নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

প্রখ্যাত অভিনেতা,আবৃত্তিকার এবং স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের ৮০তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৩


বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা,আবৃত্তিকার এবং স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। তিনি বাংলাদেশের সর্বোচ্চ সম্মান একুশে পদকসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। সৈয়দ হাসান ইমাম শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সাংবাদিক সমিতি পুরস্কার পেয়েছেন। মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য তিনি সিকোয়েন্স পুরস্কারও লাভ করেন। ১৯৩৫ সালের এই দিনে ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন সাংস্কৃতিক আন্দোলন সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব সফল সংগঠক ও অভিনেতা সৈয়দ হাসান ইমাম। হাসান ইমাম মাত্র দুই বছর বয়সে তাঁর বাবাকে হারান। সৈয়দ হাসান ইমাম ১৯৫২ থেকে ১৯৫৪ সাল পর্যনত্ম বর্ধমান রাজ কলেজে এবং ১৯৫৪ থেকে ১৯৫৭ সাল পর্যনত্ম বর্ধমান টেকনিক্যাল কলেজে অধ্যয়ন করেন। ছাত্র জীবনেই তিনি সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। আজ এই গুণী অভিনেতার ৮০তম জন্মবার্ষিকী। জন্মদিনে তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ফুলেল শুভেচ্ছা।প্রখ্যাত অভিনেতা হাসান ইমাম সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এ্খানে

বিঃদ্রঃ বিগত বছরগুলোতে পত্রিকা মাধ্যমে জানতাম এই গুণী নাট্যাভিনেতার জন্মদিন ২৯ জুলাই। কিন্তু আজ ২৭ জুলাই চ্যানেল আইয়ের "তারকালাপ" অনুষ্ঠানে সৈয়দ হাসান ইমামকে নিয়ে তাজ জন্মদিন পালন করা হলো। সাথে ছিলেন তার সহধর্মিনী লায়লা হাসান। সুতরাং তাঁর জন্মদিন নিয়ে বিভ্রান্তি দূর হলো।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩২

ঢাকাবাসী বলেছেন: হাসান ইমাম ভাইকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

২| ২৭ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১২

লেখোয়াড়. বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা হাসান ভাইকে।

৩| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী
আপনার মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.