![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ঘামে ভেজা শরীর শুকিয়ে যায়
তবুও আমার মুজুরি হয় না আদায়
হে বিধাতা , কি অপরাধে রেখেছো শ্রমিক করে
বুকের রক্ত চক্ষু দিয়ে পানি হয়ে ঝরে
যে সুউচ্চ অট্রালিকা গড়েছি মোরা খেটে
সেখানে আমাদের আশ্রয় নাহি কেন জোটে?
আজ যে পথে ছুটেছো তোমরা নাড়ীর টানে বাড়ী
সে পথে নামলে আমাদের জোটে না কেন গাড়ী?
যে পোশাক পরে করেছো লজ্জা বন্ধ
সে পোশাকে পায়নি কি তোমরা ? মানুষ পোড়া গন্ধ
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৫০
সোজোন বাদিয়া বলেছেন: - মে দিবসের সালাম রইলো।