নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: হেলাল হোসেন

আমি একজন গবেষক ও সমালোচক

মো: হেলাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

আবেগের ভাষা দিবস পলনে লালন করছি বিদেশি সাংস্কৃতি

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯


ফেব্রুয়ারী মাস আসলেই আমরা বাঙ্গালীরা বাংলা ভাষা ভাষা বলে মুখে ফেনা তুলে ফেলি কিন্তু এই ২১ শে ফেব্রুয়ারীতে যারা ভাষা দিবস পালন করে তারা যে খুব বুদ্ধিমান না তার প্রমাণ হল, আমাদের জন্য একটি বাংলা ক্যালেন্ডার আছে আছে দিন ও মাসের নাম আছে, ভাষা আন্দোলনের দিন ছিল ৮ ফাল্গুন তাই সেই ৮ ফাল্গুন তারিখেই মাতৃভাষা দিবস পালন করা উচিত। ২৫ ডিসেম্বর বড় দিনে বাংলায় কোন দিন পড়ে তা কি আমরা লক্ষ্য রাখি? ১২-ই রবিউল আওয়াল ইংরেজী কোন দিন কোন তারিখ পড়ে সেটা কি লক্ষ্য রাখি? তাহলে ৮ ফাল্গুন ভাষা দিবস নয় কেন? আমাদের মহামান্য হাই কোর্ট রায় দিয়েছে সকল যায়গাই বাংলা চালাতে হবে কিন্তু সেখানে রায় লেখা হয় ইংরেজীতে ,সকল সরকারী কাজ হয় ইংরেজীতে ,বিশ্ববিদ্যলেয়ে, মেডিকেল কলেজে পাঠদান করা হয় ইংরেজীতে ,তাই বরং প্রাইমারী থেকে ইংরেজীতে অনন্ত ৫০% বই ইংলিশ মিডিয়াম করা উচিত তাহলে উপরে উঠে জাতিকে আর হা-হুতাশ করা লাগবে না বিদেশে গেলে আমরা ভালো করবো , বাংলা আমাদের মাতৃভাষা আমরা পিএইচডি ডিগ্রি নিলেও বাংলায় কথা বলবো ,তাই ভবিষ্যাতের জন্য হলেও ইংরেজী ভালো করে শেখা উচিত। আর আমার সাথে একমত না হলে আগে মাতৃভাষা দিবস ৮ ফাল্গুন করুন আর দেশের সকল স্তরে মাতৃভাষার প্রচলন করুন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.