নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

কালজয়ী ইংরেজ ঔপন্যাসিক, নাট্যকার ও কবি টমাস হার্ডির ১৭৫তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা

০২ রা জুন, ২০১৫ বিকাল ৫:০০




সাহিত্যি নিষ্ঠায় অনন্য প্রখ্যাত ইংরেজ কথাশিল্পী, নাট্যকার ও কবি টমাস হার্ডি। কবিতা লেখার পাশাপাশি উপন্যাস লিখে টমাস হার্ডি সারা বিশ্বে তার জীবতকালেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বর্তমানেও তিনি সমানভাবে বিশ্বে সমাদৃত। কথাশিল্পী হিসেবে তার গভীর জীবননিষ্ঠা, বাস্তববাদ, কৌতুকবোধ ও মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ ক্ষমতা তাকে বিশ্বের প্রথম সারির লেখক হিসেবে পরিণত করেছে। সমাজের নানা স্তরে অন্যায়-অবিচার তিনি প্রত্যক্ষ করেছেন, তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। যা নিয়ে তিনি লিখেন সে সম্পর্কে তার জ্ঞান প্রত্যক্ষ ও গভীর। হালকাভাবে চটুল ভঙ্গিতে শুধু লেখার জন্য লেখা তার সাহিত্যকর্মের অঙ্গীভূত নয়। টমাস হার্ডির সাহিত্যকর্মে যে বস্তু সত্যিকার পাঠক বা সমালোচকরা দৃষ্টি অনিবার্যভাবে আকর্ষণ করে তা হলো-তার সততা, তার করুণা, আর তার ক্রোধ। প্রগাঢ় জীবনবোধে উদ্দীপ্ত সাহিত্যিক টমাস হার্ডি ১৮৪০ সালের ২ জুন ইংল্যান্ডের রকহাম্পটনে জন্মগ্রহণ করেন। আজ এই বরেণ্য সাহিত্যিকের ১৭৫তম জন্মবার্ষিকী। ঔপন্যাসিক, নাট্যকার ও কবি টমাস হার্ডির জন্মদিনে ফুলেল শুভেচ্ছা। নাট্যকার ও কবি টমাস হার্ডি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.