![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখেত ভালবাসি । ভীষণ রকম অভিমনী হয়ে যাই মাঝে মাঝে,যদি কেউ স্বপ্নের ঘরে আঘাত করে ।
আমি যেন মেঘের মতো
প্রতি দিন উড়ে বেড়াই ঐ আকাশে ,
আমি যেন শিশির কনা
জমে থাকি ভোরের ঘাসে ।
আমি যেন দস্যি ছেলে
চিৎকার করে ছুটে চলি
পাড়া মতাই উল্লাসে ।
আমি যেন শান্ত বালক
আদরে আদরে ভরিয়ে দিয়ে
সবাই আমায় ভালবাসে ।
আমি যেন দূর সমুদ্দুর মতো
ঢেউ হয়ে আছড়ে পড়ি তীরে ,
আমি যেন ক্লান্ত বিহঙ্গ
শেষ বিকেলে ফিরে যাই নিড়ে ।
আমি যেন শান্ত নদীর নৌকাটি
দিন যায় দিন আসে
আমি শুধুই ভেসে চলি ,
আমি যেন ধূলো মাখা মেঠ পথ
ধূলো জমাই ধূলো উড়াই
আবার পথিক হয়েই হেটে চলি ।
©somewhere in net ltd.