![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বায়ু শুন্য থাকে না ঘর ,থাকে না শুন্য মন,
তুমি জায়গা ছেড়ে দিলে, নিবে অন্যজন ।
সবাই আছি গোলক ধাঁধায়, করছি অভিনয়,
সবাই কি আর পারে দিতে প্রেমের বিনিময়?
সমস্ত মানুষের চেহারা ভিন্ন ,ভিন্ন তাদের মন
তুমি যাকে ভালবাস , সে নয় আপনজন।
কে কি যে চাই জানে না সে, এর ভাল মন্দ
তাই তো আছি আমরা সবাই মনে নিয়ে দ্বন্দ্ব।
দোষ রেখো না নিজের মনে , তবেই পাবে সুখ
কে কি বলল আগে পিছে , তাতে কেন দুখ?
আমি আমার বাবা-মায়ের কাছে রাজা/ রাণী
সুখে দুঃখে তাদের পাব এটাই শুধু জানি।
বন্ধু আসবে বন্ধু যাবে এটাই জগতের খেলা
ভাল তোমাকে বাসে সেই জন, দেয় না যে কোন জ্বালা।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
বায়ু শুন্য থাকে না ঘর ,থাকে না শুন্য মন,
তুমি জায়গা ছেড়ে দিলে, নিবে অন্যজন ।
বাহ! দারুণ ছন্দময় প্রকাশ! কবিতায় তিন তারকা প্লাস+++