়িতে

তা না হলে সাধ্যি কার পারে তাদের মারিতে।



নদীর মাঝে লঞ্চ ডুবিতে লাশ হয়েছে তাজা প্রাণ,

নিখোঁজ আছে অনেক মানুষ কাঁদতে আছে তার স্বজন।

অব্যবস্থাপনায় মৃত্যু চাইনা স্বাভাবিক মরণ চাই,

দোষীদের শাস্তি হোক তা না হলে রক্ষা নাই।



প্রকাশকালঃ মঙ্গলবার, ৪ আগস্ট ২০১৪ ইং

৩ আগস্ট পদ্মায় লঞ্চ ডুবিতে নিহতদের স্মরণে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সবখানেতে মানুষ মারার পাতা আছে মরণ জাল।

সবখানেতে পাতা আছে মানুষের মরণ জাল হলে কেমন হয় কোবিদ।

ভাল লিখেছেন।বাস্তব চিত্র তুলে ধরেছেন কবিতায় ।

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৭

কোবিদ বলেছেন:
ধন্যবাদ সেলিম আনোয়ার
হতে পারে, কথা একই তবে
মনে হয় একটু ছন্দ পতন হতো।
ধন্যবাদ সাজেসনের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.