নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: হেলাল হোসেন

আমি একজন গবেষক ও সমালোচক

মো: হেলাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

স্কুলে সারা বছরে ক্লাস হয় না ২০৯ দিন সিলেবাস শেষ হবে কি করে ?

১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

২০১৭ সালে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা দেখুন সেখানে ৮৫ দিন ছুটি রাখা হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি ছাড়াই, ৫২ দিন শুক্রবার, তিনটি পরীক্ষার জন্য রাখা হয়েছে ১৪+১৪+১৪=৪২ দিন, ডিসেম্বর মাস পুরা ছুটি কারণ নভেম্বর মাসে প্রাথমিক সমাপনি, জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা ,আবার এই পরীক্ষার কেন্দ্র ও গার্ড থাকার কারণে ক্লাস হয় না অন্যদের, জানুয়ারিতে খেলাধুলা,পিকনিক, নতুন বই বিতারণ, ভর্তি, আর সকল স্কুল সকল বই এক সাথে পায় না, তার মানে আমারা ছুটি পাচ্ছি ৮৫(সরকারি)+৫২(শুক্রবার)+৪২(পরীক্ষা)+৩০(ফলাফলের জন্য অপেক্ষা)=২০৯ দিন সব মিলে ক্লাস হয় না, আর অসুস্থ, প্রকৃতিক দুর্যোগ, হরতাল ,অবরোধ তো আছেই, আপনি বলেন সিলেবাস কি করে শেষ হবে? সরকারি অপ্রয়োজনীয় ছুটি আছে প্রায় ৪০ দিন এই ছুটি বাতিল করতে হবে।
সুপারিশ
বিভিন্ন গুরুত্বহীন ছুটি বাতিল করতে হবে, প্রাথমিক সমাপনি পরীক্ষা বাতিল করতে হবে, জেএসসি পরীক্ষা ডিসেম্বর এর ১০ তারিখ শুরু করে ২০ তারিখের মধ্যে শেষ করতে হবে, খাতা বাড়িতে নেওয়া যাবে না যে দিনের পরীক্ষার খাতা সেদিন কেন্দ্রে বসে দেখে রেজাল্ট অনলাইনে আপলোড করতে হবে তাহলে ডিসেম্বর এর ২৬-২৮ তারিখের মধ্যে রেজাল্ট দেওয়া যাবে, পরীক্ষার জন্য আলাদা কেন্দ্র তৈরি করতে হবে তাহলে পরীক্ষার কেন্দ্র হিসেবে স্কুলের অন্যদের ক্লাস বন্ধ হবে না, একজন ডাক্তার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হাসপাতালে ডিউটি করে বাকী সময় আনলিমিটেড রুটি দেখে লক্ষ টাকা আয় করছে তাতে দোসের কিছু নাই, আর একজন শিক্ষা বিদ্যাদান করে সামান্য দক্ষিণা গ্রহন করলে মহাভারত অশুদ্ধ হচ্ছে হাই সেলুকাস!
মোঃ হেলাল হোসন
শিক্ষার্থী

Masters of Development Policy and Studies

Khulna University

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬

আহলান বলেছেন: এমন জোকস তো হামেশাই হয়ে চলেছে ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.