নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

প্রথিতযশা সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্তের ১০৩তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা

২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৫


ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রথিতযশা সঙ্গীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্ত। কমল দাশগুপ্ত শুধু বাংলা গানের সুরস্রষ্টা নন, তার সুরের নিবিড় পরিচর্যা পেয়েছে হিন্দি, উর্দু, মারাঠিসহ বেশ কয়েকটি ভাষার গান। তিনি ইসলামী গান সুরারোপ করেও সমান খ্যাতি পেয়েছেন। তার সুরে রওশন আরা বেগমের গাওয়া 'হে প্রিয় নবী রাসূল', 'হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে তুমি শুনিতে কি পাও' গান দুটি উল্লেখযোগ্য। প্রথিতযশা এ সঙ্গীতজ্ঞ আধুনিক গানসহ আট হাজারেরও বেশি গানের সুর করেছিলেন। তালিকা থেকে বাদ যায়নি আধুনিক, নজরুলসঙ্গীত, গীত, গজল, ভজন, কাওয়ালিসহ সঙ্গীতের বিভিন্ন ধারা। ত্রিশ এবং চল্লিশের দশকে গ্রামোফোন ডিস্কে তাঁর সুরে গাওয়া বহু গান অত্যন্ত জনপ্রিয় ছিল। গানগুলোর গীতিকার ছিলেন প্রণব রায় এবং কণ্ঠশিল্পী ছিলেন যুথিকা রায়। তার সুর করা সাঁঝের তারকা আমি, আমি ভোরের যুথিকা প্রভৃতি গান আজও সমাদৃত। তাঁর কয়েকটি রাগাশ্রিত, কীর্তনাঙ্গ এবং ছন্দ-প্রধান গানও সবিশেষ উল্লেখযোগ্য। সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্ত ১৯১২ সালের ২৮ জুলাই যশোরের কালিয়াতে জন্মগ্রহণ করেন। আজ তার ১০৩তম জন্মবার্ষিকী। জন্মবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করছি ক্ষণজন্মা এই সঙ্গীত কাণ্ডারিকে। সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্ত সম্পর্কে আরো জানতে ক্লিক করুন এখানে

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জন্মবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করছি ক্ষণজন্মা এই সঙ্গীত কাণ্ডারিকে।

++++++++++++++++++

২| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৮

ঢাকাবাসী বলেছেন: বিরল প্রতিভার অধিকারী কমল দাশ গুপ্তের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাভরা শুভেচ্ছা।

৩| ২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

সাদী ফেরদৌস বলেছেন: উনি মাইলস ব্যান্ড এর শাফিন এবং হামিন এর পিতা । কমল কে কবি নজরুল নিজে গান শিখিয়েছিলেন এবং বিখ্যাত বাঙ্গালি নারী নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম তার স্ত্রী । কবি নজরুল তাদের বিয়ে দিয়েছিলেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.