![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের লাগি কলম ধরি মিথ্যাকে করি বিনাশ,সত্যের বাধা যতই থাকুক মিথ্যার হবে সর্বনাশ।
. কামিনী-
নুরমোহাম্মদ(মিলন)
কামিনী,তুমি আমায় দিয়েছো
অগণিত মুঠো তম,
আমি চেয়েছি তোমা সমীপে
এক মুঠো আলো।
তোমায় দারা করে নিবো
আমার সদনে ছিল অভিপ্রায়,
কামিনী,তুমি আশীবিষ হয়ে
দংশন করলে আমার কলিজায়।
কামিনী,তোমার শশীমাখা মুখখানি
ভালোবেসে মন দিয়েছিলাম।
কামিনী,তোমার শশীমাখা হাসি দেখে
আপন করে নিয়ে ছিলাম।
তুমি আমায় অবহেলায় ছোড়া
দিলে তম-তিমিরে,
চাইনি বেশি কিছু তোমার কাছে,
চেয়েছি এক মুঠো আলো।
কামিনী,তোমার প্রবঞ্চনায়
ভালোবাসা না পেয়ে কস্টের অনল-
শিখায় পুড়ে-পুড়ে ভস্ম হয়ে যাচ্ছি,আর
বলছি ভালোবাসি,
কামিনী,ফিরে এসে দাওনা আমায়
তোমার সুখের আলো হতে
এক মুঠো আলো।
©somewhere in net ltd.