![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখেত ভালবাসি । ভীষণ রকম অভিমনী হয়ে যাই মাঝে মাঝে,যদি কেউ স্বপ্নের ঘরে আঘাত করে ।
সত্য !
মায়ের আচলের নিচে লুকিয়ে থাকা
দুষ্ট বালকের মতো ,
মায়ের আদর পেলেই তা
সূর্যের মতো বেরিয়ে পড়ে ।
আমি সত্য মিথ্যার প্রভেদে
উচ্ছসিত উল্লাসিত ।
কোথাও মিথ্যা সত্য হয়
আবার কোথাও মিথ্যা মিথ্যাই রয় ।
সত্যের অবরন দিনান্তের সূর্যের মতো
অস্তমিত হয় কখনো ।
দুঃখিত !
বেশ ভালই হলো ।
সত্য ।
আরে একি !
মিথ্যা , আবার ।
না , সব শেষ ।
©somewhere in net ltd.