নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিদ্রোহীর গর্জন

কবি ও কাব্য

একজন বিদ্রোহী বলছি ঃ যেখানে দেখিবে কোন অন্যায় অত্যাচার সেইখানে পাইবে শুনিতে আমার হুংকার সময় এসেছে সাথিরা সব অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন করে গর্জে উঠার।

কবি ও কাব্য › বিস্তারিত পোস্টঃ

বর্তমান প্রজন্মের অজানা সালমান শাহ এর স্বকণ্ঠের গানসহ ৯০ দশকের জনপ্রিয় কিছু গান (Must See) !!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫২





উৎসর্গ ঃ প্রিয় সালমান শাহ এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায়রত সকল স্বপ্নবাজ মানুষদের ও সকল সালমান ভক্তদের উৎসর্গ করলাম ।।



প্রিয় বন্ধুরা ৯০ দশকের বাংলা চলচ্চিত্রে উল্কার মতো এসে কোটি মন জয় করে হঠাৎ হারিয়ে যাওয়া প্রয়াত সুপারস্টার সালমান শাহ এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সালমান অভিনীত একটি রোমান্টিক ছবির হারিয়ে যাওয়া ও বর্তমান প্রজন্মের কাছে অজানা সালমান শাহ এর স্বকণ্ঠের রোমান্টিক গানটি আজ আপনাদের হাতে তুলে দিবো আর সঙ্গে আরও দিবো ৯০ দশকের কিছু জনপ্রিয় গান যা গত এক দশক ছিল প্রচারের বাহিরে ও বর্তমান প্রজন্মের কাছে অজানা।

১) ১৯৯৫ সালের শেষদিকে মুক্তিপ্রাপ্ত সালমান শাহ- লিমা জুটির অভিনীত ও জীবন রহমান পরিচালিত 'প্রেমযুদ্ধ' ছবিটির কথা সবাই জানেন। সেই ছবিতে সেই সময়ের হিন্দি আলোচিত ও জনপ্রিয় ছবি '1942 Love Story ' ছবির কুমার শানুর কণ্ঠের জনপ্রিয় ' ও এক লারকি কো দেখা তো ' গানটির সুরের আদলে আহমেদ ইমতিয়াজ বুলবুল এর সুর ও সঙ্গীতে চিত্রনায়ক সালমান শাহ একটি গানের কণ্ঠ/ প্লেব্যাক করেছিলেন। গানটির সুর হুবুহু নকল হওয়া সত্ত্বেও সালমান এর কারনে গানটি তখন জনপ্রিয় হয়েছিল দর্শক ও শ্রোতাদের মধ্য। যে গানটি ছিল - ও তুমি আমার জীবনে এক স্বপ্ন যেন- সালমান শাহ

২) সালমান- লিমার 'প্রেমযুদ্ধ' ছবিতে সালমান ও ছবিতে তাঁর শিশুপুত্র এর অভিনীত একটি চমৎকার গান ছিল। যে গানটি এন্দ্রু কিশোর এর কণ্ঠে পিতা সালমান তাঁর হারিয়ে যাওয়া পুত্রকে পাওয়ার আনন্দে গেয়েছিলেন। সেই জনপ্রিয় গানটি হলো ঃ লাল লাল ঐ গালে একটা চুমো - এন্দ্রু কিশোর

৩) ১৯৯৫ সালে পরিচালক শাহ আলম কিরন নির্মাণ করেন সামাজিক অ্যাকশন ছবি 'প্রতিশোধের আগুন' । এই ছবির মুল চরিত্র 'আগুন' নামে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন। ছবিতে ইলিয়াস কাঞ্চনের অভিনীত ও জনপ্রিয় শিল্পী এন্দ্রু কিশোর এর কণ্ঠে এবং সুরসম্রাট আলম খানের সুরের একটি জনপ্রিয় গান ছিল কে আমি আমি কার - এন্দ্রু কিশোর

৪) ১৯৯৫ সালে তৎকালীন জনপ্রিয় অভিনেত্রী শাবনুর প্রথমবারের মতো জুটি বাধেন সেই সময়ের আরেক জনপ্রিয় নায়ক ওমর সানীর সাথে। সানী- শাবনুর জুটির প্রথম ছবি বক্সঅফিসে সুপারহিট ব্যবসা করে। সানী -শাবনুর জুটিকে নিয়ে পরিচালক ওয়াকিল আহমেদ আমাদের উপহার দিয়েছিলেন ;প্রেমের অহংকার' ছবিটি। যে ছবিটিতে আলম খান এর সুর ও সঙ্গীতে একাধিক চমৎকার মেলোডি গান ছিল যা সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল। গানগুলো হলো - ক) জীবনের গান আজ গাইবো - রুনা, এন্দ্রু কিশোর ও আগুন

খ) ভালোবাসার পাঠশালা নাই - আগুন ও রুনা লায়লা



গ) জীবন যত হোক না ছোট - বেবী নাজনীন

ঘ) তুমি আমার প্রেমের অহংকার - এন্দ্রু কিশোর ও রুনা লায়লা



৫ ) ১৯৯৬ সালে পরিচালক মালেক আফসারি নির্মাণ করেন রুবেল -চম্পা- হুমায়ূন ফরিদী , এটিএম শামসুজ্জামান অভিনীত বক্স অফিসে সাফল্য পাওয়া ছবি 'ঘৃণা' ছবিটি। আলম খানের সুর ও সঙ্গীতে এই ছবির গানগুলো ছিল বেশ জনপ্রিয়। সেই গানগুলোর অন্যতম একটি গান হলো - কেঁদোনা ব্যথা পেলে কেঁদোনা - এন্দ্রু কিশোর, সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলু

৬) ১৯৯৫ সালে গুণী পরিচালক আজিজুর রহমান নির্মাণ করেন সানী - মৌসুমি জুটির অন্যতম হিট ছবি 'লজ্জা'। 'লজ্জা' ছবিতে আনোয়ার পারভেজ এর সুর ও সঙ্গীতে জনপ্রিয় গানগুলোর একটি গানছিল এসো এসো কাছে এসো - খালিদ হাসান মিলু ও রুনা লায়লা

৭) ১৯৯৫ সালে বাংলা চলচ্চিত্রের মাস্টার মেকার ও সর্বাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক এ জে মিন্টু সানী - মৌসুমি জুটিকে নিয়ে নির্মাণ করেছিলেন সুপার রোমান্টিক ছবি 'প্রথম প্রেম' যা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। 'প্রথম প্রেম' ছবিতে সুরসম্রাট আলম খান চমৎকার সব মেলোডি গান দিয়েছিলেন যা ছিল সেই সময়ের বাংলা ছবির গানের মধ্য বেশ জনপ্রিয়। সেই জনপ্রিয় গানগুলো ছিল যথাক্রমে ঃ মনে প্রেমের বাত্তি জ্বলে - সৈয়দ আব্দুল হাদী

No চিন্তা DO ফুর্তি - এন্দ্রু কিশোর ও রুনা লায়লা

তুমি আমার প্রথম প্রেম - আগুন ও বেবী নাজনীন

প্রেম নগরের জংশনে - এন্দ্রু কিশোর ও রুনা লায়লা



৮) ১৯৯৬ সালে মিন্টুর যোগ্য উত্তরসুরি 'কেয়ামত থেকে কেয়ামত' খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান নির্মাণ করেন সামাজিক অ্যাকশন গল্পের সুপারহিট ছবি 'বিদ্রোহী কন্যা' । 'বিদ্রোহী কন্যা' ছবির টানটান উত্তেজনার মাঝে দর্শক হুট করে পেয়ে যায় আলম খানের সুরে ও সাবিনা ইয়াসমিন এর কণ্ঠের একটি দারুন চমৎকার মেলোডি গান যা হলো - তোমাকে যুগে যুগে ভালোবাসিবো - সাবিনা ইয়াসমিন

৯) ১৯৯৫ সালে গুণী নির্মাতা কাজী হায়াত প্রথমবারের মতো তৈরি করেন একটি ব্যতিক্রমধর্মী গল্পের রোমান্টিক ছবি 'লাভ স্টোরি'। একাধিক শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই ছবিটিতে সর্বপ্রথম বাণিজ্যিক ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করে সেই সময়ের টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী রোজী সিদ্দিকি। ছবিটি ব্যবসায়িক সাফল্য না পেলেও আহমেদ ইমতিয়াজ বুলবুল এর কথা ,সুর ও সঙ্গীতে একটি গান ছিল সুপারহিট। সেই সুপারহিট গানটি হলো - কত মানুষ ভবের বাজারে- কনক চাঁপা



১০) ১৯৯৪ সালে পরিচালক আওকাত হোসেন নির্মাণ করেন রোমান্টিক অ্যাকশন ছবি 'আশিক প্রিয়া'। সেই সময়ে ভারতের বাপ্পি লাহিড়ীর সুর ও সংগীত পরিচালনায় 'আশিক প্রিয়া' ছবির ২ টি গানছিল সুপারহিট । গানগুলো হলো যথাক্রমে - আমি আশিক তুমি প্রিয়া - কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি

তোমার আগে আর কেউ নেই - অলকা ও কুমার শানু



বাংলা ছায়াছবি ও গান এর প্রচার ও প্রসারের জন্য এবং বর্তমান প্রজন্মের কাছে বাংলা ছায়াছবি সম্পর্কে জানিয়ে জনপ্রিয় করার জন্য একটি RaDiO bg24 এর ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসেবে ইহা ক্ষুদ্র একটি নিবেদন মাত্র।।

মন্তব্য ৩৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৬

রাতুল_শাহ বলেছেন: আগেই প্রিয়তে..........কয়েকটি গান বাদে -- অনেকগুলো আমার কাছে আছে।
সেই কয়েকটি এখনই নামাইতেছি।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট। সালমান শাহ ছোটবেলায় একটা টিভি নাটকে অভিনয় করেছিলেন। তখন ইমন নামে পরিচিত ছিলেন। ঐ নাটকে তার নাম ছিলো অপূর্ব। ভালো একটা ছেলে কীভাবে ড্রাগসের কবলে পড়ে নষ্ট হয়ে যায় এরকম কাহিনী। ঐ নাটকে একটা দারুণ গান ছিলো।

"নামটি ছিলো তার অপূর্ব"

হানিফ সংকেত কন্ঠ দিয়েছিলেন। গানটার ভালো কোয়ালিটির কপি নাই আমার কাছে। আপনার কাছে পাওয়া যাবে?

১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১৩

কবি ও কাব্য বলেছেন: ঐ টা নাটক ছিল না। গানটি হানিফ সংকেতের একটি ম্যাগাজিন অনুষ্ঠানের' কথার কথা' জন্য তৈরি গান ছিল । আর সালমান এর অভিনীত নাটকটি ছিল 'পাথর সময়'।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৮

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ইলিয়াস কাঞ্চনের স্বকন্ঠে একটা গান আছে- 'আমার এ গানখানি যদি ভালো লাগে, কোনদিন ভুলে যেয়ো না..' । আপনার কাছে আছে নাকি?

আরেকটা গানের কথা কোন পোস্টে কমেন্ট করেছিলাম। আশিক প্রিয়া ছবিতে 'প্রেম করেছি বেশ করেছি' এই গানটা পোস্ট করার জন্য আপনাকে রিকোয়েস্ট করেছিলাম। আপনার কাছে আছে কি?

১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১২

কবি ও কাব্য বলেছেন: আমার এই 'গানখানি যদি ভালো লাগে ' গানটি ইলিয়াস কাঞ্চনের কণ্ঠের নয়। গানটি এন্দ্রু কিশোর ও সাবিনার কণ্ঠের 'বাল্যশিক্ষা ছবির গান এই যে লিঙ্ক - http://www.youtube.com/watch?v=O5D9PMIwjZ4
আশিক প্রিয়া ছবিটি পুরোটাই সংগ্রহে আছে।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:২৫

লিটল হামা বলেছেন: গানটা দিতে পারবেন?

১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৮

কবি ও কাব্য বলেছেন: হাসান ভাই আমি গানটির মুল ভিডিও সংগ্রহে আসা মাত্রই আপলোড করে দিবো। এই মুহূর্তে নেই।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৫

নাহিয়ান বিন হোসেন বলেছেন: দারুন দারুন!


আলমগীর অভিনীত একটা ছবিতে আলমগীরের স্বকন্ঠের একটা গান আছে। সেখানে দিতি থাকেন, শাবানো থাকেন। ছবির কাহিনীতে দেখা যায় দিতি অন্ধ হয়ে যান। গানটার কিছু মনে নেই। শুধু মনে আছে গানটা অসাধারন ছিলো। গানটার নাম , সম্ভব হলে গানটা কি দেয়া যাবে কাব্য ভাই?

১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৭

কবি ও কাব্য বলেছেন: ছবিটি ছিল সুভাষ দত্ত পরিচালিত 'স্বামী স্ত্রী' । পুরো ছবিটাই সংগ্রহে আছে। দিবো পরে। আলমগির এর স্বকণ্ঠের গান ছিল আলমগির প্রযোজিত 'নিস্পাপ' ছবিতে। গানটি হলো ' তুই যে আমার মিলন মালারে বন্ধু' ।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৮

বাকপটু বলেছেন: দারুণ

+

১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৪

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫২

নাহিয়ান বিন হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ। অপেক্ষায় রইলাম! আপাতত অনেকদিন আগে ,ছোটবেলায় শুনে আসা গানগুলো শুনছি!

১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৫

কবি ও কাব্য বলেছেন: ভিডিও গুলোর লিঙ্ক এ গেলে যে চ্যানেল এ যাবেন সেটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল। এখানে আগে কোথাও না পাওয়া অনেক গান পাবেন এবং পুরো ছবিও পাবেন কিছু ।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৯

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভাই, ছবিতে যে গানটি ব্যবহৃত হয়েছে সেটি ইলিয়াস কাঞ্চনের কন্ঠে নয়। এটা আমি জানি। কিন্তু এই গানটির মিউজিকের উপর ইলিয়াস কাঞ্চনের কন্ঠ রেকর্ডিং করেছেন সম্ভবত: মাজহারুল আনোয়ার। রেডিওতে বেশ কয়েকবার শোনার সৌভাগ্য হয়েছে এমনকি কিছুদিন আগে এবিসি রেডিও থেকে আমি রেকর্ডও করে রেখেছি। কোয়ালিটি ভালো না।

.........
প্রেম করেছি বেশ করেছি গানটি দয়া করে আপলোড করবেন?

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৭

ধূসরধ্রুব বলেছেন: শুধু ধন্যবাদ দিলেও হয়ত কম হবে । গত কয়েকদিন থেকেই সালমানের কন্ঠের গানটা খুজছিলাম । আজ পেয়ে গেলাম :)

১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৬

কবি ও কাব্য বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৮

Sohelhossen বলেছেন: খুব ভাল পোস্ট ++++++, আর এই প্রচেষ্টার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৭

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও । বাংলা ছবি সম্পর্কে বর্তমান প্রজন্মের ভুল ধারনা কমানোর জন্যই আমার এই চেষ্টা।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

Sohelhossen বলেছেন: সালমান শাহ এর , "তুমি আমার" ছবির " তুমি আমার ভালোবাসার গান " গান টা অনেক খুজেও কোথাও পেলাম না , আপনার সংগ্রহে থাকলে, দিলে খুশি হব ।

১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৮

কবি ও কাব্য বলেছেন: তুমি আমার ছবির শেখ ইশতিয়াক এর কণ্ঠের গানটি আগামীতে এক সময় আপলোড করে দিবো।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৯

তন্ময় ফেরদৌস বলেছেন: আপনি এমন সব কাজ করেন, এমন সব লেখা দেন, যে সব কালেকশন আপ করেন, আমার মনে হয় কোটি টাকার চেয়েও বেশি দাম হবে আমার কাছে। আগামী প্রজন্মের জন্য চলচ্চিত্র মিউজিয়াম বানালে সবগুলা পোস্টের যায়গা হবে সেখানে ফর শিওর।

ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা।

১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৯

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুন্দর মন্তব্যর জন্য। বাংলা ছবির জনপ্রিয়তা তৈরি করার জন্যই এই প্রচেষ্টা চলছে এবং আগামিতেও চলবে।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২১

িনহাজ রিমন বলেছেন: এত সুন্দর পোস্ট প্রিয়তে না নিয়ে কি পারা যায়!!
অনেক ভালো লাগলো।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
পিলাচ নেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২০

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ পোস্ট প্রিয়তে নেয়ার জন্য। বাংলা ছবি ও গান আমাদের ছবি ও গান। বাংলা ছবি আবার জেগে উঠবে সেই আশায় চেষ্টা করে যাওয়া।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৮

আরজু পনি বলেছেন:

অসাধারণ পোস্ট!

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরেকটা চমৎকার পোস্ট -

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৪

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অসাধারণ
+++++++

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১৮

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।++++++
প্রিয়তে.........

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩৪

গানচিল বলেছেন: ২ নং মন্তব্যে হাসান মাহবুবকে--------

নামটি ছিল তার অপুর্ব। গানটা কোন নাটকে ছিলনা।১৯৮৬-৮৭ সনে হানিফ সংকেত "কথার কথা" নামে একটা ম্যাগাজিন উপস্হাপনা করতেন। ঐ অনুষ্টানে ড্রাগ বিষয়ক "নামটি ছিল তার অপূর্ব" গানটা হানিফ সংকেত নিজেই গেয়েছিলেন।গানের চিত্রায়নে ড্রাগ এডিক্টের ভূমিকায় ইমন অর্থাৎ সালমান শাহ অভিনয় করেছিলেন।

আর "পাথর সময়" সালমান শাহ ছিলেন? যতদুর জানি ওটা তৌকির আহমেদ আর হুমায়ুন ফরীদির নাটক।পুরো সিরিজটা অবশ্য দেখা হয়নি।

তবে সালমান প্রথম দেখি ৮৩-৮৪ সনে ডঃ ইনামুল হকের রচনায় বিটিভির "সৈকতে সারস" (জাহানারা আহমেদের নাতী) নাটকে।তার বয়স ১৪/১৫ ছিল।নাটকটাও আমার কাছে আছে। ২য় নাটক শমী কায়সার এর সাথে অরুন চৌধুরীর " নয়ন " প্যাকেজ জমানা শুরুর প্রথমদিকে তানভীন সুইটির সাথে ২ পর্বের আরেকটা নাটক দেখেছিলাম। ওটা জঘন্য একটা নাটক ছিল। নামটাও ভূলে গেছি।

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৪৬

মাস্টার বলেছেন: চমৎকার! রেডিওবিজি২৪ কি ফিরলো নাকি!! :D

প্রিয়তে নিয়ে রাখলাম।

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৪

আলীেহােস বলেছেন: অতীতের কথা মনে পড়ে গেল। ধন্যবাদ

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৭

নােয়ফ চৌধুরী বলেছেন: সাম্প্রতিক সময়ের বাংলাদেশী মুভি রিভিউ ও বল্গে লেখালেখি বাংলা মুভির প্রতি ভালোলাগা বাডতে লাগল।

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৬

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমার ৮ নম্বর কমেন্টটা স্কিপ করার কোন কারণ দেখলাম না।
বাই দা ওয়ে, গানটার জন্য অপেক্ষায় রইলাম।

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫১

Sohelhossen বলেছেন: ভাই আশিক প্রিয়া ছবির দুইটা গানে সাউন্ড নাই ।

২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: আরেকটি চমৎকার পোস্ট।

বাংলা চলচিত্র নিয়ে এতো সমালোচনা,কটুক্তি,বিদ্রুপের পরও যখন আপনার মতো আরো ২-৪ জনকে দেখি ব্লগ ও বিভিন্ন মাধ্যমে বাংলা ছবির জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছেন তখন শ্রদ্ধায় মাথা নুয়ে আসে।আবার আশায় বুক বাধিঁ ,মনে হয় এমন আর থাকবে না,একদিন আমাদের দেশের চলচিত্র বিদেশের মানুষ সিডি,ডিভিডি কিনে দেখবে।

পোস্টে ভালোলাগা ও শুভাকামনা প্রিয় পাপ্পু ভাই।

২৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৯

C/O D!pu... বলেছেন: সালমানের গানটির জন্য ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.