![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের লাগি কলম ধরি মিথ্যাকে করি বিনাশ,সত্যের বাধা যতই থাকুক মিথ্যার হবে সর্বনাশ।
'তোমাকে না পেলে পাগল হবো(মাত্রাবৃত্ত ছন্দ)
নুরমোহাম্মদ মিলন-
------------ -------------
তোমাকে না পেলে পাগল হবো
শুধু হাসবোরে আর হাসবো,
মুখে নিবোনারে কোনো আহার
শুধু কাদবোরে আর কাদবো।
হাসবো নাচবো আর বলবো
প্রিতি-ভালোবাসা তুমিই আশা,
তুমি যদি চাও দিবোই আজি
তোমার জন্য গলায় ফাঁসা।
তোমাকে না পেলে পাগল হবো
দেহের রক্ত সব ঝরাবো,
সাগর জলেতে মরবো ডুবে
তোমার জন্য সব হারাবো।
কাটবো সাঁতার প্রেমের জলে
মনেতে আমার বড্ড আশা,
ফিরিয়ে আমায় দাও'গো যদি
শুনবে আমার মরণ-নাশা।
©somewhere in net ltd.