![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ শিশু
মো: হেলাল হোসেন
একদিন শীতের রাতে
শুয়েছিল মেয়ে পথ শিশু
কুকুর ছিল সাথে,
শুধাইলাম আমি হে মেয়ে
নাই কি তোমার ঘর?
হাসিয়া বলে সে
রাস্তার কুকুর,বিড়াল
নাই মোর পর,
কহিলাম আমি
কুকুরের সাথে কর বাসবাস
ভয়ডর নাহি করে?
কহিলো সে
কুকুর আমার ভাই
কুকুর থেকে আমি
মানুষকে ভয় পাই
কহিলাম আমি
কে তোমার বাবা
কে বা তোমার মা?
রাগিয়া সে বলিলো
এখুনি ব্যাটা এখান থেকে যা,
যদি বেশি খুঁজিস দেখিতে পাবি
তোরি মত কারো
লালসার ফসল আমি
তাদের কাছে আমার থেকে
মান-সম্মান দামী,
আর নাহি আমি থাকিলাম সেথায়
মনে প্রশ্ন জাগে
এ সভ্যাতা নিতেছে মোদের কোথায় ?
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: বেশ ভাল লেগেছে, শুভেচ্ছা।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২
মো: হেলাল হোসেন বলেছেন: ধন্যবাদ সবাইকে
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল আপনার লেখা।
আর নাহি আমি থাকিলাম সেথায়
মনে প্রশ্ন জাগে
এ সভ্যাতা নিতেছে মোদের কোথায় ? আসলেই আমার ও এই প্রশ্ন।