নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাঁরা স্বামীদের দিয়ে গৃহস্থালির কাজ করান তাঁদের জন্য দুঃসংবাদ!! গবেষণায় দেখা গেছে, যেসব দম্পতি ঘরের কাজ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন, তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার বেশি; অন্তত যে সংসারে নারীই ঘরের কাজের প্রায় পুরোটাই করেন তাঁদের তুলনায়। কিন্তু এমনটা কেন ঘটে? টমাস হানসেন বলছেন, ‘কার কী দায়িত্ব, সে বিষয়ে দুজনই পরিষ্কার থাকবে এবং একজন আরেকজনের কাজে ঝামেলা সৃষ্টি করবে না—সাধারণত এটাকেই ভালো বলে মনে করা হয়। এতে দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি কম হয়। কিন্তু দুজন যদি একই কাজ করেন এবং এর মধ্যে একজনের যদি মনে হয় অন্যজনের যতটা করার কথা ছিল, ততটা করছেন না, তখনই লেগে যেতে পারে তুমুল ঝগড়া।’
আধুনিক জীবনে স্বামী-স্ত্রী দুজনই অনেক সময় চাকরিবাকরি করেন। সে ক্ষেত্রে কর্মব্যস্ত দিন শেষে ঘরের কাজ সামাল দেওয়া নারীর একার পক্ষে কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতায় অনেক স্বামীই ঘরের কাজে স্ত্রীকে সহযোগিতা করেন। এতে জীবন সুখের হয়। পুরুষের এই মানসিকতা প্রশংসাযোগ্যও। সাধারণত মানুষ মনে করে, যে পরিবারে ঘরের কাজে স্বামী-স্ত্রীর মধ্যে বৈষম্য আছে, সেখানেই সাধারণত বিচ্ছেদের ঘটনা বেশি ঘটে। অথচ গবেষণায় দেখা গেছে এটা ভালোর চেয়ে মন্দই বেশী। কারণ যে দম্পতি ঘরের কাজ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন, তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার বেশি। গৃহস্থালির দায়িত্বের সমতা এবং এর সঙ্গে বিচ্ছেদের ঘটনার এই অসামঞ্জস্যতায় বিস্মিত হয়েছেন গবেষকেরাও।
(Thomas Hansen, M.D.)
নরওয়ের গবেষকদের গবেষণার এই ফলাফল প্রকাশিত হয়েছে ‘ঘরে সমতা’ শিরোনামে। গবেষণা নিবন্ধের সহ-লেখক টমাস হানসেন বলেন, ‘সাধারণত মানুষ মনে করতে পারে, যে পরিবারে ঘরের কাজে স্বামী-স্ত্রীর মধ্যে বৈষম্য আছে, সেখানেই সাধারণত বিচ্ছেদের ঘটনা বেশি ঘটে। কিন্তু আমাদের গবেষণা বলছে ঠিক উল্টো কথা।’ তিনি আরও বলেন, ‘যে পরিবারের পুরুষ যত বেশি ঘরের কাজ করেন, সেই পরিবারে বিচ্ছেদের হার তত বেশি।’ গবেষণার ফলাফল অনুযায়ী তা প্রায় ৫০ শতাংশ বেশি। খবরঃ দ্য টেলিগ্রাফ। তবে বিচ্ছেদের পেছনে শুধু ঘরের কাজ নিয়ে তুচ্ছ ঝগড়াঝাঁটি বড় কারণ হিসেবে দেখছেন না গবেষকেরা। এর পেছনে ব্যক্তিগত মূল্যবোধও অন্যতম কারণ। বিয়ে বা বিচ্ছেদের ব্যাপারেও স্বামী-স্ত্রীর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে। গবেষক টমাস হানসেন বলেন, ‘আধুনিক দম্পতিদের মধ্যে নারীরা অনেক উচ্চশিক্ষিত এবং ভালো বেতনে চাকরি করেন। এ কারণে আর্থিকভাবে তাঁরা স্বামীর ওপর নির্ভরশীল নন। বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও তাঁরা নিজেদের ভালোভাবে সামলে নিতে পারেন।’
সূত্রঃ
লিংকঃ Couples Who Share Housework More Likely to Divorce,
©somewhere in net ltd.