নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: হেলাল হোসেন

আমি একজন গবেষক ও সমালোচক

মো: হেলাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

আমি বিরঙ্গনা এক নারী

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৯

আমি বিরঙ্গনা এক নারী
মোঃ হেলাল হোসেন
তুমি ধোকাবাজ, তুমি মিথ্যাবাদী
তোমার আহ্ববানে সাড়া দিয়ে
যুদ্ধে গেছে আমার স্বামী।
ওরা আমার চোখের সামনে
দেয়ালে আছড়ে হত্যা করেছে
ছোট্রো দুধের নিষ্পাপ শিশুকে
অমানষিক নির্যাতিত হয়েছি আমি
ক্ষত বিক্ষত হয়েছে আমার
দেহের অংশ বিশেষ।
আমি বিরঙ্গনা এক নারী
আমি পাইনি মুক্তিযোদ্ধা ভাতা,
যতদিন যৌবন ছিল আমার
শিকার হয়েছি পুরুষের লালসার।
আমি আজ পৌড় তাই নেই
আমার প্রতি কারো আকর্ষণ।
আমি পাইনি বয়ষ্ক ভাতা অথবা
বৃদ্ধআশ্রমে সামান্য ঠাঁই।
তাই ভিক্ষা বৃত্তি আমার একমাত্র সম্বল
আর এর জন্য
একমাত্র তুমি দায়ী
কারণ তোমার ডাকে
এসেছিল মুক্তিযুদ্ধ
তুমি মুক্তি খুঁজে নিয়েছো
৭৫এর ১৫ই আগষ্ট
কিন্তু আমার মুক্তি কোথায়?


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.