নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব্যসাচী প্রতিভার অধিকারী, আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী, শক্তিমান অভিনেতা গোলাম মুস্তাফা। বেতার, টিভি, মঞ্চ, চলচ্চিত্র এই চার মাধ্যমেই তিনি তার সুঅভিনয়ের স্বাক্ষর রেখে গেছেন। দোর্দান্ড প্রতাপে অভিনয় করেছেন চলচ্চিত্রে। সিনেমায় সুজাতা তার নায়িকা ছিলেন, তবে টেলিভিশনে বেশ কয়েকটি নাটকে মুস্তাফার নায়িকা ছিলেন সুজাতা। গোলাম মুস্তাফা ঢাকা টেলিভিশনের জন্মলগ্ন থেকে নাটকে অভিনয় শুরু করেন। প্রথমদিকে ১৯৬৫ থেকে ১৯৬৯ পর্যন্ত বেশ কয়েকটি নাটকে নায়ক চরিত্রে ছিলেন। মঞ্চ নাটককে জনপ্রিয় করার পিছনেও তার রয়েছে গুরুত্বপূর্ণ ভুমিকা। বেতার নাটককওে তিনি শ্রোতাদের কাছে হৃদয়গ্রাহী করার পিছনে বিরাট অবদান রাখেন। আবৃত্তিকে শিল্পের পর্যায় উন্নীত করায় তার অবদান অনস্বীকার্য। ১৯৩৫ সালের তরা মার্চ বরিশালের পিরোজপুর মহাকুমায় জন্মগ্রহণ করেন অভিনেতা গোলাম মুস্তফা। আজ তার ৮০তম জন্মবার্ষিকী। জন্মদিনে তাকে স্মরন করছি গভীর শ্রদ্ধায়।
বিস্তারিত জানতে দেখতে পারেন
২| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
ঢাকাবাসী বলেছেন: মুস্তাফা ভাই'র জন্মদিনে তাঁকে শ্রদ্ধান্জলী।
৩| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৫৩
সুমন কর বলেছেন: উনার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। ভাল অভিনয় করতেন।
অনেক দিন পর পোস্ট দিলেন। কেমন অাছেন?
৪| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৪০
এনামুল রেজা বলেছেন: গানটা মাথায় ঘুরছে। রুপ নগরের রাজকন্যা, রুপের যাদু এনেছি..
গুণী এই অভিনেতার জন্য বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
৫| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৩৩
লালপরী বলেছেন: নাটকে দেখেছিলাম, ভালো অভিনেতা ছিলেন তার জন্য রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
৬| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: উনার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
অনেক দিন পর পোস্ট দিলেন। কেমন অাছেন?
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধাঞ্জলী গোলাম মুস্তাফা