![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখহীনতায় সুখের সন্ধানে
আশা শূন্য যে মানুষটি---প্রানভরা আশার কাছে নিরাশায় দেউলিয়া
আত্মপ্রত্যয় হীনতায়, সঙ্কটময় অস্তিত্বের দোলায়,
কে আমি, কিসের আমি,
এই আমি'র স্বচ্ছ রূপ কী?
জীবন'কে বুঝে নেওয়ায় এবং অর্থ খোঁজায়
রেখে যাব কোন প্রতিশ্রুতি কিংবা
পুঞ্জিভূত উদ্বিগ্ন বিষাদ।
জীবনের একান্ত সত্য একদিন নিরুদ্দেশ হওয়া।
ছবিঃ নেট।
(বিঃ দ্রঃ কবিতায় মন্তব্য নিষ্প্রয়োজন।)